![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বিভিন্ন বইয়ের গ্রুপে তাকালেই বোঝা যায় বেশিরভাগ বইপোকারাই এখন ইবুক বা পিডিএফ বইয়ের প্রতি আগ্রহী। টাকা দিয়ে, বাজার ঘুরে বই কেনার যেন এখন আর কোন সময়ই নেই। আমি ব্যক্তিগত ভাবে কখনও ইবুক পড়িনি, পড়ার ইচ্ছাও নেই। তবে আমি এর সমালোচনা করছি না। বিশাল একদল তরুণ-তরুণী বই প্রেমীরা উপকৃত হয়ে আসছে এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে। আমি তাদের আরও একটু সাহায্য করতে চাচ্ছি। অনেককেই দেখি বিভিন্ন বইয়ের লিঙ্ক চান অথবা ইবুক ডাউনলোড করার ওয়েবসাইট চান। এই পোস্ট মূলত তাদের জন্যেই। এখানে আমি বেশকিছু ওয়েবসাইট এর নাম-ঠিকানা দিচ্ছি যেখান থেকে আপনারা আপনাদের প্রত্যাশিত বাংলা বইটি ফ্রি ডাউনলোড করে পড়তে পারবেন।
১. http://www.amarboi.com/
২. http://www.amarbooks.com/
৩. http://www.amarboi.org/
৪. http://www.banglapdf.net/
৫. http://banglabookspdf.blogspot.com/
৬. http://free-bangla-books.blogspot.com/
৭. http://egronthagar.blogspot.com/
৮. http://banglabook.org/
৯. http://freebanglapdfdownload.blogspot.com/
১০. http://www.banglakitab.com/
১১. http://bnbooks.blogspot.com/
১২. http://freebengalibook.blogspot.com/
১৩. http://www.gobanglabooks.com/
১৪. http://www.allbdebook.com/
১৫. http://www.ebook.gov.bd/
১৬. http://www.grontho.com/
১৭. http://www.banglaislamicbook.com/
১৮. http://islambd.org/
১৯. http://banglaislamicboi.blogspot.com/
ইন্টারনেটে আরও বহু ব্লগ/ওয়েবসাইট রয়েছে। আমার কাছে এই ওয়েবসাইটগুলো মানসম্মত এবং কাজের বলে মনে হয়েছে। আপনাদের উপকারে আসলে ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ যদি আরও ভালো কোন সাইটের নাম জানেন, তাহলে আমাকে জানাতে ভুলবেন না। আমি এডিট করে এই পোস্টে বসিয়ে দিব। হ্যাপি রিডিং...
৩১ শে মে, ২০১৬ রাত ১০:১০
ওমর ফারুক কোমল বলেছেন: অবাক হলাম। আমি আমার ছোট ভাইগুলোকে এই সাইটগুলো থেকেই নিয়মিত বই ডাউনলোড করে দেই। তাছাড়া এই সাইটগুলোর এলেক্সা রেঙ্ক তুলনামূলক ভালোই। তবে আপনার কাছে কেন কাজের মনে হচ্ছে না সেটা বোধগম্য নয়। যা হোক, নাজিম উদ্দিনের কিছু বই এর লিঙ্ক চাইছিলেন...
১। নেমোসিস- https://www.mediafire.com/?3paqvz6s5oivhkc
২। করাচি- Click This Link
৩। জাল- https://www.mediafire.com/?dfm77aesiugc66n
৪। রবীন্দ্রনাথ এখানে..... - Click This Link
৫। ১৯৫২- Click This Link
আর হ্যাঁ, এই লিঙ্ক গুলো কিন্তু উক্ত সাইট গুলো থেকেই নিয়েছি.। ভালো থাকবেন। হ্যাপি রিডিং।
২| ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৪০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে রাখলাম। অনেক ধন্যবাদ।
৩১ শে মে, ২০১৬ রাত ১০:১১
ওমর ফারুক কোমল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:৩৫
সিলা বলেছেন: সরি আসলে কাজের না বলেছিলাম এখানে অনেক গুলা সাইট এমন যে এগুলতে গেলে ডাউনলোড লিংক খুজে পাইনা। কিছু পেলেও আসেনা।
নাজিমুদ্দিন এর বই এর জন্য ধন্যবাদ অনেকগুলা।
আরো জদি পান আসাকরি সাহায্য করবেন।
www.ebanglabookcorner.com
এই লিংক টাও ভালো দেখতে পারেন ইচ্ছে হলে।
৪| ০১ লা জুন, ২০১৬ সকাল ৮:০৭
দ্বীপের সন্তান বলেছেন: অাপনাকে অনেক ধন্যবাদ।
০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৩৩
ওমর ফারুক কোমল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।
৫| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৫
পাগলামিউজিক ডট কম বলেছেন: সবগুলো ওয়েবসাইট দেখলাম - তবে আমার কাছে ভালো লেগেছে ২নং টি। করণ এই ওয়েবসাইটের বইগুলো ডাউনলোড করতে কোন ঝামেলা পোহাতে হয় না। আমার বইগুলোর ভিতরে কোন জলছাপ বা কোন ওয়বসাইটের নাম নেই.... ধন্যবাদ লিংকগুলো শেয়ার করার জন্য।
২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪০
ওমর ফারুক কোমল বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন। কোনটায় একটু ঝামেলা পোহাতে হয়। যেমন ওদের পেজে লাইক দিতে বলে, লগ ইন করতে বলে। আসলে ফ্রিতে বই দিয়ে এতটুকু দাবি তো করতেই পারে। যাহোক, আপনার মতামতের জন্যেও ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ সকাল ১০:১০
সিলা বলেছেন: জেই লিংক গুল দিয়েছেন বেসির ভাগ গুলাই কোন কাজের না।তবে ৮ নং টা আমার খুব পছন্দের। ভাইয়া পারলে কয়েকটা ডিটেকটিভ বইএর লিংক দিয়েন প্লিজ....
বা বাংলাদেশি লেখন নাজিমুদ্দিন এর।
তাহলে খুশি হব।