নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

পুরান ঢাকার মানুষগুলার দিল-দরিয়া মন : একটি ঘটনা । :)

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭

পুরান ঢাকার মানুষগুলা ব্যাপক দিল-দরিয়া । রসিক ও বটে । আজকে টের পাইলাম। ইফতার করতে গেসি লালবাগের রয়েল বিরানি হাউসে আমরা ১৩ জন। ইফতার শেষে বের হইলাম। ঐটার নিচেই রাস্তার দিকে ফিরে রিকশা করার চেষ্টা করতেসি । হঠাৎ শুনি পাশ থেকে হাসির শব্দ এবং আমার নাম ধরে দাক। ঘুরে দেখি দরজার পাশেই এক লোক বসে আমার দিকে তাকাই আছে আর কি যেন বলতেসে। বাকি ১২ জন একবার আমার দিকে আরেকবার উনার দিকে তাকাইতেসে আর হাসতেসে । পাশের এক বন্ধুকে জিজ্ঞেস করলাম কাহিনি কি? উত্তর দিলঃ উনি মালিক, তোর কথা বলতেসে। আমি তো পুরাই স্পীকার হয়ে গেসি; আমার কথা!!ক্যাম্নে কি ? মালিকের দিকে তাকাইলাম।উনার সম্পর্কে প্রথমেই যে কথাটা বলা যায় সেইটা হইলো উনি ভীষণ মোটা । যদিও এভাবে বলা ঠিক না, কিন্তু উনি আসলেই সাংঘাতিক মোটা। অনেকটা সুমন পাটোয়ারির মত । যাই হোক, উনার কাছে গেলাম। শুনি উনি বলতেসেন ঃ এখানের খাবার যে কেউ ১ মাস খাইলেই মোটা হবেই।অনেক তেল আছে তো। সবাই হেসে দিলাম। উনার আর আমার নিম্নোক্ত কথোপকথন ঃ



আমি ঃআসসালামু আলাইকুম । আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজকে এখানে খেতে আসলাম ।

মালিক ঃ খাবার ভাল লাগসে?

আমিঃ জি ।

মালিকঃ কোনও অসুবিধা হয় নাই?

আমি ঃ জি না। খাবার অনেক ভাল।

মালিক ঃ বাদামের সরবত খাইসেন?

আমিঃ জি না। আরেকদিন খাব নে।

মালিক ঃ কি আরেকদিন?(বলেই পিছন ফিরে) ঐ এক বোতল সরবত আন।

আমি ঃ না না, লাগবে না। (কিঞ্চিৎ ভদ্রতা )

মালিক ঃ অবশ্যই লাগবে। ঐ, কয়েকটা গ্লাস ও দিস।

(বয়ের আনতে আনতে আমি আর উনি বন্ধুর ক্যামেরায় কয়েকটা ফটো তুল্লাম। ছবি তোলার পর দেখি ২২০ টাকারএক বোতল বাদামের সরবত হাজির ।বোতল পাওয়া মাত্র সকলে একযোগে এমন চিৎকার দিল, মানুষ জন তাকাই দেখতেসিল।:):))



মালিক ঃ কালকে আসবেন ?

আমিঃ না ,ঈদের পর। কিছু সেলামি পেয়ে নেই।

মালিক ঃ আসেন, ঈদের পরই আসেন। আমার হোটেল সবসময়ই খোলা ।

আমি ঃ জি অবশ্যই আসব । ভাল থাকবেন। আসি , ঈদ মোবারক ।

বলে যেই ঘুরলাম, দেখি আমাদের পাশে লোক জড় হয়ে গেসে । ফিরে আসতেসি, বন্ধুরা "তুষার তুষার" বলে এমনভাবে চিল্লাইতেসিল ; নিজেরে মনে হইতেসিল পিন্টু ভাই (নাসিরুদ্দিন পিন্টু )B-)



সত্যি বলতে লোকটার ব্যবহারে মুগ্ধ হয়ে গেসি ।আর যেতে পারব কিনা জানি না, কিন্তু সুযোগ পেলে অবশ্যই যাব। বহু আগে পুরান ঢাকার একজনের কাছে শুনেছিলাম, পুরান ঢাকাইয়ারা অনেক রসিক, দিলদরিয়া এবং ভাল মনের। (এটাও বলসিল এজন্য নাকি তাদের হার্টের অসুখ কম হয় :P)লোকটার শরীর যত বড় , মনটা তার চেয়ে অনেকগুণ বড় । হুদাই পাম্প দিচ্ছি না, এবং কেউ কেউ হয়ত বলবে এরকম সে দিতেই পারে; তার এক দিনের ইনকামই লাখের উপর। কথা ঠিক , কিন্তু এরকম দেয়ই বা কয়জন ? এইটা উনার ব্যবসা, ফ্রি দিলে তো চাঙ্গে উঠবো । উনি হয়ত পরের বার আমাদের চিন্তেই পারবেন না,( ফ্রি দেওয়া তো দুরের কথা ); কিন্তু তবু ওনাকে আরেকবার দেখতে হইলেও যাব। কাটখোট্টা এই সমাজে এরকম রসিক মানুষ এখন আর খুব একটা দেখা যায় না।



** আসার সময় টিএসসিতে আড্ডা দিচ্ছি। বাকিদের শুনাই জোর গলায় বললাম ঃ দেখসস, আসল পুরুষ !!;););)

(আসলেই তো, ৭০-৮০ কেজির ৩ জন মিল্লাও যেইতা পারল না, আমি ৪১.৬ কেজি হইয়া পাইরা গেলাম ! দেখেই বুঝছেন , এ অপুষ্টির শিকার :P:P:P



আমি আর রয়েল বিরানি হাউসের মালিক :



মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১

খেয়া ঘাট বলেছেন: মনে হচ্ছে যেন জাহাজের সাথে ডিঙি নৌকা :) :) :)
পোস্ট পড়ে বেশ মজা পাইলাম।

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮

htusar বলেছেন: আসলেই ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ঠিকানা আর লোকেশন দেন। পারলে যাওয়ার উপায় বলে দেন।
পত্রিকায় পড়ে একদিন বেচারাম দেউড়িতে নান্না মিয়ার বিরানী খায়া আসছিলাম। এইবার রয়েলে যামু।

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

htusar বলেছেন: লাল্বাগের রয়েল হোটেল বললে সব রিকশাওয়ালাই চিনবে। আপনি কই থাকেন সেইতা বলেন, তাইলে যাওার উপায় বলতে পারব ।মোটামুটি বুয়েট বা ঢাবি ক্যাম্পাসের ধারেকাছে,পুরান ঢাকা বা পলাশি/নিলখেত/আজিম্পুর এইরকম যায়গায় আস্তে পারলে হবে। বাকিটুকু রিকশায় যাবেন।

৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১১

ঢাকাবাসী বলেছেন: রয়েলের বিরানী আর মালিক দুটোই অসাধারণ!

৪| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :D :D

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


রয়েলের বিরিয়ানী আর আপনার পোস্ট দুটোতেই প্লাস রইল

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

htusar বলেছেন: ধন্যবাদ ।

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০২

বুঝিনাই বলেছেন: ৪১.৬!!!! ভাই আপনার হাইট কত???? যাইহোক পোস্ট ভালা লাগসে.. :)

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

htusar বলেছেন: হাইট ৫'৫'' ।আমার থাইরয়েডের সমস্যা আছে। :(

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

ইকরাম বাপ্পী বলেছেন: রয়েল? ? ? হুম... ... পুরাণ ঢাকার একটা মেয়ে আছে অফিসে...... আমার টীমেই। রসিক এবং মিশুক। দুদিন আমাদের রোজায় বাদামের সরবত এনে খাইয়েছে... ... জিনিসটাই মারাত্নক ... ... খুবই ভালো লাগে... ...

৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আজিমপুর বাসস্ট্যান্ড, ঢাকেশ্বরী..... ব্যাপার না।
নাজিমুদ্দিন রোডের দিকে নাকি?

৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

সাহিদ০৬ বলেছেন: উনার জুয়ান কালের কয়েকটা ছবি ছিল আমার কাছে ।পাচ্ছিনা ,আপনার থেকে সামান্য স্বাস্থ্য ভাল।এখন উনার বসার জন্য ২ তা চেয়ার লাগে ।
তবে রয়েলের সব খাবারই মজা।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৪

htusar বলেছেন: সব খাবার এখনো টেস্ট করি নাই। করে দেখব ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.