![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং করে সফল হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কনটেন্ট যা ব্লগের ভাষায় পোস্ট। আপনার ব্লগের আউটলুক, ডিজাইন, functionality সবই খুব ভালো কিন্তু ভালো পোস্ট নাই তাহলে সত্যিকার অর্থেই আপনার সব কষ্টই বৃথা।
ভালো পোস্ট কিভাবে লিখবেন?
১। প্রথমে যে বিষয়ের উপর লিখবেন একটু পড়াশোনা করে নিন। মনে রাখবেন ভালো লেখক হতে হলে আপনাকে আগে ভালো researcher/ analyst হতে হবে। ইন্টারনেট সার্চ করুন, বই পত্র থাকলে পড়ুন। মোট কথা ভালো ধারনা নিয়ে নিন বিষয়ের উপর। কোন বিষয়ের উপর যদি আপনার পুরোপুরি দখল না থাকে হীনমন্যতায় ভুগবেন না। ইন্টারনেট এ ভালো ব্লগ গুলো খেয়াল করে দেখবেন। হাজারটা বিষয়ের উপর লেখা আছে। একজন লেখকের কি সবগুলো ব্যাপার জানা সম্ভব? কখনো না। তবে লিখতে গিয়েই আপনি অনেক কিছু জানবেন ও শিখবেন।
ধরুন গনিতে পড়ে কি ধরনের জব পাওয়া যায় এটার উপর আপনি লিখতে চান। প্রথমে যারা গনিতে পরত কি টাইপ জব করছে জেনে নিন। তারপর ইন্টারনেট এ সার্চ করুন বাংলায় “গনিতে পড়ে কি চাকরি পাওয়া যায়” অথবা
২। সহজ ভাষায় লিখুন। মনে হয় এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা ভাবি কঠিন করে লিখলেই লোকজন পড়ে ভাববে ভালো লেখা। এটা ঠিক যে অনেকেই ভাববেও। যারা কিছু জানেনা, যাদের আপনার লেখা পড়ার দরকার নাই তারাই এইরকম ভাববে। আপনি তো ব্লগিং করে টাকা আয় করতে চান। তাই সহজ ভাষায় লিখুন যেন মানুষের কাজে আসে। বোদ্ধাদের জন্য ব্লগ লিখলে অবশ্য আলাদা কথা।
৩। আকর্ষণীয় টাইটলে। eye catching টাইটলে দিন। reader রা প্রথমেই যে জিনিসটি দেখবে টা আপনার লেখার টাইটলে। আকর্ষণীয় টাইটলে এ পারে তাদের কে পুর পোস্টটি পড়তে বাধ্য করতে। তবে উল্টাপাল্টা টাইটলে দিয়ে ব্লগের মান নষ্ট করবেন না। প্রশ্ন করে টাইটলে দিন। যেমন “অনলাইন এ আয় করুন” এর চেয়ে “আপনি কি অনলাইন এ আয় করতে চান?”।
৪। পয়েন্ট আকারে লিখুন। যাই লিখবেন পয়েন্ট আকারে লিখুন। গৎবাঁধা লেখার চেয়ে পয়েন্ট আকারে লিখলে মানুষজন পড়ে বুঝবে ভালো।
৫। প্রাসংগিক ছবি দিন। লেখার সাথে মিলিয়ে ছবি দিন। টিউটোরিয়াল লিখলে প্রতিটি টিউটোরিয়াল এর সাথে detail ছবি দিন যতটুকু সম্ভব।
৫। উদাহারন দিন। কোন কিছু বিস্তারিত বললেও অনেকেই না বুঝতে পারে। তাদের জন্য উদাহারন দিন।
৬। ক্যাটাগরি ঠিক ভাবে সিলেক্ট করুন। ঠিক ক্যাটাগরি সিলেক্ট না করলে আপনি পাঠক দের বিভ্রান্ত করবেন। ধরুন একজন পাঠক গনিত এর ব্যাপারে জানতে চায়। সে স্বভাবতই আপনার ব্লগে ঢুকে গনিত ক্যাটাগরি প্রথমে চেক করবে (যদি থাকে)।
৭। revision দিন। লেখার পর পড়ে দেখুন কোন ভুল আছে কিনা। আরও কিছু যোগ করা যায় কিনা অথবা কোন কিছু বাদ দিলে ভালো হয় কিনা। শুধু প্রথম বার নয়। প্রায় সময় এ নিজের লেখা পড়ুন। দেখুন পড়তে পড়তে একসময় নিজেই বুঝবেন ক পরিবর্তন করলে ভালো হবে।
৮। শেয়ার করুন। ফেসবুক………………………………………… এ শেয়ার করুন।
৯। সেনসিটিভ হবেন না। আপনার লেখা যদি ২০০ জন মানুষ ও পড়ে তার মধ্যে at least ২/৩ জন লেখার সমালোচনা করবে, ১ জন আপনাকে বেক্তিগত আক্রমন করবে। কমেন্ট পড়ে আপনি inspired যেমন হবেন হতাশও হবেন। ভালো মন্দ কোন কিছুই seriously নিয়েন না।
অনলাইন এর সবকিছুই (romance, popularity) virtual. শুধু আপনি যদি কিছু টাকা আয় করতে পারেন তাই real. (বোদ্ধারা অন্যভাবে দেখতে পারেন)।
আরও লেখা পড়তে ক্লিক করুন ।
২০ শে মে, ২০১৩ রাত ৮:০১
যেড ফোর্স বলেছেন: you are welcome!
২| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
আত্মমগ্ন আিম বলেছেন: মেডিকেলের বিষয়গুলো, রোগ-চিকিৎসা ইত্যাদি নিয়ে ব্লগ লিখে কি আয় করা সম্ভব??
২০ শে মে, ২০১৩ রাত ৮:০২
যেড ফোর্স বলেছেন: সবচেয়ে বেশি। cancer/medical insurance related content এর জন্য google adsense এর cpc rate (এক ক্লিক এ কত টাকা পাবেন) ৫-১২ ডলার। তবে গুগল অ্যাডসেন্স বাংলা কনটেন্ট সাপোর্ট করেনা। তারপরও মেডিকেল কনটেন্ট দিয়ে সবচেয়ে বেশি টাকা আয় করা যায় আমি যতটুকু জানি।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
শাহীন ভূইঁয়া বলেছেন: Thanks for given instructions