নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

বিদায় খালেদ খান ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩২

তখন মনে হয় ক্লাস থ্রি-ফোরে পরি। নতুন নতুন একুশে টিভির যাত্রা শুরু হয়েছে । তো সেই সময় বেশ ভাল কিছু নাটক দেখাত । একদিন একটা নাটক দেখানো শুরু করলো , নাম " লোহার চুড়ি " । মুল চরিত্রে খালেদ খান। আইসসালা । পুরাই অস্থির অবস্থা। ৪ বন্ধু মিলে প্ল্যান করে রাতের বেলা একটা ব্যাঙ্কে ঢুকে টাকা আর ডিস্কে করে অনেক ইনফর্মেশন চুরি করে, যে ডিস্ক পরে অনেক মুল্যে বিক্রি করবে ।এদের মধ্যে একজন আবার লোভে পরে দলের বাকি ৩ জনকে মেরে ফেলে। পুলিশ অফিসার খালেদ খানের দায়িত্ব পরে এই কেসের । ব্যাপক অ্যাকশান আর সাস্পেন্সে ভরা ছিল নাটক টা। গতানুগতিকতার বাইরের এই নাটকটা মনে এমনভাবে দাগ কেটেছিল ; এখনো ভুলি নাই। বিশেষ করে খালেদ খান আর ভিলেন হিসেবে কোহিনূর নামের অভিনেতাকে ব্যাপক লাগসিল ।



আরও কিছুদিন পরে। একুশে টিভিতেই আরেকটা জটিল নাটক দেখানো শুরু হইলো। নাম " দমন " । গ্যাংস্টার টাইপ কাহিনি। প্রয়াত আজিম মাফিয়া ডন টাইপ , খালেদ খান আর ঝুনা চৌধুরী তার প্রধান দুই সহযোগী । আজিমকে মেরে ক্ষমতা দখল করে খালেদ খান । এদিকে পুলিশ অফিসার টনি ডায়েস তাকে খুজে । এই ধরনের কাহিনি নিয়ে নাটক । এইটা আরও বেশি দাগ কাটলো । এত সুন্দর করে ভিলেনের পার্ট খালেদ খান করসিলেন, এক কথায় অসাধারণ।



রূপনগর নাটকের কথা তেমন কিছুই মনে নাই, খুব ছোট ছিলাম।



অনেক নাটকেই অভিনয় করেছিলেন তিনি, কিন্তু এই দুইটার কথাই মনে আছে। এই মাপের একজন অভিনেতা পাওয়া কঠিন । একটা আফসোস রয়ে গেলো, মঞ্ছে তার অভিনয় দেখা হলো না। তার রুহের মাগফেরাত কামনা করি। আশা করি ওপারের পৃথিবীতেও তিনি ভাল থাকবেন ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭

রাফা বলেছেন: খালেদ খানের আত্মার মাগফেরাত কামনা করছি।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩

rasel246 বলেছেন: আমি যখন গ্রীন রোড এলাকায় থাকতাম তখন খালেদ খান আমাদের অপজিট বাসায় ভাড়া থাকেন। খুব ভাল মনের মানুষ ছিলেন এবং তার স্ত্রী মিতা হক অনেক ভাল একজন গায়িকা । খালেদ খান এর মা, ভাই (তিনি নাটক করতেন) ও বোন আমাদের বাসায় আসতেন এবং এক কথায় তাদের পরিবারের সকলই খুব ভাল মানুষ ছিলেন।আল্লাহর কাছে খালেদ খান এর আত্মার মাগফিরাত কামনা করি ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: ইমদাদুল হক মিলনের ' রূপনগর' নাটকে খালেদ খানের এন্টি হিরোর চরিত্রটি ( হেলাল ) আমার কাছে সবচেয়ে ভাল লেগেছিল। রূপনগর নাটকের খালেদ খানের সংলাপটি - ' ছিঃ ছিঃ ছিঃ তুমি এত খারাপ ' , আমার মনে হয় বাংলা টিভি নাটকের সর্বকালের সেরা সংলাপের একটি।
খালেদ খানের আত্মার মাগফেরাত কামনা করছি ।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

htusar বলেছেন: রূপনগর নাটকের খালেদ খানের সংলাপটি - ' ছিঃ ছিঃ ছিঃ তুমি এত খারাপ ' , আমার মনে হয় বাংলা টিভি নাটকের সর্বকালের সেরা সংলাপের একটি।

সহমত ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খালেদ খানের আত্মার মাগফেরাত কামনা করছি । Click This Link

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

htusar বলেছেন: :(( :(( :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.