নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

শামসুননাহার হলের বেলুন !

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সকালে ক্যাম্পাস গেসি। ডিপার্টমেন্টের র‍্যালিতে করে মল চত্বর গেলাম। সেখান থেকে অনুষ্ঠান শেষে ফিরতি র‍্যালিতে টিএসসিতে যাইতেসি।ফিরতি র‍্যালিতে আমাদের ঠিক পেছনেই ছিল শামসুন্নাহার হল। তো ঐ হলের মেয়েরা আবার "বেলুন" (সাধারণ বেলুন) আর ভুভুজেলা নিয়ে গেসিল। আমরা সামনে হইচই,চিল্লাচিল্লি করতেসি। মেয়েরা আর কি করবে, ওদের সঙ্গে হাউজ টিউটররা ছিলেন; তাদের সামনে তো আর চিল্লানো যায় না। তাই ভুভুজেলা বাজানো শুরু করলো। এই দেখে বন্ধুবর বাহারের মাথায় আইলো এক সিরাম আইডিয়া । আমরা ৫-৬ জন গলাবাজ একত্র হইলাম ।বাহার স্লগান ধরবে, আমরা গলা মেলাবো ।



বাহারঃ এএএএএএএএ কোনও হল আছেএএএ ?

আমরা ঃ আছেএএএ ।

বাহারঃ কোন সে হল ?

আমরা ঃ শামসুন্নাহার ।

বাহারঃ সবাই বল

আমরা ঃ শামসুন্নাহার ।

বাহারঃ আরও জোরে ।

আমরা ঃ শামসুন্নাহার ।



ব্যাস, তেনারা চুপ;আবার মুচকি মুচকি হাসে। আমরাও তো হাসতেসি। এমন সময় ঠাস করে এক মেয়ের হাতে ধরা বেলুন ফুটে গেলো। অমনি আমার হেঁড়ে গলায় চিৎকার ঃ এএএএ শামসুন্নাহারের বেলুন(!) ফুটসে !!!



বি.দ্রঃ আমার মাও শামসুন্নাহারের বাসিন্দা ছিলেন। ভাগ্যিস মা সামু ব্যবহার করে না !!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ধূসর সপ্ন বলেছেন: মামা মজা লইলেন ??????

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২২

htusar বলেছেন: হ মামু নিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.