![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মুখ থেকে একবার যে কথা বেরিয়ে যায় তা আর ফিরত আসে না।
মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারীনি
কেন তারে ধরিবারে করি পণ- অকারণ
মায়াবন বিহারীনি
'থাক থাক নিজ মনে দূরেতে
আমি শুধু বাসরীর সুরেতে'
পরশ করিব ওর প্রাণমন- অকারণ
মায়াবন বিহারীনি
চমকিবে ফাগুনেরও পবণে
বসিবে আকাশবানে শ্রবণে
চিত্ত আকুল হবে অনুক্ষন- অকারণ
'দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব'
বাঁধনবিহীন সে যে বাঁধন- অকারণ
মায়াবন বিহারীনি হরিনী
গহন স্বপন সঞ্চারীনি
কেন তারে ধরিবারে করি পণ- অকারণ
মায়াবন বিহারীন।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৪
হাতীর ডিম বলেছেন: খুব প্রিয় একটা গান