নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর ঐ নীল আকাশে, তারা-নক্ষত্রের মতই হাজার হাজার গল্প ঝুলে রয়েছে, আমি সেই গল্পগুলোই বলতে চাই।

সন্যাসী পিপড়া

দূর ঐ নীল আকাশে, তারা-নক্ষত্রের মতই হাজার হাজার গল্প ঝুলে রয়েছে, আমি সেই গল্পগুলোই বলতে চাই।

সন্যাসী পিপড়া › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: পৃথিবীতে একদিন

২০ শে মে, ২০১৫ রাত ১২:১৫


''প্রায় ৫০০ বছর হয়ে গেল পৃথিবীতে যাওয়া হয় না। চল না একবার ঘুরে আসি সবুজের গ্রহ থেকে। যেখানে গেলেই পাতা থেকে ধেয়ে আসা মিষ্টি গন্ধ নাকে লাগে। সেখানকার মানুষগুলো কত সুন্দর। কি তাদের ব্যবহার? মনপ্রান জুড়ানো।'' কথাগুলো বলতে বলতে ইন্টি রথকে জড়িয়ে ধরল।
'' কিন্তু এখন তো শুনেছি সেখানে আর আগের মত পরিবেশ নেই। তারপরও তুমি বলছ, চল একবার ঘুরেই আসি।''
দুইদিন পর সবকিছু সঙ্গে নিয়ে দুইজনে স্পেস শিপে উঠল। প্রায় দু'হাজার ঘন্টা পর দুইজনে ছোট স্পেসশিপ থেকে ল্যান্ড করল পৃথিবীর বুকে।
ল্যান্ড করার সাথে সাথে কিছু লোক তাদের ঘিরে ধরল। বন্দী করে রাখল একটি অন্ধকার ঘরে। তারা মানুষের কিছু কথা শুনতে পেল। তাদের ট্রান্সক্রিয়েশন মেশিনের মাধ্যমে। একজন বলল,'' এদেরকে গবেষনাগারে নিয়ে যেতে হবে।'' আরেকজন,'' ধুর মেরে ফেল, এরা কিন্তু ভয়ংকর প্রানী।'' তারপর ধুপধাপ আওয়াজ করে দুই জনে চলে গেল।
এদিকে ইন্টি আর রথ দুইজনে ভয়ে জড়সড় হয়ে বসে আছে মৃত্যুর অপেক্ষায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ রাত ১২:৩১

তৌফিক মাসুদ বলেছেন: লেখতে থাকুন, আরো ভাল লেখা আসবে আশা করি।

২০ শে মে, ২০১৫ রাত ১২:৪৫

সন্যাসী পিপড়া বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে মে, ২০১৫ সকাল ১১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: হে হে মানুষ এমনই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.