![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থশূন্য ভালোবাসা
-------ওমর ফারুক কোমল
তুমি সেই মেয়ে,
যে আমার হাসিতে হাসো।
তুমি সেই মেয়ে,
যে আমার কান্নায় কাঁদো।
তুমিতো সেই মেয়ে,
যে আমাকে ভালোবেসে বলো "একটা থাপ্পর মারব"।
তুমি-ই তো সেই মেয়ে,
যে আমাকে উন্মাদের ন্যায় ভালোবাসো।
আমি সেই ছেলে,
যে তোমার জন্যে ছুটে গিয়েছে দিগান্তর।
কষ্টে ভরাক্রান্ত মুহূর্তে,
কেঁদেছে দিন-রাতভর।
আমি সেই ছেলে,
যে তোমাকে ভালোবেসেছে স্বার্থ দেখে নয়।
আমি সেই ছেলে,
যে তোমার হাত ধরেছে ছাড়ার জন্যে নয়।
ঢাকা,১০/৮/১৫ ইং
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৭
ফুলফোটে বলেছেন: আমি জানি ভালবেসে হাত ধরা ছাড়া"র জন্য নয়...।আসাধারন...
।