![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন টিভিতে অধিক চ্যানেল দেখতে আর ডিস ওয়ালাদের কাছে ধর্না দিতে হবে না।
কিছুদিন হলো শুরু হয়েছে বাংলাদেশে ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) সুবিধা। রিয়েল ভিউ নামে বেক্সিমকো কোম্পানী প্রথম এই সুবিধা চালু করেছে। মাইলের পর মাইল তার টানাটানির ঝামেলা নেই। শহরে, বন্দরে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলসহ দুর্গম চর এলাকাতেও যে কেউ ঘরে বসে টিভিতে অধিক চ্যানেল দেখতে পাবেন। একদম নয়েজ ফ্রি ছবি দেখা যাবে।এর জন্য প্রয়োজন হবে ছোট্ট একটি ডিস, এলএনবি, এবং রিসিভার। মূল্য সর্বসাকুল্যে ৫২০০/- (পাঁচ হাজার দুইশত) টাকা। তবে ডিটিএইচ-এর কানেকশন সচল রাখার জন্য প্রতি মাসে তিনশত টাকার কার্ড রিফিল করতে হয়। অর্থাৎ মাসিক তিন শত টাকার বিল কার্ডে পে করতে হয়।
ডিটিএইচ সেবা দেওয়ার জন্য লাইসেন্স পেয়েছে দু'টি প্রতিষ্ঠান। কেবল অপারেটরদের ব্যাপক বাধা সত্ত্বেও দেশের দুটি বড় কম্পানীকে DTH সেবার অনুমতি দিয়েছে সরকার।
এতদিন ভারতের টাটা স্কাই এই সুবিধা দিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। টাটা স্কইয়ে কোন বাংলাদেশী চ্যানেল সংযুক্ত ছিল না। ইন্ডিয়ার চ্যানেলসহ অন্য দেশের চ্যানেল দেখা যেত। বাংলাদেশের রিয়েল ভিউ বাংলাদেশের সব চ্যানেলসহ বিদেশের অনেক চ্যানেল সংযুক্ত করেছে। বর্তমানে প্রায় ১৮০ টার মত চ্যানেল দেখা যায়। এখন বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকবে, বিনিময়ে বাংলার আপমর জনসাধারন অফুরান্ত টিভি দেখার আনন্দ পাবে।
০৫ ই মে, ২০১৬ রাত ৮:০১
হুকুম আলী বলেছেন: এটা আরো আগে হওয়া দরকার ছিল। কিন্তু আইনী ঝামেলার জন্য অনেক দেরিতে এসেছে।
২| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার সুখবরটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৫ ই মে, ২০১৬ রাত ৮:০২
হুকুম আলী বলেছেন: ধন্যবাদ ভাই কবি হাফেজ আহমেদ। এটা বাংলাদেশের মানুষের জন্য সুখবরই বটে।
৩| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:২১
তারেক ভূঁঞা বলেছেন: কোথায় পাওয়া যায় এটা
০৫ ই মে, ২০১৬ রাত ৮:৪২
হুকুম আলী বলেছেন: বায়তুল মোকাররমসহ ঢাকার স্টেডিয়াম মার্কেটে। আস্তে আস্তে সারা বাংলাদেশেই পাওয়া যাবে। মাত্র এক সপ্তাহ হলো চালু হয়েছে। মার্কেটিং এখনও পুরোপুরি শুরু হয় নাই। তবে ক্রয় করার সময় অনেক দোকানদার বেশি দাম চাইতে পারে ৫২০০/- টাকার উপরে দিবেন না। রিসিভার ৪২০০/- এলএনবি ও ডিস ১০০০/- টাকা এই ৫২০০/-।
৪| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:৩৯
লীনা জািম্বল বলেছেন: দারুন খবর
০৫ ই মে, ২০১৬ রাত ৮:৪৩
হুকুম আলী বলেছেন: এই র্স্যাটেলাইট প্রযুক্তিটি আরো আগে চালু করা প্রয়োজন ছিল।
৫| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাসকি কোন খরচ নাই? পে চ্যানেলগুলোর বিল কে দিবে?
০৬ ই মে, ২০১৬ রাত ১২:৫৯
হুকুম আলী বলেছেন: প্রতি মাসে তিন শত টাকার কার্ড রিফিল করতে হয়।
৬| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:০১
বিবেক ও সত্য বলেছেন: বিষয়টি গুরুত্বপূর্ণ, তবে আরো পরিস্কার ধারণা প্রয়োজন।
০৬ ই মে, ২০১৬ রাত ১:০০
হুকুম আলী বলেছেন: ধন্যবাদ ভাই, চেষ্টা করবো পরবর্তীতে বিস্তরিত দেয়ার জন্য।
৭| ০৬ ই মে, ২০১৬ ভোর ৬:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুখবর।
০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪
হুকুম আলী বলেছেন: সুখবরই বটে, এতদিন ডিসের লাইন না থাকলে কেউ স্যাটেলাইট টিভি দেখতে পারতো না। এখন সেই ঝামেলা নেই ছোট্ট একটি ডিসের মাধ্যমে প্রত্যেকেই আলাদা আলাদা অনেক চ্যানেল দেখার সুযোগ পাবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
গেম চেঞ্জার বলেছেন: সাবাশ!! গ্রামের বাড়িতে দেয়ার জন্য কালই একটা কিনে বাড়ি যাব।