![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গালীরা খুব আবেগপ্রবন এবং ধর্মভীরু । আমাদের এই ধর্মীয় আবেগকে পুঁজি করে কিছু ভণ্ড প্রতারকরা পীর মুরিদীর নাম করে ইসলামকে নষ্ট করে দিচ্ছে । আমাদের সমাজকে নিয়ে যাচ্ছে বিভ্রান্তির অতল গহবরে । ধর্মীয় শিক্ষার নাম নিয়ে ঈমান এবং সম্পদ উভয় লুট করে নিচ্ছে । এসব ভণ্ড পীর এবং বাবারা নিজের নামের পেছনে ভুঁড়ি ভুঁড়ি উপাধি নিয়ে ঘুরে বেড়ায় । হক্কানী পীর, লাথি বাবা, পাগলা বাবা, তালা বাবা কতো ধরণের পীর এবং বাবার নাম শোনা যায় আমাদের দেশে । এদের প্রায় সবই হচ্ছে ভণ্ডামি। মানুষের মূর্খতা, আবেগ এবং অসহায়ত্বকে কাজে লাগিয়ে কিছু শ্রেণীর লোক এই কাজগুলো করছে। এরা প্রকৃত পক্ষে কোন ধর্মের লোক নয়, হতেও পারেনা। তবে ধর্ম নিয়ে ব্যাবসায় করাই এদের কাজ। সত্যিকার অর্থে এরা পুরো মানব জাতির শত্রু ছাড়া আর কিছুই নয়।
সমাজের এই ভণ্ডদের নিয়েই তরুন পরিচালক আরাফাত হোসেন চৌধুরী_র শর্ট ফিল্ম ‘ভণ্ড’ । শর্ট ফিল্মটির শুট হয় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে। বলা বাহুল্য, এটিই পরিচালকের প্রথম কাজ।
শর্ট ফিল্মটি দেখুন এই লিঙ্কেঃ ‘ভণ্ড’- একটি সমাজ সচেতনতামূলক শর্ট ফিল্ম
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২
ওমর ফারুক কোমল বলেছেন: আপনার মূল্যবান পরামর্শের জন্যে ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০
নতুন বলেছেন: ক্যমেরার নড়াচড়া বিরক্তিকর হয়েছে।
ভাল উদ্দোগ... জনগনের সচেতনের জন্য এই রকমের শট` ফ্লিম দরকার।