নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাত ও তাল,দুটোতেই মাতাল।

সনেট কিংবা বৃত্ত

জাত ও তাল,দুটোতেই মাতাল।

সনেট কিংবা বৃত্ত › বিস্তারিত পোস্টঃ

জানতাম না তো! ৩

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯




‘পিটার প্যান’, একটি বিখ্যাত শিশুতোষ রূপকথা যেটি পরে একটি লেজেন্ড হয়ে যায়।
কিন্তু এর পিছনে যে কি পরিমান ডার্ক এলিমেন্ট আছে সেটা অনেকেই জানেন না। স্কটিশ লেখক জেমস ম্যাথিউ ব্যারি ১৮৬০ সালে লেখেন। তার ছোট ভাই মাত্র ১৩ বছর বয়সে মারা যায়। যেটা তার মা কখনোই মেনে নিতে পারেননি। ব্যারি তার মাকে এভাবে বুঝ দেন, “আমার ভাই বেচে আছে, সে এমন এক জায়গায় আছে যেখানে তার বয়স আর বাড়ছে না।” তার মা আমৃত্যু এই কথাটি বিশ্বাস করেছিলেন। এবং তিনিও সম্ভবত এটাই বিশ্বাস করতেন।
ব্যাক্তিগত জীবনে অসুখী ছিলেন ব্যারি। দুটো বিয়ের কোনটাই টেকেনাই। ২য় স্ত্রীর প্রথম পক্ষের বড় ছেলে ‘পিটার’ কে তিনি খুবই ভালোবাসতেন। এই ভালোবাসা নরমাল ছিলনা। তিনি একই সাথে সমকামী ও পেডোফিলিয়াক ছিলেন।
নভেলে তিনি সৃষ্টি করলেন “নেভারল্যান্ড”। যেখানে কারো বয়স আর বাড়েনা! আপনি যা খুশি তা করতে পারেন। পড়াশোনা করা লাগবে না। কোন রুল ফলো করা লাগবে না। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট ছিল এই জগতে যাওয়ার আহবানটা,যেটা পিটার করত এভাবে , “তুমি কি এমন কোথাও যেতে চাওনা যেখানে কোন নিয়ম নেই?, তোমাকে শুধু বাড়ি ছাড়তে হবে।” .. এটা হল সেই কথাগুলো যেগুলা লুসিফার তার অনুসারী অ্যাঞ্জেলদের বলেছিল।পিটারের পুরো নাম ‘পিটার প্যান’। প্যান হল গ্রীক মিথের ব্যাভিচারের দেবতা। মূল নভেলটিতে প্রচন্ড পেডোফিলিয়া ছিল।
বিশেষজ্ঞদের মতে “নেভারল্যান্ড” আর কিছুই না ... লুসিফার যে নতুন জগত বানাতে চেয়েছিল আর প্যান যে পাপমহল সৃষ্টি করতে চেয়েছিল সেটারই সংমিশ্রন। মাইকেল জ্যাকসন এতোটাই অবসেসড ছিলেন এই কাহিনীতে যে তিনি নিজেই একটি "নেভারল্যান্ড" বানিয়েছিলেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৪

ঢাকাবাসী বলেছেন: বাস্তবেই জানতুম না। খুব ভাল লাগল । আপনাকে ধন্যবাদ।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

সনেট কিংবা বৃত্ত বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

২| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১২

SwornoLota বলেছেন: মাইকেল জ্যাকসন??
কিন্তু অনেক জায়গায় দেখেছি তিনি "ইলুমিনাতি" দের বিরোধী ছিলেন।

পোস্ট ভালো লেগেছে।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩২

সনেট কিংবা বৃত্ত বলেছেন: মাইকেল জ্যাকসন জনপ্রিয়তা পাওয়ার অনেক পরে ইলুমিনাতি বিরোধী হন

৩| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭

SwornoLota বলেছেন: ওহ আচ্ছা। বুঝলাম।

এর পর কি তিনি নিজের পূর্ব জীবনের সেই সব অনুষঙ্গ ঝেড়ে ফেলতে পেরেছিলেন? নাকি একই সাথে দুই দিক নিয়ে...

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

সনেট কিংবা বৃত্ত বলেছেন: এটা ঠিক আমার জানা নাই

৪| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: জানতাম না তো।

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২

সনেট কিংবা বৃত্ত বলেছেন: আমিও না। কিছুদিন আগেই জানছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.