নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলো এক মুখ ছাত্র..। আমার পাটশালা হলো এই পৃথিবী।

বুড়ো হিমু

আমি একজন মুর্খ ছাত্র

বুড়ো হিমু › বিস্তারিত পোস্টঃ

রাজন আল্লাহর বিচার এক দিন পাবা

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৪

সরি রাজন :( :(
আমাদের সবাইকে অপরাধী করে দিলে ।
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে কুত্তার লেজ সোজা হয় না
আর বাঙালী জাত কখনও ভালো হতে জানে না।
খলিফা ওমর নেই যে বলবে "ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও অভুক্ত অবস্থায় মারা যায় তবে শেষ বিচারের দিন মহান প্রভুর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে "
তুমি জন্ম থেকেই চুরি শিক্ষা করো নি।
এই সমাজ, এই রাষ্ট্র তোমার মৌলিক অধিকার ( খাদ্য বস্ত্র বাসস্হান চিকিত্সা vশিক্ষা) ব্যর্থ হয়েছে ।
তাই হয়তো জীবনের তাগিদে এই পথে যাত্রা।
আমি হলফ করে বলতে পারি
শুধু হত্যাকারী কুলাঙ্গার নয়, সেই দিন সমগ্র বাংলার মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে হবে হবে।
আমরা পারি না চুরির দায়ে কালো বিড়াল থেকে আবুল
আর মাল থেকে তারেক ... এদের শাস্তি দিতে ।
খুব ইচ্ছে করে এদের কেটে কেটে আফ্রিকার মাগুর দিয়ে খাওয়াতে ।hb
এত্ত চুরির পরও বুক ফুলিয়ে বেঁচে থাকে ।
আর সামান্য চুরির জন্য অমানুষিক বর্বরভাবে খুন করা হয়।
পানির পরিবর্তে ঘাম মদ খেতে বলা হয়।
জীবন বাঁচানোর জন্য মায়ের সাথে কুলাঙ্গারের বিয়ে দেওয়াতে রাজি হয়।
ঘৃণা না ঘেন্না ঘেন্না ঘেন্না করে এমন এক দেশে আমার জন্ম হয়েছে
যেখানে একটা মায়ের সাথে........ ।
আল্লাহ তুমি এই জনপদ ও জন মানবদের হেদায়াত দাওআর না হলে সেটা কর যা আমাদের জন্য সবচেয়ে ভালো :(

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.