![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
সকালে ক্যাম্পাস গেসি। ডিপার্টমেন্টের র্যালিতে করে মল চত্বর গেলাম। সেখান থেকে অনুষ্ঠান শেষে ফিরতি র্যালিতে টিএসসিতে যাইতেসি।ফিরতি র্যালিতে আমাদের ঠিক পেছনেই ছিল শামসুন্নাহার হল। তো ঐ হলের মেয়েরা আবার "বেলুন" (সাধারণ বেলুন) আর ভুভুজেলা নিয়ে গেসিল। আমরা সামনে হইচই,চিল্লাচিল্লি করতেসি। মেয়েরা আর কি করবে, ওদের সঙ্গে হাউজ টিউটররা ছিলেন; তাদের সামনে তো আর চিল্লানো যায় না। তাই ভুভুজেলা বাজানো শুরু করলো। এই দেখে বন্ধুবর বাহারের মাথায় আইলো এক সিরাম আইডিয়া । আমরা ৫-৬ জন গলাবাজ একত্র হইলাম ।বাহার স্লগান ধরবে, আমরা গলা মেলাবো ।
বাহারঃ এএএএএএএএ কোনও হল আছেএএএ ?
আমরা ঃ আছেএএএ ।
বাহারঃ কোন সে হল ?
আমরা ঃ শামসুন্নাহার ।
বাহারঃ সবাই বল
আমরা ঃ শামসুন্নাহার ।
বাহারঃ আরও জোরে ।
আমরা ঃ শামসুন্নাহার ।
ব্যাস, তেনারা চুপ;আবার মুচকি মুচকি হাসে। আমরাও তো হাসতেসি। এমন সময় ঠাস করে এক মেয়ের হাতে ধরা বেলুন ফুটে গেলো। অমনি আমার হেঁড়ে গলায় চিৎকার ঃ এএএএ শামসুন্নাহারের বেলুন(!) ফুটসে !!!
বি.দ্রঃ আমার মাও শামসুন্নাহারের বাসিন্দা ছিলেন। ভাগ্যিস মা সামু ব্যবহার করে না !!!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২২
htusar বলেছেন: হ মামু নিলাম ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ধূসর সপ্ন বলেছেন: মামা মজা লইলেন ??????