![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন মুডে না থাকি , তখন
কত-কত মুডে আমি মুড বদলাই ।
এইটাও একটা মুড , না-মুড ( নাম )
কাউকে হাঁসতে দেখলে আমি হাঁইসা উঠি
আবার কাঁদতে দেখলে আমার কষ্ট লাগে ।
মন ভালোর গান শুনলে , শুধুশুধুই –
মন ফুরফুরা থাকে । আবার –
কষ্টের গান শুনলে বিষণ্ণ লাগে ।
কাউর প্রেমিকার ভালটা শুনলে –
আমার কত ভালো লাগে । আহ কি ভালো! সেই প্রেমিকের
প্রেমিকার প্রেমে আমি পইরা যাই যাই ভালো মুডে ।
অপরপক্ষে , আমি খারাপটা শুনলে
সেই প্রেমিকার প্রেম ও তাকে ক্ষুদ –
আমার এতো এতো নাফরাত হইতে চলে ।
ফয়সাল কারিম জামাদার ~ ২৪.১০.১৫
©somewhere in net ltd.