![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
আমার বাসা মগবাজারে । টিউশনি করাই খিলগাঁ তে। মালিবাগ হচ্ছে দুইটার মাঝামাঝি জায়গা। সপ্তাহে ৩ দিন মালিবাগ যাই ; ওখান থেকে টেম্পুতে করে খিলগাঁ। প্রথম ২-৩ দিন বাসে যাওয়ার চেষ্টা করেছি ; তারপর থেকে হেঁটেই যাই। কারণ এত জ্যাম থাকে ; বাসে গেলে লাগে ২০ মিনিট; হেটে গেলে সর্বচ্চ ১৫ মিনিট। ৭.৩০ এর দিকে বের হই; ৮ টার দিকে পৌছাই যাই। আজকেও যাবার কথা ছিল; ছাত্রের টেস্ট পরীক্ষা চলতেসে । সন্ধ্যার দিকে কি মনে হইলো; ঠিক করলাম যাব না। কালকে যাব।
একটু আগে একটা খবর দেখলাম। মালিবাগেই রাত পৌনে ৮টার দিকে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমা এড়াতে গিয়ে বাস নিয়ন্ত্রন হারাই একজনকে চাপা দিয়ে মেরে ফেলসে ; আরও ৪ জন আহত ।
ভাবতেসি ঐ সময় আমারও ঐখানে থাকার কথা ছিল। এবং কালকে ঠিকই থাকব। হয়ত একটু আগেই বের হব, কিন্তু যেতে তো হবেই।
কাউকে গালি দিচ্ছি না; কারো উপর দোষ চাপাই দিচ্ছি না; শুধু ভাবতেসি এই ধ্বংসলীলার শেষ কোথায় ??
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এই নোংরা রাজনীতি কোন আর দিন বন্ধ হবে না?
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
অদ্ভুত_আমি বলেছেন: বাসে গেলে পেট্রোল বোমা মারবে, আর হেঁটে গেলে ঐ বাস নিয়ন্ত্রন হারিয়ে তোমার গায়ের উপর উঠবে ......
///আহতরা হলেন, ব্যবসায়ি মহিউদ্দিন (৪৫)। তিনি প্রতিবন্ধী। তার বাঁ পা ভেঙে গেছে। অ্যাডভোকেট গোলাম কিবরিয়া (৪৫)। তার বাম হাত গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাস চালকের সহকারী মনির হোসেন (২৮)। তার বাম হাত ভেঙে গেছে এবং শরীরের উপর অংশ ঝলছে গেছে।/// কি ভয়াবহ
আর যে মারা গেছে সে তো সব কিছুর ঊদ্র্ধে চলে গেছে
আমাকেও এই রুট টা/এই সুপ্রভাত বাস গুলি ব্যবহার করতে হয়
“বিরোধী দল রক্তের বন্যা বইয়ে দেয়ার হুমকি দেয়, আর সরকারী দল তো অনেক আগেই ঘোষণা দিয়েছে তারা বেডরুমের নিরাপত্তা দিতে পারবে না ।”
অদ্ভুত এক দেশে বাস করি যেখানে রাজনৈতিক নেতারা সবাই নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করে আর বলে বেড়ায় জনগণই সকল ক্ষমতার উৎস
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭
htusar বলেছেন: " অদ্ভুত এক দেশে বাস করি যেখানে রাজনৈতিক নেতারা সবাই নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করে আর বলে বেড়ায় জনগণই সকল ক্ষমতার উৎস " - সহমত ।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
নীল সুমন বলেছেন: সত্যই আমরা যে কেউই এই ৫ জনের একজন হতে পারি......