![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা খুব সংক্ষিপ্ত। সবাই এই সংক্ষিপ্ত জীবনটাকে উপভোগ করতে চায়।
জীবনটা কি শুধু উপভোগ করার জন্য?
একটা উদাহরন দেই...
মনে করো আপনার একটি বন্ধু আছে। যেমন-তেমন বন্ধু না। খুবই অন্তরঙ্গ। বন্ধুকে ছাড়া থাকতেই পারেন না। আপনার সকল পরিকল্পনায় আপনার বন্ধুটি থাকে।
পরীক্ষায় নিজে খারাপ করলে খারাপ লাগে, আর বন্ধু ফার্স্ট হলে আরও খারাপ লাগে। এটা থ্রি ইডিয়েটস মুভির ডায়লগ।
কিন্তু যদি এমন হয়, আপনি পরীক্ষায় ফার্স্ট হলে আর আপনার বন্ধু লাস্ট..! তখন আপনার কেমন লাগবে?
আপনি পড়তে যাবা ভাল কোনো কলেজ অথবা ভার্সিটিতে আর আপনার বন্ধুটি পড়ে থাকবে অখ্যাত কোনো কলেজে।
সেই নামীদামী ভার্সিটিতে কেমন কাটবে আপনার দিনগুলো? কিভাবে উপভোগ করবেন প্রিয় বন্ধুকে ছাড়া আপনার ভার্সিটি লাইফ?
আচ্ছা আরেকটা উদাহরন দেই...
মনে করেন আপনি আপনার কিছু বন্ধুদের নিয়ে ডিজে পার্টি করছেন। আপনি যেই বাসায় বসে ফুর্তি করছেন কেমন হবে যদি সেই বাসাটিকে ঘিরে কয়েকশ ক্ষুধার্ত ভিক্ষুক বসে থাকে?
আপনার ভিতর যদি বিবেক বলে কোনো বস্তু থাকে, তবে আপনি কি পারবেন সেই পার্টি উপভোগ করতে?
জীবনটা শুধু নিজে উপভোগ করবেন না, আশেপাশের মানুষগুলোকেও উপভোগ করাবেন। নিজে কিছু ত্যাগ শিকার করে হলেও।
জীবনটা উপভোগ করুন।
কিন্তু সবাইকে নিয়ে করুন।
আপনার পাশের মানুষগুলো যখন জীবনকে উপভোগ করবে, তখনই আপনি জীবনকে উপভোগ করার সত্যিকার আনন্দ পাবেন। সেটা হবে নিখাদ স্বর্গীয় আনন্দ।
©somewhere in net ltd.