![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব জীবনে বই অনেক মূল্যবান সম্পদ। এর গুরুত্ব উপেক্ষা করতে পারবে না কেউই। এই বই আমাদের হাসায়, এই বই আমাদের কাঁদায় আবার এই বই আমাদের নতুন করে বহুকিছুই ভাবতে শিখায়। এই বই পারে আমাদের জীবনের অনেক হতাশাকে দূর করতে, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে, আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করতে।
অনেক সময়ই বই এর বিভিন্ন গ্রুপে অনুপ্রেরণামূলক কিছু বইয়ের সাজেশন চাইতে দেখি। আমার এই পোস্ট তাদের জন্যেই। এখানে আমি কিছু সেরা(আমার চোখে) বাংলা এবং বাংলায় অনুবাদ পাওয়া যায় এমন অনুপ্রেরণা দানকারী বই এর নাম উল্লেখ করব। এই বইগুলো আমাদের সকলেরই ডিপ্রেশনের মুহূর্তে অনুপ্রেরণা যোগাতে অনেক সাহায্য করবে এবং আমাদের উজ্জ্বল ক্যারিয়ারের গড়তেও বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আশা করি এই তালিকা সবারই কাজে লাগবে।
০০। দ্য পাওযার অব ইউর সাবকনশাস মাইন্ড - জোসেফ মারফি
০১। দ্য পাওয়ার অব্ পজিটিভ থিংকিং- নরম্যান ভিনসেন্ট পিল
০২। দ্য স্যাভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল- স্টিফেন আর. কোভি
০৩। দ্য এলকেমিষ্ট- পাওলো কোৱেলহো
০৪। তুমিও জিতবে - শিব খেরা
০৫। লা-তাহযানঃ হতাশ হবেন না- ড. আইদ আল কারণী
০৬। আত্মনির্মাণ- মহাজাতক
০৭। কোয়ান্টাম মেথড- মহাজাতক
০৮। মোরা বড় হতে চাই - আহসান হাবীব ইমরোজ
০৯। উইংস অব ফায়ার- এ. পি. জে. আবদুল কালাম
১০। টার্নিং পয়েন্টস- এ. পি. জে. আবদুল কালা
১১। উচ্চাকাঙ্খার ম্যাজিক- ডেভিড জোসেফ শ্বার্টজ
১২। জিতুন বা হারুন তৈরি থাকুন- ড. উজ্জ্বল পাটনি
১৩। সফল বক্তা সফল ব্যক্তি - ড. উজ্জ্বল পাটনি
১৪। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না- ডাঃ ড্যানিয়েল জি. আমেন
১৫। নিজেকে বদলান নিজেই- ড. পার্থ চট্টোপাধ্যায়
১৬। একশ মনীষীর জীবনী- মাইকেল এইচ হার্ট
১৭। ডেল কার্নেগীর রচনাসমগ্র- ডেল কার্নেগী
১৮। লুৎফর রহমানের রচনাসমগ্র- লুৎফর রহমান
১৯। সাফল্যসমগ্র- মোস্তাক আহ্মাদ
২০। ব্যর্থতা ও হতাশার অবসান- এস. এম. জাকির হুসাইন
২১। দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি - আর্নেস্ট হেমিংওয়ে
উপরের তালিকাটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তৈরি। বইগুলো পড়ে আমি বেশ অনুপ্রাণিত হয়েছিলাম। তাই সেই অভিজ্ঞতা থেকে এই পোস্ট। বইগুলোর বেশিরভাগই আলোচনামূলক বই। হয়তো খানিকটা বোরিং লাগতে পারে। তবে মনে রাখবেন, তেঁতো খাদ্যেরই উপকারিতা বেশি। বইগুলো সবার একবার পড়া উচিৎ। আর হ্যাঁ, কোন কিছুই পৃথিবীতে চিস্থায়ী নয়। আমাদের দুঃখ-কষ্ট, হতাশা গুলোও নয়। সর্ব অবস্থায় স্রষ্টার উপর আস্থা রাখুন, প্রো-একটিভ থাকুন, ইতিবাচক থাকুন। ভালো থাকবেন। শুভ কামনা।
০২ রা জুন, ২০১৬ রাত ১:৪৭
ওমর ফারুক কোমল বলেছেন: 'দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি' এইটা বাকি রয়েছে। বাকি গুলো আলহামদুলিল্লাহ্ শেষ।
২| ০২ রা জুন, ২০১৬ রাত ১:৪৯
সাকিব ইফতেখার বলেছেন: ভালো জিনিস
০২ রা জুন, ২০১৬ রাত ২:০০
ওমর ফারুক কোমল বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০২ রা জুন, ২০১৬ সকাল ১১:০৯
অমল ধবল বলেছেন: ভালো তালিকা।
০২ রা জুন, ২০১৬ দুপুর ২:৩৪
ওমর ফারুক কোমল বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ০২ রা জুন, ২০১৬ দুপুর ২:২৭
চাঁদের অরণ্য বলেছেন: কি মিল লেখকের সাথে, 'দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি' এই একটা বই'ই আমি পড়েছি, বাকীগুলো পড়া হয়নি
০২ রা জুন, ২০১৬ দুপুর ২:৩২
ওমর ফারুক কোমল বলেছেন: হাহাহা, 'দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি' বইটার অনেক প্রশংসা শুনেছি। পড়ব পড়ব করেও পড়া হয়ে উঠছে না।
৫| ০২ রা জুন, ২০১৬ রাত ৯:৫৭
মোঃ মাকছুদুর রহমান বলেছেন: বই গুলো পাবো কোথায়?
০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৫
ওমর ফারুক কোমল বলেছেন: সব গুলোই নীলক্ষেত এ পাবেন। একটু দামাদামি করতে পারলে সুলভ মূল্যেই বইগুলো পেয়ে যাবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ রাত ১:৩৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: উপদেশ যে দিলেন,বইগুলা আপনি পড়ছেন?