![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
মানুষের মূল্যবোধ কই যাইতেসে ? ১১ বছরের মেয়েকে বিয়ের নামে ৫৫ দিন ধরে আটকে রেখে ধর্ষন করলো!কিভাবে সম্ভব ? ১১ বছর মাত্র, এতো এখনো শিশু । এই শিশুর মধ্যে কি আকর্ষণ আছে, নাকি সে খুব অশ্লীল পোশাক পড়ে বাইর হইসিল (ধর্ষকদের কমন যুক্তি !) যার কারণে তার এরকম পরিনতি হবে ? করসে তো করসে, সেইটাকে আবার বিয়ের নামে বৈধতা দেবার চেষ্টা করতেসে । মানে চুরি তো চুরিই , সেইটার উপর বাটপাড়ি !!!হিন্দু মেয়েকে জোর করে মুসলিম বানাই তাকে ৫৫ দিন ধরে ধর্ষণ, কিভাবে ?
যেই শুয়োর এই কাজটা করলো, আর যেই কুত্তাগুলা এটাতে সাহায্য করলো , যেই মোল্লা এই বিয়ে(!) পড়াইল , তারা কি বুঝতে পারতেসে তারা কি করসে? শান্তির এই ধর্মের কোন জায়গায় জোর করে ধর্মান্তরিত করার কথা বলা হইসে ?এই মেয়ের দুনিয়া কি সেইটা বোঝার আগেই দুনিয়া সম্পর্কে একটা খুব খারাপ ধারণা হয়ে রইলো । ইসলামের ছায়ায় যদি আনতেই হয়, তবে তার সামনে আদর্শ স্থাপন কর। এমন সৎ, চরিত্রবান,সজ্জন ব্যক্তি হয়ে যাও যাতে ইসলামের মর্মবানি উপলব্ধি করে নিজ থেকেই মুসলিম হয়ে যায়। প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার অমুসলিম মুসলিম হইতেসে । এই মেয়েও হয়তো কোনদিন হইত। কিন্তু এভাবে ইসলামকে উপস্থাপন করার পর মেয়ে তো দুরের কথা, তার পরিবার, আত্মীয়-গোষ্ঠী কেউ কি ইসলামকে সহজভাবে নিতে পারবে ? এদেশের ১২.২% হিন্দুদের কাছেই বা ইসলাম সম্পর্কে কি বার্তা যাবে? এভাবে পাপকে ধর্মের নামে বৈধতা দেবার অধিকার ঐ শুয়োরকে কে দিল ? আচ্ছা, হিন্দু - মুসলিম ইস্যু বাদ দিলাম, ১১ বছরের এতোটুকু একটা বাচ্চা, তাকে ধর্ষণ ; এরকম মানসিক বিকৃতি হয় কিভাবে? আর কেউ বাধাই বা দিলনা কেন? বিকৃতি কি শুধু একজন দুইজনের নাকি পুরা সমাজেই ছড়িয়ে পরসে ? এদের কি আদৌ কিছু হবে? দুই-চারদিন পেপারে,ফেইসবুকে,ব্লগে প্রচুর লেখালেখি হবে, তারপর সব শেষ। আমরা হয়তো স্রষ্টার হাতে ঐ দুনিয়ায় বিচারের ভার অর্পণ করবো; সরকার, পুলিশ বাহিনিকে আচ্ছামত গালিগালাজ করব।তারপর নতুন কোনও সামাজিক বা রাজনৈতিক ইস্যু তৈরি হবে, আমরা সেইটা নিয়া মাতবো ; আর কোনও এক থানায় একটা ফাইলের উপর ধুলার পরিমান আরেকটু বাড়বে । কারো হয়তো কিছু যাবে আসবে না, শুধু একটি মেয়ে স্রষ্টার প্রতি, ভাগ্যের প্রতি, পৃথিবীর প্রতি, মানুষের প্রতি এক তীব্র ঘৃণা নিয়ে বেড়ে উঠবে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ রাত ২:২০
খাটাস বলেছেন: যদি বলেন শান্তির এই ধর্মের কোন জায়গায় জোর করে ধর্মান্তরিত করার কথা বলা হইসে ? তাহলে এর উত্তর ফতোয়া। ফতোয়া এর ব্যাপার নিশ্চয় ই জানেন। ইসলামের নাম নিয়ে কিছু সুবিধাবাদী জ্ঞান পাপি নিজেদের কত্রিত্ত বজায় রাখতে কু যুক্তি দিয়ে নানা আজে বাজে ফতোয়া দিয়ে ইসলাম কে কলঙ্কিত করছে। এই নিকৃষ্ট ঘটনার ক্ষেত্রে বলব, কলঙ্কিত ফতোয়ায় বিশ্বাসী জানোয়ার টার কাছে একটা মেয়ে শিশু হইলে ও যায় আসে না, স্ত্রীর নাম দিয়ে বানানো যৌন দাসি মাত্র। এই ধরনের কিছু জানোয়ার কে কঠিন শাস্তি, সম্ভব হলে কেটে ফেলে দিয়ে আগে বুঝাইতে হবে নারির স্থান ইসলামে কোথায়।
যে কোন ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানাই।