![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাজন বলছি…
---------–ওমর ফারুক কোমল
১৩ বছর আগে শিশু হয়ে,
জন্মেছিলাম এই বঙ্গের বুকে।
কষ্টের ঘরের ঘানি টানতে,
ছুটে গিয়েছি আমি ফেরিওয়ালা হয়ে।
চোরের অপবাদ ছিটকে দিয়ে,
মারল আমায় সীমার হয়ে।
আর্তনাদ মোর শোনেনি তারা
জল চাওয়াতে ঘাম দিয়েছে।
দেশটা নাকি অনেক সুন্দর
আমারতো আর দেখা হল না,
স্বপ্ন ছিল বড় হবার
সেটাতো আর পূরণ হল না।
মানবতা আজ লুকিয়ে কোথায়
জানার যে খুব ইচ্ছে করে,
মানুষ হয়ে মানুষকে তারা
কিভাবে আজ হত্যা করে?
আমি না হয় চলেই গেলাম
বাপ-মার কোল খালি করে,
কত রাজন আরও গেলে
দেশের মানুষ মুক্তি পাবে?
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১
সাদা মনের মানুষ বলেছেন: সমকালিন সুন্দর কবিতার জন্য ধন্যবাদ, রাজন হত্যার কঠোর বিচার চাই