![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাগজের সাথে কলম , বলের সাথে ব্যাট আর সামহয়্যার এর সাথে মাল্টি শব্দটি মনে হয় ওতোপ্রতোভাবে জড়িত। যুগে যুগে কালে এই ব্লগে মাল্টি খোলা হয়েছে আর ভবিষৎতে আরো খোলা হবে বলে আশা রাখি। তো যাই হোক এবার কিছু মাল্টি নিকের বয়ান দেই, যেগুলার কয়েকটা স্বঘোষিত আর কয়েকটা ধরা খাওয়া।
আলবার্ট_আইনস্টাইন = প্রলাপ
নাফিস ইফতেখার =অনিন্দ্য
ফাইরুজ = জিসান শাহ ইকরাম
রুদ্রপ্রতাপ =স্বপ্নকথক =বাঁধন স্বপ্নকথক = মাহ্মুদুল হক মুন্সী
দূর্যোধনের হাত =দূর্যোধন
প্লিওসিন অথবা গ্লসিয়ার =নাহোল
বেঈমান আমি =লোনলিফাইটার = রোমান সৈনিক
হাসান মাহবুব =লিটল হামা
আমি রোদের ছেলে =সবাক
অপ্সরা =শায়মা
চেয়ারম্যান০০৭ =চেয়ারম্যান
সাইফুর = চিকনমিয়া
নোবিতা রিফু =জুনিয়র রিফু
নোমস = নোমান নমি
রাকাই =প্রজন্ম৮৬
মাহমুদুল হাসান রুবেল =মিথিলা তালুকদার
জীবনানন্দদাশের ছায়া = হেমায়েতপুরী
কালবৈশাখীর ঝড় = হাসান কালবৈশাখী
একজন আরমান = একজন আরমানের আত্মা
রাজ সোহান = রাজসোহান
ফিউশন ফাইভ = লোকালটক আরো জানতে উনার ব্লগের আমার লিংকস দেখেন।
অনেক হলো এবার নিজের টা বলার পালা :
অণুজীব = অজানা এক জন
আপনারা কোনো কিছু জানলে বলতে পারেন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
অণুজীব বলেছেন: খুলেন
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
সুলাইমান হাসান বলেছেন: আমার একটা মাল্টি আছে । খুঁজে বের করেন ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
অণুজীব বলেছেন: আমার তো আর খাই দাই কাজ নাই
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
ভার্চুয়াল সেলেব্রেটি বলেছেন: আমারটাও এখানে আছে দেখছি। কিন্তু কোনটার মাল্টি নিক তা বলবো না।
আমার বর্তমান নিকটাই ফাইনাল। সারা জীবন এটা দিয়েই ব্লগিং করে যাব। আর অন্য গুলো সব বাদ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
অণুজীব বলেছেন: এখন তো দেখি সবার ই আছে।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
প্রিন্স হেক্টর বলেছেন: লিংকে সমস্যা
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
অণুজীব বলেছেন: কোন টাতে ?
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
খেয়া ঘাট বলেছেন: মাল্টি খুলে পল্টি দিয়ে টাল্টি পাল্টি করতে সুবিধা হলেও মনে মনে একটি গিল্টি ভাব রয়ে যায়।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
অণুজীব বলেছেন: তবে অনেক সময় ঠেকায় পড়েও মাল্টি খুলতে বাধ্য হয় ব্লগাররা। এমন কয়েকটাও লিস্টে আছে।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: আমি নতুন ব্লগার, মাল্টি কখনো যদি খোলা লাগে, এই পোষ্টে এসে আকিকা দিয়ে যাবো!
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
অণুজীব বলেছেন: ওকে দিয়েন। তবে মেয়েদের মাল্টি খোলার দরকার হয় না।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
শায়মা বলেছেন: মাত্র দুইটা করে দিসো!!!
অন্যগুলা সব কে দিবে?
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
অণুজীব বলেছেন: অন্যগুলো তো জানিনা।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
গেমার বয় বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
অণুজীব বলেছেন:
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
নিয়েল হিমু বলেছেন: না । এই পোষ্টটা ভালা পাইছি । একটা মাল্টি খুলাই লাগবে ।
next টাইম আমার মাল্টির ঠিকানা দিয়া যাব ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
অণুজীব বলেছেন: উখে দিয়ে যায়েন ।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: মাল্টি খোলা ভাল না।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
অণুজীব বলেছেন: হুম। এই জন্যই তো সবাই খোলে।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
ছোট নদী বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
অণুজীব বলেছেন:
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
লোনলিফাইটার বলেছেন: আমি স্বঘোষিত
আমার রোমান সৈনিক টা দিলা না ব্রো
রোমান সৈনিক
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
অণুজীব বলেছেন: মাল্টি এডেড।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
ধূসরধ্রুব বলেছেন: বুঝছি মাল্টি লাগলে ইনাগো কাছে হাত পাততে হপে
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
অণুজীব বলেছেন:
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
একজন আরমান বলেছেন:
এটা আমারঃ
http://www.somewhereinblog.net/blog/armaan2013
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
অণুজীব বলেছেন: মাল্টি এডেড।
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
ঘর কুনো বলেছেন: দাঁড়িপাল্লা কার?
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
অণুজীব বলেছেন: নাস্তিকদের কারো হৈতে পারে , তবে এটা নিশ্চিত আমার না।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
ফাহীম দেওয়ান বলেছেন: "ফাহীম দেওয়া" - ওয়ান পিস
- মাল্টি খুইল্যা টাল্টিবাজী করতাম মুঞ্চায়।
কিন্তু সময় পাইনা।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
অণুজীব বলেছেন: ওয়ান এন্ড অনলি ফাহীম দেওয়ান।
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
অজ্ঞাত কারনে আমার পোষ্ট বিকল হওয়াতে আমার ২য় নিক 'কালবৈশাখীর ঝড়'
http://www.somewhereinblog.net/blog/jomtpi
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
অণুজীব বলেছেন: মাল্টি এডেড।
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
বেঁচে মরা প্রতীতি বলেছেন: আমিও অণুজীব নামে খুলতে চাইছিলাম, তারপর দেখি এই নামে কেউ একজন আছে! মেজাজ এত খারাপ হয়ে গেসিল!
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
অণুজীব বলেছেন: অণুজীব ২ দিলেই তো হয়তো ।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
নোমান নমি বলেছেন: আমি অবশ্যই মাল্টি বলিনা,সহনিক বলি
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
অণুজীব বলেছেন:
২০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
অণুজীব বলেছেন: কম হয়ে গেসে না আরো ২-১ টা আছে । ?
২১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নোমান নমি বলেছেন: আমি অবশ্যই মাল্টি বলিনা,সহনিক বলি
আমারও একটা সহনিক খোলা দরকার মনে হচ্ছে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২০
অণুজীব বলেছেন: খুলে ফেলেন তাড়াতাড়ি।
২২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
নাফিস ইফতেখার বলেছেন: আমারটা স্বঘোষিত সেই কলিকাল থেকে! অনিন্দ্য নিকটা খুলেছিলাম প্রথমে। এরপরে বিজয়/ই্উনিকোডের কি একটা সমস্যা হয়। তখনকার সীমিত টেকি জ্ঞানে কুলায়নি বলে বন্ধুর পরামর্শে নতুন আরেকটা নিক খুলি। মজার ব্যাপার ওই নিকে আর এই সমস্যায় পড়তে হয় নাই (ব্যাপারটা অবশ্যই কাল্পনিক, সমস্যাটা পিসিতেই ছিলো)। যাই হোক ওই নিকে আর কোনদিন ফেরত যাই নাই। ইনফ্যাক্ট পরে মানুষজনকে দেখাতে রীতিমত গুগল সার্চ করতে হয়েছে। পাসওয়ার্ডও মনে নাই, কোন পোস্ট/কমেন্টতো দূরেই থাক! দারুণ পোস্ট বাই দ্য ওয়ে!
+ + +
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯
অণুজীব বলেছেন: হা , অনেক তো হলো এবার থামেন আপনার এই শিরোনামের পোস্টে এটা পড়েছিলাম ।
২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
রেজোওয়ানা বলেছেন: আমি একজনের মাল্টি নিক জানি
নোটিশবোর্ড-জানা আপা
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০
অণুজীব বলেছেন: এটা সবাই জানে।
২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
প্রিন্স হেক্টর বলেছেন: আমার একটাই
এটা নিয়েই সুখে আছি
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯
অণুজীব বলেছেন: পরথম পরথম এমনি মনে হয়
২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
doha057 বলেছেন: এক বউ লইয়া পারি না, আবার আরেকটা
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
অণুজীব বলেছেন: সামর্থ্য থাকলে ৪ টা বউ রাখা যায়।
২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
গেদির বাপ বলেছেন: আমার ভাইস্তারা দেখি সব চাল্লু মাল তবে ভাইস্তাগো আরো মেলা মাল্টি আছে বলিয়া বিশ্বস্ত সূত্রে জানা যায়
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
অণুজীব বলেছেন: এই মাল্টিগুলো অবিশ্বস্ত সূত্রে পাওয়া ।
২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
অণুজীব বলেছেন: এই পোস্ট নির্বাচিত :!> :!>
২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
সচেতন বলেছেন: একটি মাল্টির বেশী নয় না, থাকলে ভাল হয়! :p
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
অণুজীব বলেছেন:
২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
ভিয়েনাস বলেছেন: খুঁজে দেখুন আরো কিছু পাওয়া যায় নাকি
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
অণুজীব বলেছেন: পেলে যোগ করে দেয়া হবে।
৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
সচেতন বলেছেন: আরে কমা . . . .
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
অণুজীব বলেছেন:
৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
লিন্কিন পার্ক বলেছেন:
পারলে আমারটা বার করেন দেখি
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
অণুজীব বলেছেন:
৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
প্রিন্স হেক্টর বলেছেন: @সচেতন, এখানে প্রশাব করিবেন, না করিলে ৫০০/= জরিমানা
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
অণুজীব বলেছেন:
৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
অপু তানভীর বলেছেন: আমার একটা মাল্টি নিক আছে !!! কইতে পারলে ১০০ টাকা পুরুষ্কার দিমু
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
অণুজীব বলেছেন: কইতে পারুম না।
৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: মাল্টি নিক থাকা তো তাইলে বেশ ভাবের ব্যাপার , আমারও একখান খোলা লাগে
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
অণুজীব বলেছেন: খোলে ফেলেন ।
৩৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
মেহেদী হাসান মানিক বলেছেন: আমি কার মাল্টি???
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
অণুজীব বলেছেন:
৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
নাফীস কাজী বলেছেন: এতজনের মাল্টিনিকের বয়ান করলেন, অথচ সবচেয়ে বেশি যার মাল্টিনিক তার ব্যাপারে কিছু বললেন না !!
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
অণুজীব বলেছেন: ফিফার টা দিয়েছি আর সবচেয়ে বেশি মনে হয় আইজুর ।
৩৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
দুঃখ বিলাসি বলেছেন: আমার মাল্টি নিকটা আর জেনারেল বা সেফ ইহকালে হবে বলে মনে হয়না
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
অণুজীব বলেছেন: নাম যে রাখসেন দু:খ বিলাসি , এই জন্য মনে হয়।
৩৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
তন্ময় ফেরদৌস বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
অণুজীব বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
অণুজীব বলেছেন: আমি তো ভাবসিলাম কমুনা আর রাজিউর রহমান লাগাবো নাকি!
৪০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
কিমাকার বলেছেন: রুদ্রপ্রতাপ =স্বপ্নকথক =বাঁধন স্বপ্নকথক=মাহ্মুদুল হক মুন্সী
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
অণুজীব বলেছেন: এডেড
৪১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
বিডি আইডল বলেছেন: অনেকদিন ধরে ব্লগিং করেন, এইরকম ব্লগারদের মধ্যে সম্ভবতই আমারই আর কোন নিক নাই
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
অণুজীব বলেছেন: হুম তাইতো মনে হচ্ছে।
৪২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
লোপা এসহক বলেছেন:
খেলোয়ারদের চিনে রাখলাম :!>
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
অণুজীব বলেছেন: চিনে রাখা ভালো।
৪৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
চেয়ারম্যান০০৭ বলেছেন: কর্ছেন কি ? এলাহি কার্বার
আমিও ২টা বৈলা যাই
বুনো= চাপাডাংগার চান্দু
রিয়াল রিফাত= রিস্টার্ট রিফাত ( যদিও পরে সেটা বেঈমান আমি ব্যাবহার করেছেন
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
অণুজীব বলেছেন: সে এক বিরাট কারবার।
৪৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
অস্তমিত গন্তব্য বলেছেন: দ্যা ওয়ান এন্ড অনলি ...
ওটাতেই ব্লগ জীবনের শুরু ... সমাপ্তিও ...
ভালো লাগলো পড়ে ...
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
অণুজীব বলেছেন: হল কি ছেড়েছেন?
৪৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
মহামহোপাধ্যায় বলেছেন: ভাই, সামুতে আমার কোন শাখা নাই।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
অণুজীব বলেছেন: খুব খ্রাপ
৪৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
মাক্স বলেছেন: Click This Link = Click This Link
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
অণুজীব বলেছেন:
৪৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
মাক্স বলেছেন: হায় হায় সেকেন্ড লিংকটা উল্টাপাল্টা হৈল ক্যান?
৪৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
আমি তুমি আমরা বলেছেন: জেনে রাখা ভাল, জেনে রাখলাম
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
অণুজীব বলেছেন: কাজে লাগলে বলিয়েন।
৪৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: মাল্টি হোক আর সহ হোক দু'টি নিকই য়থেষ্ট!
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
অণুজীব বলেছেন:
৫০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
চ।ন্দু বলেছেন: আমারও কি কোন মাল্টি আছে? কনফিউজড হয়ে গেলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
অণুজীব বলেছেন: অনেক মাল্টির ভিড়ে , আপনার নিজের মাল্টিটি হারিয়ে গেছে মনে হয়।
৫১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
মাথা খারপ মানুষ বলেছেন: রুদ্রপ্রতাপ =স্বপ্নকথক =বাঁধন স্বপ্নকথক = মাহ্মুদুল হক মুন্সী=প্রিন্স (নাভানার সিভিল ইঞ্জি: )
বস্ মানুষ হইয়া এইটা মিসাইলেন ক্যামনে
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
অণুজীব বলেছেন: ঐটাতো ব্যান তাই দেয় নাই।
৫২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১
মাসুম আহমদ ১৪ বলেছেন: কয়েকজনকে নতুন করে চিনা হল
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
অণুজীব বলেছেন:
৫৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১
মিনহাজুল হক শাওন বলেছেন: একটা আইডি খুলতে গিয়াই কত অগ্নিপরীক্ষা দিতে হল। মাল্টি খুলার টাইম নাইক্কা।
ধন্যবাদ। বহুদিন পর পেলাম আপনাকে। একসময় সামুতে সব পোস্টের শুরুতে আপনার কমেন্ট দেখেই সামুতে ঝাঁপ দেই।
ভাল থাকুন।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
অণুজীব বলেছেন: আগের মতো আর জোস পাই না ব্লগিং করার।
৫৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
@নাফীস কাজী
সর্বোচ্চ মাল্টিনিকে সংখ্যা ৪০০। তবে এটি কার দখলে, জানা নেই।
এই মাল্টি নিক দিয়ে সামুতে কত বিচিত্র কাজ, ম্যানিপুলেশান করা হয়, তা' বের করা রীতিমত গবেষণার কাজ। সত্যি, এটা যদি কোন টেকনিকে বন্ধ করা যেত, আমি খুব খুশী হতাম।
পোষ্টে
+++
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
অণুজীব বলেছেন: ৪০০
৫৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
টুনির জামাই বলেছেন: ছাগুদের মাল্টির লিস্ট দেওয়া যাবে কি ?
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
অণুজীব বলেছেন: ছাগুদের লিস্ট আমার জানা নেই।
৫৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
কালোপরী বলেছেন: আমার একটাই নিক
এইটা দিয়েই কিছু লিখতে পারি না, আবার মাল্টি
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
অণুজীব বলেছেন:
৫৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
একজন ঘূণপোকা বলেছেন: আমিও মাল্টি খুলব
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
অণুজীব বলেছেন:
৫৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি মাল্টি খুলি না কেন!
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
অণুজীব বলেছেন: ভালো ।
৫৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
মহাজাগতিক পাগল বলেছেন: আমারটা কমু না
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
অণুজীব বলেছেন:
৬০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭
জাহাজী পোলা বলেছেন: কিরাম আছেন ভাই??
আমার আপাতত একটাই নিক।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
অণুজীব বলেছেন: ভালো আছি ভাই।
আমারো ।
৬১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: সব মাল্টি খুইয়ে আজ আমি নিস্ব। একাই বেচে আছি
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
অণুজীব বলেছেন: মাল্টি খোলে ফেলেন।
৬২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১১
লোনলিফাইটার বলেছেন: চেয়ারম্যান০০৭ @বিরোধী দল ইজ বেটার দেন রিস্টার্ট রিফাত
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
অণুজীব বলেছেন:
৬৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮
হাসান মাহবুব বলেছেন: ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: মাল্টি খোলা ভাল না।
ভাঙ্গার আসল নিক হইল রাজ মো. আশরাফুল হক বারামদী
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
অণুজীব বলেছেন:
৬৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩
যুবায়ের বলেছেন: মাল্টি খুলে কি করুম!!..
১টা আইডির পোষ্ট দিতে হিমশিম খাই!!
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
অণুজীব বলেছেন:
৬৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬
অনিমেষ রহমান বলেছেন: শ দুয়েক মাল্টি খোলার ইচ্ছে।
সেইসব মাল্টির হিসাব রাখার জন্য একাউন্টেন্ট রাখুম। কে কে চাকরী চান হাত তুলেন।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
অণুজীব বলেছেন: আমাকে শুধু পাসওয়ার্ড টা দিয়েন।
৬৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭
এম ই জাভেদ বলেছেন: মাল্টি খুলে কি লাভ ?
একটার ভরণ পোষণ করতেই তো অনেক টাইম গায়েব হয়ে যায়।
না ভাই , আমার মাল্টি ব্লগিং করার টাইম নাইক্কা।
আপনার এ পোস্ট নির্বাচিত পাতায় কেন ?
সামু কি তবে মাল্টি কে উতসাহিত করতাছে, যে ভাবে চায়নিজ জাতি
তাদের জনসংখ্যা বাড়িয়েছ?
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
অণুজীব বলেছেন:
৬৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: সত্যি কথাটা বলেই ফেলি। আসলে ভাঙ্গাচুরা যন্ত্রপাতি, রাজ মো. আশরাফুল হক বারামদী, হাসান মাহবুব আর লিটল হামা সব একই ব্যাক্তি। এগুলো সব আমি হাসান মাহবুবের মাল্টি নিক। আরো কিছু আছে, পরে তা বলে যাব। তবে আমি হাসান মাহবুব নামক মূল নিকেই বেশী ব্লগাই।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
অণুজীব বলেছেন:
৬৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬
তিতুন বলেছেন: সামুতে মাল্টি নিক খোলা কি অবৈধ? অনেক সাইট আছে মাল্টি নিক সাপোর্ট করে যেমন টুইটার আবার অনেক সাইট মাত্র একটা নিক সাপোর্ট করে যেমন ফেসবুক। আমার মতে স্বঘোষিত মাল্টি নিক নিষিদ্ধ করা উচিৎ নয়। কারণ যেহেতু একটি নিকে একাধিক ব্লগ খোলা যায় না এবং কেউ যদি কোন বিশেষ ধরনের পোস্ট খোলার জন্য একটি নিক খোলে তাহলে অসুবিধা কী? ধরেন, কেউ শুধু টেকনোলজি আর রাজনীতির উপর ব্লগ লেখে সেক্ষেত্রে এ দুটো সম্পূর্ণ ভিন্ন ধারা। কোন পাঠক যদি কেবল টেকনোলজি বিষয়ে আগ্রহী হয় এবং তার ব্লগ ফলো করতে চায় তাহলে পাঠকের চাহিদা ব্যহত হবে কারন সে রাজনৈতিক পোস্ট গুলোর আপডেটও পাবে যা কিনা সে চায় না। এই প্রেক্ষিতে আমি মাল্টি নিক সাপোর্ট করি।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
অণুজীব বলেছেন: হুম , ভালো বলেছেন।
৬৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২০
আমি মুখতার বলেছেন: একখান চালাইবার পারি না, আবার মাল্টি!!! আমার এত তৈল নাই ভ্রাতা!!!!!
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
অণুজীব বলেছেন:
৭০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২
*অ্যাকিলিস* বলেছেন: একটা ভুল আছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
অণুজীব বলেছেন: কোথায় ?
৭১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫
আশিক মাসুম বলেছেন: খেয়া ঘাট বলেছেন: মাল্টি খুলে পল্টি দিয়ে টাল্টি পাল্টি করতে সুবিধা হলেও মনে মনে একটি গিল্টি ভাব রয়ে যায়।
হাহাহা পোস্ট প্রিয়তে রাখিলাম,
আমই মাল্টি হীনতা ফিল করিতেছি।
তয় একটাই চালাইতে পারিনা আবার মাল্টি
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
অণুজীব বলেছেন:
৭২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আমি মুখতার বলেছেন: একখান চালাইবার পারি না, আবার মাল্টি!!! আমার এত তৈল নাই ভ্রাতা!!!!!
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
অণুজীব বলেছেন:
৭৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রমাণসহ বললে তো কিছু করার নেই।
মাল্টি নিকে তত সমস্যা নেই, যত সমস্যা ক্যাচালবাজদের নিয়ে। মাল্টিনিকের উদ্দেশ্য যদি হয় ক্যাচাল করা, তাহলে সেটা আপত্তিকর।
মাল্টিবাজ হলেও কেউ যেন পল্টিবাজ না হয়, এই কামনা করি।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
অণুজীব বলেছেন: মাল্টিবাজ হলেও কেউ যেন পল্টিবাজ না হয়, এই কামনা করি।
ভালো বলেছেন।
৭৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
হেডস্যার বলেছেন:
মাল্টি নিক খুবই প্রয়োজনীয় জিনিস। আমার ও আছে
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
অণুজীব বলেছেন:
৭৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
দেবদাস. বলেছেন: প্রিয়তে
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
অণুজীব বলেছেন: ধন্যবাদ।
৭৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
পাগলমন২০১১ বলেছেন: মাল্টি না খুললে গা চুলকায়
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
অণুজীব বলেছেন:
৭৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
ঘর কুনো বলেছেন: নিশাচর ভবঘুরে= ধীমান অনাদি
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
অণুজীব বলেছেন: এগুলো জানা ছিলো না।
৭৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
ঘর কুনো বলেছেন: কামরুল হাসান শাহি= ঘুমকাতুর=মাথা খারাপ মানুষ
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
অণুজীব বলেছেন: এগুলো জানা ছিলো না।
৭৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
তামিম ইবনে আমান বলেছেন: আমার কোন মাল্টি নাই। একটা খুলেসিলাম তামীম রিটার্নড। মডু ১ দিন পরে ওয়াচে থাকতেই ব্যান করে দিসে
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
অণুজীব বলেছেন:
৮০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
শিপু ভাই বলেছেন:
ফাইরুজ মাল্টি না।
তাছাড়া এগুলো সবই কমন।
রুদ্রপ্রতাপ= জোকার৬৬= চার্লি চ্যাপলিন= নাভানার ইঞ্জিনিয়ার= জাফরিন সুপ্তি= আরো অনেক!!!
আরজু পনি= কাউন্সেলর= অর্পন= স্বদেশ ৭১= ???!!!???
আকাশটালাল= পোস্ট পেইড= প্রিপেইড= মন্দের ভালো= আমি মন্দের ভালো=বোবায়
রেজোওয়ানা= লবঙ্গলতিকা
জিশান শা ইকরাম= শুভ্রতা= মুকিত
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
অণুজীব বলেছেন: এগুলোর বেশির ভাগ ই ব্যানড।
৮১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
শিপু ভাই বলেছেন:
নাফিস ইফতেখারের বোমবাস্টিং দুইটা মাল্টি আমি জানি। কিন্তু কমুনা।
ওহ!!! কমুনা= রাজসোহান
আমার দুইটা নিক (গিফট পাওয়া) সোলেমানি ব্যান খাইছে প্রায় কোন অপরাধ না কইরাই। ১ টা বছরখানেক যাবত কমেন্ট পোস্ট ব্যান। এখন আরো ২ টা আছে। যার ১ টা গিফট পাওয়া।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
অণুজীব বলেছেন: নাফিস ইফতাখারের মাল্টি সম্পর্কে জানা নেই।
৮২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
সায়েম মুন বলেছেন: যেরকম দ্যাখতাছি তাতে কৈরা মাল্টি খুইলা পল্টি দিতে মঞ্চায়। কিন্তু এত সময় হাতে কৈ। একটাই চালাতে হিমশিম খাচ্ছি
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
অণুজীব বলেছেন: খুইলা ফেলান , সময় বের হয়ে যাবে।
৮৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
নীল-দর্পণ বলেছেন: নীল-দর্পণ= কি কমুনি?
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
অণুজীব বলেছেন: কওয়ার দরকার নাই, আমি আগে থেকেই জানি ।
৮৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
অস্থির ভদ্রলোক বলেছেন: প্রিয়তে রাখলাম ভাই
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
অণুজীব বলেছেন:
৮৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
বিভীষিকার ঢেউ বলেছেন: োো
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
অণুজীব বলেছেন:
৮৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
নাইট রিডার বলেছেন: হয়ত আজ নয় অন্য কোনদিন (মানে মাল্টি খুলমু আরকি)
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
অণুজীব বলেছেন: ওকে
৮৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মুশাসি বলেছেন: মাত্র এ কয়টা??
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
অণুজীব বলেছেন: আরো আছে, সব খুজতে গেলে আমি শেষ।
৮৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
কালীদাস বলেছেন: নাফিস ইফতেখারের মাল্টি ছিল একটা, ভাইরাস নামে; নিজেই স্বীকার করেছিলেন নিজের একটা পোস্টে।
জিশানের আরও অন্তত দুইটা ছিল শুভ্রতা, মুখোশে ঢাকা মুকিত নামে।
হেমায়েতপুরীরটা সম্ভবত এখন জীবনানন্দদাসের কাছে, আগে অন্য কেউ ছিল সম্ভবত (শিওর না)!
ইন্টারেস্টিং ক্যারেক্টার কয়েকটা বাদ পড়েছে। লালসালু (এটলিস্ট ৪০টা নিক পোজেজ করত), এটিমের অনেকের, ত্রিভুজ, আরিফ (স্বঘোষিত রম্যকার)...... আরও আছে! এগুলার বেশিরভাগই ক্যাঁচালবাজ ছিল (এটিমেরগুলা শুধু ছাগুনিধনের জন্য ছিল বলেই জানতাম)।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
অণুজীব বলেছেন: ক্যাচালবাজ বলেই এভোয়েড করেছি।
৮৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
এক্সপেরিয়া বলেছেন: মাল্টিরে মাল্টি
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
অণুজীব বলেছেন:
৯০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
রাশি বলেছেন: কষ্ট করে মাল্টি খুলা ঝামেলার ব্যাপার, এর চেয়ে আসেন একটা কাজ করি, আমরা যদি পরস্পর পরস্পরের সাথে আইডি, পাসওয়ার্ড শেয়ার করি এবং প্রমিস করি যে কারো পাসওয়ার্ড চেন্জ করবনা, তাহলে দেখেন আমরা কতগুলো মাল্টি নিক পাচ্ছি। বিষয়টা ভেবে দেখতে পারেন। যারা একমত তারা আমাকে আইডি পাসএয়ার্ড মেইল করেন, ফিরতি মেইলে আমার আইডি পাসএয়ার্ড দিয়ে দিব।
আমার মেইল আইডি [email protected]
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
অণুজীব বলেছেন: ভালো উদ্যোগ।
৯১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২১
দুঃখ বিলাসি বলেছেন: ঐইটার নামতো অন্য, তারপরও হয় নাই।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
অণুজীব বলেছেন: আমারে দিয়ে দেন, আমি একটু চেষ্টা করে দেখি।
৯২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
অচিন.... বলেছেন: আমারও আছে
তবে ওয়াচে যাওয়া নিক আর পরহস্তে ধন, নহে নিক নহে ধন, হলে প্রয়োজন
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
অণুজীব বলেছেন:
৯৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমি ম্লাটি নিক দেখতে পারিনা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
অণুজীব বলেছেন:
৯৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
সালমাহ্যাপী বলেছেন: আহা মাল্টির ছড়াছড়ি !!!
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
অণুজীব বলেছেন:
৯৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগেই দেখেছি পোষ্ট। অনেকের মাল্টি নিক জানতাম না, জানতে পারলাম। ধন্যবাদ, ভাল থাকবেন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
অণুজীব বলেছেন: ধন্যবাদ
৯৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: মাল্টির ছড়াছড়ি !!!
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
অণুজীব বলেছেন:
রাজকন্যা জীবিত হইলো কেমনে ?
৯৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হইলোতো
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
অণুজীব বলেছেন: আবার যেনো মরে না যায়
৯৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
িনদাল বলেছেন: ফাইরুজ = জিসান শাহ ইকরাম এইটা কি প্রমাণিত নাকি ? লিন্ক দিয়েন তো পারলে
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
অণুজীব বলেছেন: লিংক দিতে পারছিনা এখন।
একটা ব্যাপার দেখেন ফাইরুজ ও কিন্তু ব্যানড।
৯৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
রাইসুল নয়ন বলেছেন: দারুন সংগ্রহ ।
কিছুই জানতাম না
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
অণুজীব বলেছেন: এখন তো জানলেন
১০০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
জুনিয়র রিফু বলেছেন: আমার নাকি মাল্টি আছে!! কি বলেন এইসব!! :#> :#>
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
অণুজীব বলেছেন: চোরের মায়ের ছোটো গলা
১০১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
নোবিতা রিফু বলেছেন: আমার নাকি মাল্টি আছে!! কি বলেন এইসব!! :#> :#>
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
অণুজীব বলেছেন: চোরের মায়ের বড় গলা /
১০২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
ডট কম ০০৯ বলেছেন: চাইর বছর ধইরা ব্লগে পইড়া আছি কিন্তুক মাল্টি নিক আর খোলা হইল না।আফসুস
ব্লগ চিরতরে ছারার আছে মাল্টি নিক খুইল্লা মডু মামুরে ডুইডা গালি দিমু।
তারপর সুলেমানী ব্যান খামু।
১০৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০২
htusar বলেছেন: মাহমুদুল হাসান রুবেল =মিথিলা তালুকদার
এইটা দেখে মজা পাইসি।
১০৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
গোলাপ ভাই বলেছেন: আমার কোন মাল্টি নাই তয় আমি একটা মাল্টি
১০৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
আরজু পনি বলেছেন:
স্বদেশ ৭১ নিকটা খুলেছিলাম রাজনৈতিক পোস্ট দেবার জন্যে কিন্তু ওটা বেশ অনেকমাস আগেই হ্যাক হয়ে গেছে!
পোস্টের একেবারে উপরে পাবলিশ করা কবিতাটাও আমার লেখা না।
কাজেই বর্তমানে ওই নিকের মালিকানা আমার কাছে নেই।।
১০৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
আমিনুর রহমান বলেছেন: মাল্টি শুনতে কেমন যেন ক্যাচাল ক্যাচাল মনে হয়। আমার মাল্টি নাই তয় সহ নিক আছে
১০৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
রাইসুল সাগর বলেছেন: হা হা ।
১০৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
কালীদাস বলেছেন: মিথিলারে নিয়া কঠিন নাটক চলছিল কয়েকমাস ব্লগে। লিংকগুলা পারলে যোগ কইরা দিয়েন, এই আমলের লুকজন ঐগুলার কাহিনী কিছুই জানেনা
১০৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
জাহিদ হাসান বলেছেন: আমার কোন মাল্টি নিক নেই । ভবিষ্যতে খুলতেও পারি
১১০| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭
অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! একটা সময় শুনেছিলাম মাল্টি নিকের রাজত্ব চলতো সামুতে - ছাগু তাড়াতে আর ক্যাচাল লাগলে ! নাকি এখনো চলে এই সব নিকের দৌরাত্ম্য পোস্টে কমেন্ট বাড়াতে ! এক নিক খুলে সেফ হতে লাগে ২-৩ মাস ! আবার মাল্টি !!!
দেখি আমিও কয়েকটা খুলুম !
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
অণুজীব বলেছেন: এই নিকটাই মাল্টি কিনা ভাবতাছি !!!!
১১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
এম মশিউর বলেছেন: আমার নিকটা মাল+টি হতে পারে!
মাল্টি চিনতে এখনো অনেক দেরী!
১১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অনুজীব ভ্রাতা এই পোস্ট এতদিন পরে আমার চোখে পরলো হেমায়েতপুরী নিকে আমি ব্লগিং শুরু করি। পরবর্তিতে একটা ব্লগীয় আন্দোলনে হেমা ব্যান হয়ে যায়। এসময়ে জী ছায়ায় চলে আসা (তখন সম্ভবত নিক সেফ হতে সময় লাগতোনা)।
এরপর আর হেমায় থাকিনি। হেমা নিকটা ব্যবহার করতো আমার এক বন্ধু (মূলত পোস্ট পড়া আর পোস্ট প্রিয়তে নেয়াই তার কাজ ছিল)। এছাড়া হেমার পাসওয়ার্ড আমার খুব প্রিয় একজন ব্লগার জানেন। কিন্তু উনি সম্ভবত লগ ইন করেননা।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
অণুজীব বলেছেন: ও আচ্ছা এই হলো কাহিনী।
১১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১
ঘাষফুল বলেছেন: ওহ! আমার আর একটা নিক ছিল। ভুলে গেছি.....।
১১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১
গরম কফি বলেছেন: সব ভূলে গেছি ...
১১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: শুভকামনা রইলো
১১৬| ০১ লা মে, ২০১৯ বিকাল ৩:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: মাল্টু নিকু
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
নেকড়ে বলেছেন: আমিও মাল্টি খুলব