নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গঠন মূলক বক্তব্যই হোক ব্লগের আলোচিত বিষয়

হুকুম আলী

সুন্দর বন ভাল লাগে

হুকুম আলী › বিস্তারিত পোস্টঃ

চলন্ত ট্রেনের সাথে ইয়ার্কি

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:০৩



নিচের ভিডিওতে আহম্মকটার কান্ড দেখেন। চলন্ত ট্রেনের সাথে কেউ এইরকম এক্সপেরিমেন্ট করে? একটু তালবেতাল হলে ওর নাড়িভুড়িও খুঁজে পাওয়া যেত না। আহাম্মকটাকে ট্রেনের নিচে শুইয়ে দিয়ে সাথের আহাম্মকেরা দোয়া ইউনুস পড়তেছে। চলন্ত ট্রেনের নিচ থেকে বেরিয়ে আসার পর সাথেরগুলো হার্টফেল করার অবস্থা দেখালেও আহাম্মকটা নিজেকে পালোয়ান ভাবতেছে। একে ধরে গালে গালে থাপড়ানো দরকার। এটাকে সবাই নিরুৎসাহিত করুন এই এক্সপেরিমেন্ট যেন কেউ না করে।
তরুণদের মৃত্যু নিয়ে খেলা করার পিছনে দায়ী সেলফী। মোবাইলের সেলফীতে অস্বাভাবিক কিছু ভিডিও বা ছবি ধারন করে ইউটিউব বা ফেসবুকে দেয়ার জন্য অতি উৎসাহী তরুণরা মৃত্যু ডেকে আনতেও দ্বিধাবোধ করে না। অথচ তারা এটুকু ভেবে দেখে না সামান্য ত্রুটি হলেই মৃত্যু অবধারিত এবং অনেকে মারাও যাচ্ছেন।
এই তো কিছুদিন আগে এই ব্লগেই কারো পোষ্টে পড়লাম। গুলিভরা পিস্তল মাথায় ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে সেলফির সুইচে টিপ দেয়ার সাথে সাথে পিস্তুলের ট্রিগারেও টিপ পরে যায়। বাস আর যায় কোথায়--- সেলফি তোলার সাথে সাথে নিজের খুলিটাও উড়ে যায়। এই ঘটনার পর সেই দেশের সরকার নাকি সেলফি তোলা নিষিদ্ধ ঘোষনা করেছে।
ভিডিওর এই দৃশ্য দেখে মনে হচ্ছে বড় কোন দুর্ঘটনা ঘটার আগে বাংলাদেশেও জীবনবাজি রেখে মৃত্যুময় সেলফি তোলা নিষিদ্ধ করা দরকার।

নিচের ভিডিওটি ওপেন করলেই আপনার গা শিউরে উঠবে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:



মানুষের মগজ অনেক সময় ভুল প্রসেসিং করে।

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:২৫

হুকুম আলী বলেছেন: ঠিক বলেছেন গাজী ভাই, তা না হলে এইরকম কাজ কেউ করে।

২| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কাজ-কাম নেই তো, তাই! সবগুলোকেই থাপড়ানো দরকার!

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪২

হুকুম আলী বলেছেন: ঠিক বলেছেন ভাই, এটাকে কোন ভাবেই উৎসাহিত করা উচিৎ নয়।

৩| ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৫১

কানিজ রিনা বলেছেন: ট্রেন লাইনের আশে পাশে অনেক গাঁজাখোর
থাকে। এরকমই একজন।

১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৫৫

হুকুম আলী বলেছেন: ট্রেন লাইনের আশে পাশে অনেক গাঁজাখোর থাকে। এরকমই একজন।
মনে হয় তাই, তা না হলে এরকম কাজ কেউ করে।

৪| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১৯

শায়মা বলেছেন: আসলেই পালোয়ান তবে এই কাজ আমি করলে ঐ এক সেকেন্ডেই ট্রেনের ঝা ঝা শব্দে অক্কা পেতাম হার্ট ফেইল করে। আর এই পালোয়ানকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠানো হোক। পালোয়ান মেন্টাল হিসাবে। আর তাকে দেখে কেউ উৎসাহিত হলে তাকে পাঠানো হোক হাবলুদের হসপিটালে কিছু পার্থিব গিয়ান অর্জনের লক্ষে।

১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:১৩

হুকুম আলী বলেছেন: ঠিক বলেছেন বোন, এইগুলো নেশাখোর না হলে এমন কাজ করতে পারে না।

৫| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:৩২

পবন সরকার বলেছেন: আসলেই ছেলেটাকে থাপড়ানো দরকার। এইসব উৎসাহ দেয়া ঠিক নয়।

৬| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৪২

নীলপরি বলেছেন: হায় , ছেলেটা বোধহয় জানেনা সাফল্য পাওয়ার কোনো শর্টকাট নেই । এটা জুয়া খেলার মতো ছিলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.