নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেড ফোর্স

যেড ফোর্স › বিস্তারিত পোস্টঃ

কিভাবে লেখালেখি করে অনলাইনে টাকা আয় করবেন পার্ট ৪- article spinning

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫১

কিভাবে লেখালেখি করে অনলাইনে টাকা আয় করা যায় (outsourcing website থেকে) এর এই পর্বে Article re writing এবং spinning নিয়ে লেখার চেষ্টা করবো।



আগের পোস্টটি পড়লে Article re writing এবং spinning এর ব্যাপারে বেসিক ধারনা পরিষ্কার হয়ে যাবে। না পড়লে পড়ে নিন



তাহলে এবার প্রথমে দেখে নেই Article re writing এবং spinning এর মধ্যে মুল পার্থক্য কি কিঃ



Article re writing বলতে manually কোন আর্টিকেল কে নিজের ভাষায় লেখা। এখানে আপনাকে সম্পূর্ণ নিজের ভাষায় মুল আর্টিকেল টা লেখা। আর Article re spinning হল যেকোনো আর্টিকেল থেকে অনেক গুলো আর্টিকেল লেখা, কিছু শব্দ পরিবর্তন করে। এটা নিজে নিজেও করতে পারেন অথবা বিভিন্ন Article spinning সফটওয়্যার ব্যাবহার করেও করতে পারেন।



মুল আর্টিকেল এর কিছু শব্দ পরিবর্তন করলেই Article spinning হয় কিন্তু Article re writing এর জন্য মুল আর্টিকেল এর মূলভাব ঠিক রেখে পুনরায় লেখতে হবে।



যেমন ধরুন মুল আর্টিকেল ” New study shows that vitamin C might be beneficial to stop hair loss, according to preliminary results of a study in Japan“



এটাকে আমরা যেকোনো একটা শব্দ পরিবর্তন করেঃ



১। New study shows that vitamin C might be helpful to stop hair loss, according to preliminary results of a study in Japan



২। New study shows that vitamin C might be useful to stop hair loss, according to preliminary results of a study in Japan



৩। New study shows how vitamin C might be helpful to stop hair loss, according to preliminary results of a study in Japan



৪। New study shows how vitamin C might be useful to stop hair loss, according to preliminary results of a study in Japan



৫। New study shows that vitamin C might be helpful for stopping hair loss, according to preliminary results of a study in Japan



৬। New study shows how vitamin C might be helpful for stopping hair loss, according to preliminary results of a study in Japan







এবার ধরুন উপরের আর্টিকেল এর ৩ টা শব্দ (that,beneficial, to stop কে যথাক্রমে how, useful, for stopping এ) একটা একটা করে আমরা পরিবর্তন করবো। তাহলেঃ



১। New study shows how vitamin C might be beneficial to stop hair loss, according to preliminary results of a study in Japan



২। New study shows that vitamin C might be useful to stop hair loss, according to preliminary results of a study in Japan



৩। New study shows that vitamin C might be beneficial for stopping hair loss, according to preliminary results of a study in Japan



আমরা এক আর্টিকেল থেকে ৩ টা unique article পাচ্ছি।



আবার ৩ টা শব্দ কে ২ টা করে করলে আরও বেশি এভাবে একই আর্টিকেল থেকে অনেক unique আর্টিকেল পাবেন।



Article spinning এর জন্যঃ



১। Alternative sentence ব্যাবহার করতে পারেন। যেমন ঃ Hi, My name is X কে Hey, I am called X



২। Adverb অথবা adjective এর synonym ব্যাবহার করতে পারেন।



৩। কিছু শব্দ বাদ দিতে পারেন। যেমন: The top 10 best cricketers in the World কে Top 10 best cricketers in the World লেখলেও একই অর্থ প্রকাশ পায়।



৪। কিছু শব্দ যোগ করে আরেকটা আর্টিকেল বানাতে পারেন। যেমন উপরের উদাহারনের মত যদি থাকে Top 10 best cricketers in the World. আপনি The top 10 best cricketers in the World লেখতে পারেন।



Article spinning মুলত বিভিন্ন টুল ব্যাবহার করেই করা হয়। আপনি গুগল এ Free Article Spinner online দিয়ে সার্চ দিলে অনেক পাবেন। কাজেই এটা তেমন একটা কঠিন কাজ নয়।



কিন্তু Article re writing তুলনামুলক ভাবে একটু কঠিন। আমরা পরের পর্বে Article re writing নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো।



ভালো লাগলে আরও পড়ুন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

বিশ্বাস করি 1971-এ বলেছেন: কাহু, আই টিহা আয় করবার পর লেখপার চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.