নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

~ An Average, An Explorer ~

ওমর ফারুক কোমল

অজ্ঞ এক মানবসন্তান

ওমর ফারুক কোমল › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ শাহী মসজিদ

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫



বর্ষার এক বৃষ্টিমাখা দিনে দর্শন ঝুলিতে যোগ করলাম ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী মসজিদঃ লালবাগ শাহী মসজিদ। ইতিহাস জানান দিল এটির আরেক নাম ফররুখ সিয়ার মসজিদ (তবে এই নামটি মোটেও প্রচলিত নয়)। লালবাগ দুর্গের দক্ষিণ দিকে যেই গেটটি রয়েছে তার থেকে কিছুটা দূরেই এই মসজিদটির অবস্থান। ঢাকার জন্মলঘ্নে যেসব মসজিদ তৈরি হয়েছিল তার মধ্যে এটিই হয়তো সবচেয়ে বড়। ১৭০৩ সালে তৎকালীন ঢাকার সুবাহদার আজিম-উল-শান এর পুত্র ফররুখ সিয়া (সম্রাট আওরঙ্গজেবের প্রপৌত্র) এই মসজিদটি নির্মাণ করেন।





বিশাল এই মসজিদটিতে একসাথে প্রায় ২ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটির ওজুখানাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।





মসজিদের মুল পরিকল্পনা অবিকৃত অবস্থায় রেখেই এর বহুবার সংস্কার করা হয়। তবে সেই তিনশত বছর আগের কোন ছায়া পেলাম না। তবে মসজিদটি বর্তমানে বেশ জাঁকজমকপূর্ণ বলেই আমার কাছে মনে হল।











মসজিদটির পাশেই রয়েছে ছোট একটি কবর স্থান। এবং মসজিদটির গাঁ ঘেঁষেই রয়েছে একটি বিশাল মাদ্রাসা।







ঢাকার অন্যতম এই মসজিদটি দেখে ফেলতে পারেন আপনিও। চলুন ঘুরে আসি...


-০৫/১১/২০১৬ ইং, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.