![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
আমার যত বন্ধু আছে তোদেরকে আজ বলছি,
পুরান কিছু স্বপ্নের জাল নতুন করে বুনছি ।
স্বপ্ন ছিল ক্লাস ফাইভে , স্বপ্ন ছিল টেনে ,
স্বপ্ন ছিল চোখের মাঝে স্বপ্ন ছিল লনে।
কলেজ লাইফে মনের মাঝে স্বপ্ন ছিল কত ,
সত্যিকারের বন্ধু কতক পেয়েছিলাম মনের মত ।
পুরান কিছু বন্ধু আবার এলো নতুন সাজে ,
বেশ কেটেছে সে সময়টা হাসি - গানের মাঝে ।
বিশ্ববিদ্যালয়ে উঠার পর স্বপ্নরা পেল গতি ,
মনের বাগানে এলো একরাশ নতুন প্রজাপতি ।
স্বপ্ন এখন দেখি না আর, চোখের কোনেই হারায় ;
স্বপ্নরা আজ পড়ে থাকে অবহেলায়, ধুলায় ।
মাঝে মাঝে ভাবি বসে কি পেয়েছি আমি ,
বন্ধু কিছু পেয়েছি , হীরার চেয়েও দামী ।
স্মৃতির পর স্মৃতি ভেসে যায় জীবন নদীর কুলে ,
যান্ত্রিক এই নগরের মায়ায় তোদের গিয়েছি ভুলে ।
আবার যদি দেখা হয় , ৩০ বছর পরে ;
চিনতে কি পারবি আমায় , রাখবি মনের ঘরে ।
পাশেই থাকিস আমার , আগেও ছিলি যেমন ;
আমি আছি ভালো , বন্ধু তুই আছিস কেমন ?
অনেক সাধনায় পেয়েছি তোদের , এক হৃদয়ের দামে ;
সেই হৃদয়ের প্রতি খণ্ড, বন্ধু তোদের নামে ।
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯
htusar বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:

বন্ধু দিবসের শুভেচ্ছা রইল!!!