| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতটা ভালবেসেছি তোকে
ততোটা আর কাউকে বাসিনি।
যতটা কান্না করেছি
তোর জন্য প্রতি রাতে ,
ততোটা অশ্রু আর
কারো জন্য ঝরেনি...।।
যতটা প্রহর গুনেছি
তোর অপেক্ষায় ,
ততোটা হয়তো আর
কারো জন্যই করি নি।
কোন দিন বুঝতেও চাইলি না
যে তোকে কতটা ভালবাসি......।।
©somewhere in net ltd.