![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Dharam Sankat Mein(২০১৫)
Country: India
Language: Hindi
IMDB Rating: 6.4
My Rating: 7
এই ছবিটির ট্রেইলার আমাকে ছবিটি দেখতে বাধ্য করেছিলো। ফুওাদ খান পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পারেশ রাওায়াল, ছবিতে আরও ছিলেন নাসেরুদ্দিন শাহ্,আন্নু কাপুর প্রমুখ।পারেশ রাওায়ালের ভক্ত আমি অনেক আগে থেকেই, তবে ‘ওহ মাই গড’ ছবিটি দেখার পরেই তার ষোল কলা পূর্ণ হয়েছিল।
একজন ৫৫ বছরের মাঝবয়স্ক হিন্দু লোক হটাত করে জানতে পারে যে তার জন্ম হয়েছিল এক মুসলমান পরিবারে।
তখন সমাজ ও পরিবারের চিন্তা তাকে এক অসহায়ত্তের মধ্যে ফেলে দেয়।ছবিটির গল্প শুরু হয় এভাবেই। তবে ছবিটির মূল বিষয়বস্তু হল মানবধর্ম।
যে নামেই সৃষ্টিকর্তাকে ডাকা হোক, আর যে ভাবেই তার আরাধোনা করা হোক তিনিতো একজনই। আর পুরো মানব জাতিতো তারই সৃষ্টি। তাহলে এই মানব জাতির মধ্যে কেন ধর্ম নিয়ে এতো কোলাহল, এতো দাঙ্গা-ফাসাদ?
‘
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ মূলত এই কথাটাকেই ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক ফুওাদ খান।
ছবিটি আমার কাছে বেশ উপভোগ্য বলে মনে হয়েছে। যারা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতাকে প্রাধান্য দেন তারা বেশ ভালো মজা পাবেন সিনেমাটি দেখে ।
©somewhere in net ltd.