![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রংয়ের ভিত্তিতে জীনের শ্রেনীবিভাগ করা যায় এবং এটা অনেক ইন্টারেস্টিং। এই হিসাবে জীন মূলত পাচ প্রকার।
১.কালো জীন(الجن السوداء) – সবচেয়ে শক্তিশালী জীন এরাই। এরাই সাধারনত জীন রাজ্যগুলোর রাজা হয়। এদের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি তবে এরা সাধারনত খারাপ হয়না। ফার্সী ভাষাতে এদেরকে বলে ‘শামির’।
২.নীল জীন(الجن الأزرق) – এরা গোত্রপ্রধান হয়। অনেক জ্ঞানী হয় এরা। মানুষের সাথে এদের তেমন কোন যোগাযোগই নেই। মারিদ, নেক্রাতায়েল, আফ্রিত ইত্যাদি প্রতাজির জীনের নীল হয়।
৩.হলুদ জীন(الجن الصفراء) – এরা মধ্যবয়সী জীন। এরা পরিবার প্রধান হয়ে থাকে। মানুষ এবং পার্থিব জগতের প্রতি এদের তেমন কোন আকর্ষন থাকেনা। এদের ভিতরে ভালো ও খারাপ দুধরনের জীনই আছে। ভালো জীনদেরকে বলা হয় জুযাম আর খারাপদেরকে বলা হয় ইফ্রিতি।
৪.সবুজ জীন(الجن الخضراء) – অল্পবয়স্ক এবং সবচেয়ে কম ক্ষমতাধর জীন এরা। মানুষের সাথে এদেরই যোগাযোগ বেশী হয়। মানুষকে জালাতন মূলত এরাই করে থাকে। এরহনাম,জান,ককাস ইত্যাদি প্রজাতির জীনেরা সবুজ হয়।
৫. লাল জীন (الجن الأحمر) – এরা সবার থেকে আলাদা। খুবই বয়স্ক আর ক্ষমতাবান জীন এরা। এরা ঈবলিশের উপাসক। এরা বেশীরভাগই আগে নীল জীন ছিল। ঘুল,শায়তিন,ইফ্রিত ইত্যাদি প্রজাতির জীনেরা এই রংয়ের হয়ে থাকে।
২| ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৮
অপ্সরা বলেছেন: বাপরে! জ্বীন!!!!!!!!!!!!
আমি তো জ্বীন ভুতের নামও মুখে নেই না!
এই পোস্ট দেখেও অফলাইন থেকে কম্পিউটার অফলাইন হয়ে যাবো কিনা ভাবছিলাম! কিন্তু নীল জ্বীনের কথা পড়ে বুঝে গেলাম এটাই আলাদীনের সেই জ্বীন আর খুশি হয়ে ভুল করে পোস্টে ঢুকে গেলাম। কিন্তু
২.নীল জীন(الجن الأزرق) – এরা গোত্রপ্রধান হয়। অনেক জ্ঞানী হয় এরা। মানুষের সাথে এদের তেমন কোন যোগাযোগই নেই। মারিদ, নেক্রাতায়েল, আফ্রিত ইত্যাদি প্রতাজির জীনের নীল হয়।
মানুষের সাথে যোগাযোগ নেই এই কথা কে বললো!
তাইলে আলাদীনের সাথে তার এত কিছু হলো কেমনে?
আলাদীনের কথা তবুও আমরা গল্পে জেনেছি কিন্তু তুমি এই লাল নীল হলুদ সবুজ জ্বীন ভাইদের রং বেরং এর
কথা কোথা থেকে জানলে ভাইয়া!!!!!!!!!
সূত্রসহ উল্লেখ করো! আমিও একটু জানি!
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮
সনেট কিংবা বৃত্ত বলেছেন: সূত্র ছিল নিচের দুইটা বইঃ
১. Legends of the Fire Spirits (Robert Lebling)
২. The vengeful Djinn(Rosemary Ellen)
৩| ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৭
ক্লে ডল বলেছেন: আপনি সবুজ জীনদের অন্তর্ভুক্ত নয়ত!?
৪| ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১২
খায়রুল আহসান বলেছেন: কি বিচিত্র!
৫| ১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫
জানা বলেছেন:
মানুষের 'বিবেক' এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই।
মানবিকতা, মূল্যবোধ, সুস্থ-স্বাভাবিক জীবন, ইত্যাদি বিষয়ে ভাবনা এবং চর্চাই মানুষের প্রধাণ কাজ হওয়ার কথা।
আমাদের সকলের সুস্থ 'বোধ' জাগ্রত থাকুক।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৬
রক্তিম দিগন্ত বলেছেন:
জ্বীন ময় পোস্ট।
উপরের মন্তব্যসমূহ দেখে আমি আসলে ঠিক নিশ্চিত নই যে কী রকম মন্তব্য করব।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
জ্ঞান ক্ষুধা বলেছেন: জ্বীন আর মানুষ আল্লাহর ইবাদাতেন জন্য সৃষ্টি হয়েছে।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫১
কলাবাগান১ বলেছেন: জীবনে কখনও পড়ালেখা করেছেন? পৃথিবীর মানুষকে দেখুন... আজ মংগল গ্রহে মানুষ পাঠানোর তোরজোড় শুরু করেছে বারাক ওবামা, আর আমরা পড়ে আছি লাল নীল বায়বীয় 'জ্বিন' নিয়ে। দুই পাতা কোয়ান্টাম মেকানিক্স পড়েন কাজে দিবে