![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি; কালকে সকাল ৬ টা থেকে ৭২ ঘণ্টার যে অবরোধ ডাকা হয়েছে ,তাতে সবাই একটু সাবধানে থাকবেন। একটু আগে ছাত্রদলের এক ঘনিষ্ঠ বড় ভাইয়ের সাথে কথা হল। গত ৩ দিন যে অবরোধ হয়েছে ;এটা তার থেকেও কঠিন অবরোধ হবে। একে তো একদলীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ পায়তারা করতেসে ; তার উপর সিনিওর নেতাদের একের পর এক মামলা - হয়রানি করা হইতেসে । বিএনপির দেয়ালে পীঠ ঠেকে গেছে; তৃণমূলের কর্মীরা মরিয়া। তাই কালকে থেকে যে অবরোধ ; তা আগের থেকেও কঠিন হবে। সবাই সাবধানে থাকবেন, আর রাজনীতির জাঁতাকলে যাতে সাধারণ মানুষ পিষ্ট না হয়, সেই প্রার্থনা করুন।
কারা ভাল কারা খারাপ ,সেই তর্কে যাচ্ছি না। আমরা হয়ত নিরাপদে বাসায় বা হলে থাকব ; কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের তো বের হতেই হবে। আওয়ামীলীগ - বিএনপি দুইটাই খারাপ, তাই একটার পক্ষ নিয়ে অপরকে গালি না দিয়ে বরং ঘর থেকে বের হওয়া প্রতিটা মানুষ যেন নিরাপদে ঘরে ফেরে; আর যেন শাহবাগের ১৯ জনের মত কারো অবস্থা না হয় সেই দোয়া করুন।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০২
htusar বলেছেন: কি আর কমু ভাই; কওনের কিছু নাইক্কা ।
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২
রসায়ন বলেছেন: বিএনপির কি অবরোধের হেডম আছে নাকি যা করার তো করবে ছাগুরা
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৩
htusar বলেছেন: ছাগুরা করুক, আর বিম্পিই করুক; মাঝখানে কিছু সাধারণ মানুষ মারা যাবে।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
মদন বলেছেন: ছোট ভাই কালকে(শনিবার) রাজশাহী ঢাকা যাবে। অবরোধের কথা শুনে সাথে সাথে ব্যগ নিয়ে রওনা দিসে। গিয়া দেখে সব বাস বন্ধ। রাত ১০-১১টার বাসও ঢাকা যাইতে সাহস করতেসে না।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০২
htusar বলেছেন:
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
অন্যসকাল বলেছেন: দিন দিন দেশটাকে পেছনের খাদে ফেলে দিতে তো কারো উৎসাহের কমতি নেই! আমরা নিপাট ভদ্রলোক দর্শক। মশা মারা আরা হাততালি দেয়া ছাড়া কিইবা করার আছে!..
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ওগো মুর আল্লাহ! একি কথা হুনাইলেন বাই ।