![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরেন আপনি বাসায় আজাইরা বইসা আছেন। কোন কাজ নাই। পিসিতে যত মুভি আছে সব দেখা শেষ। রান্নাঘরে গিয়ে একটা ডেকচিতে পানি ঢেলে এতে একটা ছোট-খাটো কোলাব্যাঙ ছেড়ে দেন ... এইবার চুলায় আগুন দিয়ে ওয়েট করেন।
স্বভাবতই পানির তাপমাত্রা বাড়তে থাকবে। এখন আপনার মনে হতে পারে ব্যাঙটা মনে হয় পানির পাত্র থেকে লাফ দিবে, কিন্তু না ..মজার ব্যাপার হলো ব্যাঙ এখন পানির তাপমাত্রার সাথে নিজের শরীরের তাপমাত্রা Adjust করে নিবে...
এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই Adjusting চলতেই থাকবে....যতোক্ষণ না পানি ফুটতে শুরু করে। এ পর্যায়ে ব্যাঙ টি লাফ দিয়ে পাত্র থেকে বের হওয়ার চেষ্টা করেও পারবে না, তার কারণ বেচারা ব্যাঙ তার শরীরের সমস্ত শক্তি পাত্রের তাপমাত্রা বাড়ার সাথে সাথে নিজের Body Temperature Adjusting এ ব্যয় করে ফেলেছে.... কিছুক্ষণের মধ্যেই ফুটন্ত পানিতে সেদ্ধ হয়ে ব্যাঙ টির ভবলীলা সাঙ্গ হবে....
এখন আপনাকে প্রশ্ন করা হলো-
ব্যাঙ টা মারা পড়লো কী কারণে?
অনেকেই বলবে- ফুটন্ত পানি! !!
কিন্তু না...ব্যাঙটা মারা পড়ছে নিজের দোষে। যদি এটি আগেই পাত্র থেকে লাফ দিতো, তাহলে কিন্তু পাত্রের ভিতর অকালে এটি মারা পড়তো না।
.....
টিভি খুললেই আমরা নিউজ শুনি- পাকিস্তানে মসজিদের ভিতর জঙ্গিদের বোমা হামলায় শখানেক (সাধারণত) লোক নিহত। কিংবা স্কুলের ভিতর শিশু/শিক্ষক গুলিবিদ্ধ...
পাকিস্তানে গত ৫ বছর ধরে সাধারণত গুরুত্বপূর্ণ বিদেশী অতিথি আসে না। শ্রীলঙ্কান ক্রিকেট টিমের উপর হামলার পর পাকিস্তানের কোন স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও মোটামুটি ৫ বছর ধরে আর হচ্ছে না। পাকিস্তান কি হঠাৎ করে রাতারাতি এরকম জঙ্গিদের অভয়ারণ্য হয়ে গেছে?
না....পাকিস্তানেও এরকম একটা/দুইটা নাস্তিক-ব্লগার খুন দিয়ে শুরু হয়েছিল ...
টিভিতে যখন ব্লগারদের কোপানোর খবর শুনি.... দেশের অর্ধেক এর বেশি জনগণ আমরা চিন্তা করি ... "মারছে...ভালো হইছে.... " (চাইলে গ্রামে গঞ্জে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে এর সত্যতা যাচাই করতে পারেন)
ধর্মপ্রাণ মুসলিম হিসেবে নাস্তিকদের মন থেকে ঘৃণা করাটা খুব বেশি অস্বাভাবিক কিছু না.....
কিন্তু একবারও কি ভেবে দেখেছেন....
আজকে যারা ঢাকা শহরের দুই জায়গায় একই সময়ে কোপায়া মানুষ মারতেছে...(গত দুই বছরে ১১ জন -একই স্টাইলে...একই ধরণের অস্ত্র দিয়ে)...
এরাই যদি কয়দিন পর মসজিদে সিরিজ বোমা হামলা করে, কিংবা গার্লস স্কুলে বোমা মারে, তখন আমরা কি সেই পরিস্থিতি সামাল দিতে পারবো??? নাকি পরিস্থিতির সাথে adjust করতে করতে কোলাব্যাঙের মতো আমরাও ধ্বংস হবো???
--তানভীর আহমেদ
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
মোশারফ তানভীর বলেছেন: নাস্তিক আর এন্টি-ইসলামিকদের যদি একসাথে গুলিয়ে ফেলেন তাহলে কিভাবে হল ?
৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
গেম চেঞ্জার বলেছেন: পোস্টে সহমত। তবে আমার কাছে আশ্চর্য লাগে, মসজিদে কিভাবে মুসলিমরা বোমা মারতে পারে?
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৭
অগ্নি সারথি বলেছেন: টিভিতে যখন ব্লগারদের কোপানোর খবর শুনি.... দেশের অর্ধেক এর বেশি জনগণ আমরা চিন্তা করি ... "মারছে...ভালো হইছে....
সহমত।