![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত- শিবির কিছু পারুক আর না পারুক, একটা জিনিষ খুব ভালো করে পেরেছে, তা হলঃ দেশের সকল মুখ যারা অন্যায় এর প্রতিবাদ করে, আওমিলিগ এর দুর্নীতির প্রতিবাদ করে, অগণতান্ত্রিক নির্বাচন এর কথা বলে, তাদের সবাই কে তাদের মত ছাগু অপবাদ পাওয়ার লাইসেন্সে দিয়ে দিছে, যারা ই মাথা খাটায়, তারা ই ছাগু, যারা ই অন্যায় এর প্রতিবাদ করে, তারা সবাই ছাগু।
খুব সুন্দর একটা ডায়লগ ছাগু, কাও কে ছাগু বলেন, তার সব প্রতিবাদ এর ভাষা থেমে যাবে, সত্যি বলছি আপনি কাও কে ছাগু বলেন, সে তার সব ভাষা হারাই ফেলবে, তার সব দেশ প্রেম মাথার উপর দিয়ে চলে যাবে।
এমন করে আর কতদিন!! কেও আওমিলিগ এর চামচা, কেও বিনপি এর দালাল, আর এই দুই দল এর বাহির এ যারা ন্যায় এর কথা বল্বে,দেশপ্রেম এর কথা বলবে তারা সবাই ছাগু।
সময় এবার বদলে যাওয়ার, বদলে দেবার, কিন্তু সবার আগে যেটা দরকার তা হল, দল যার যার কিন্তু দেশটা সবার, ও কম করছে বলে ওরে সাপোর্ট দিবো এই চিন্তা থেকে বের হওয়ার, কারন তারা কেও নিজের পকেট থেকে নিচ্ছে বা দিচ্ছে না, সব আমার আর আপনার।
কারো বাপের দেশ, তাই তার নাতি দেশ কিনে নিবে, কারো জামাই এর দেশ বলে তার ছেলে দেশ বিক্রি করে দিচ্ছে।
এইটা কারো বাপ- দাদার সম্পত্তি না, এইটা আমার দেশ, শুধু ই আমাদের দেশ, যার নাম বাংলাদেশ, রক্তের বিনিময় এ অর্জন করেছি, কারো থেকে ভিক্ষা করে পাই নাই।
আসুন একবার নিজের বিবেক কে জিজ্ঞাসা করি, তাহলে সব দলীয় লেজুড়বৃত্তি বন্ধ হবে, দেশ এর জন্য কিছু করার চিন্তা মাথায় আসবে, নাহলে সবসময় ছাগু ই থেকে যাবো।
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫
হান্টার১ বলেছেন: জানি, কাও কে আসা ও করি না, শুধু আসা করি সবার বিবেক জেগে উঠুক। আপনাকে ধন্যবাদ আসার জন্য।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
মুনেম আহমেদ বলেছেন: ভাল বলেছেন।
|
Click This Link প্রাসঙ্গিক লেখা পড়ে দেখতে পারেন
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮
হান্টার১ বলেছেন: ধন্যবাদ, সময় নিয়ে পড়বো,
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
নিকষ বলেছেন: নাই, কাউরে খুজে পাওয়া যাবে না এই লেখায়