নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ. এম. এস. ইমতিয়াজ ভূঁঞা

ইমতিয়াজ ১৩

স্বপ্নগুলো খেলেই যাচ্ছে, ফলে বাস্তবতার স্বাদ পাচ্ছি না।

ইমতিয়াজ ১৩ › বিস্তারিত পোস্টঃ

অর্ধ যুগপূর্তী ও ৫০তম পোষ্ট

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১

অনেক দিন যাবত ভাবছিলাম ৫০তম পোষ্ট কি নিয়ে দেয়া যায়? এলোমেলো ভাবনায় কড়া নেড়েছে অনেক কিছু কিন্তু সায় পায়নি সময়ের অভাবে। আবার ব্লগেও বয়সে ৬ পেরিয়ে ৭ বছরে পরেছে। তাই দু'টি বিষয়কে সামনে রেখে একটি পোষ্ট দেয়ার মনস্থির করি। কিন্তু কি বিষয়ে লিখবো তা ঠিক করতে পারছি না।





আমার ভাবনা গুলো ছিল এরকম :



১. বিভিন্ন সময় দেয়া পোষ্টগুলোর রিভিউ করা।

২. আমার প্রিয়তে রাখা পোষ্ট গুলোর লিংক দিয়ে একটি পোষ্ট দেয়া।

৩. যারা আমার বিভিন্ন পোষ্টে কমেন্ট করেছে তাদের নিক এর লিংক দিয়ে ধন্যবাদ জ্ঞপন করে পোষ্ট দেয়া।

৪. আমি যে সকল পোষ্টে কমেন্ট করেছি তার একটি লিংক পোষ্ট দেয়া।

৫. একটি আড্ডা মূলক পোষ্ট দেয়া।

৬. ভাল লাগা বিভিন্ন কমেন্ট নিয়ে ছবি ব্লগ ইত্যাদি ।





তবে কোন ভাবনার যেমন পরিসম্পাত্তি পাচ্ছিলাম না ঠিক তখনই এই এলোমেলো পোষ্টের চিন্তা মাথায় আসে। মানে মনের কখা গুলো আড়াআড়ি ভাবে লিখে দেই তাতেই হবে।



কোন নির্দিষ্ট বিষয় নিয়ে আমি লিখতে পারি না তাই আমার অধকিাংশ পোষ্ট লিংক নির্ভর। তবে পোষ্ট দেয়ার চেয়ে বিভিন্ন পোষ্ট পড়ে মন্তব্য করতে ভাল লাগে। কোন ব্লগার যদি আমার কেন মন্তব্যের কারনে উৎসাহিত হয়ে থাকেন তাহলো ভাল লাগবে আর কেউ যাদি মনে কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা প্রার্থী।



মনের মাঝে অনেক ভাষা নাড়া দেয় উপস্থাপিত হওয়ার জন্য কিন্তু ধৈর্য মশাই প্রতিনিয়ত বাধা দেয় তাই প্রতিবারের মতোই আবারো ধৈর্যের কাছে হার মেনে এখানেই শেষ করলাম।



সকলের জন্য শুভ কামনা ও দোয়া চাই।

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

লিরিকস বলেছেন: আমি ১ম!!! :) :) :)

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনি আমার প্রথম পোষ্টেও প্রথম ছিলেন।

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১২

লিরিকস বলেছেন: আমার ভালো লাগা একটা গান দিয়েছি , যদিও ইংরেজী গান বলে মুছে ফেলা হবে, তারপরও একবার হলেও পড়বেন এন শুনবেন :) ভালো লাগবে।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ইতোমধ্যে কার্যসম্পাদন করা হয়েছে।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮

সজীব বলেছেন: :) :) :)

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: অদৃশ্য ব্লগার



:) :) :)

৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চালিয়ে যান ।
শুভকামনা রইল ।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগে স্বাগতম।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: অর্ধযুগে হাফ সেঞ্চুরি করায় অভিনন্দন ভ্রাতা , টেস্ট প্লেয়ার :)

ভালো থাকবেন :)

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: সুন্দর মন্তব্য:- টেস্ট প্লেয়ার .




ধন্যবাদ।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ কামনা সব সময় ভাল থাকুন

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: বেশী বেশী ছবি ব্লগ দিয়ে আমাদের ভাল রাখবেন এ প্রত্যাশা আপনার কাছে।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আন্তরিক অভিনন্দন....... চলতে থাকুক :)

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরা সবাই একসাথে থাকলে এটা চলতেই থাকবে।




ভাল থাকুন সব সময়।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: অর্ধযুগে হাফ সেঞ্চুরি করায় অভিনন্দন ভ্রাতা , টেস্ট প্লেয়ার :)

ভালো থাকবেন :)

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: লেখক বলেছেন: সুন্দর মন্তব্য:- টেস্ট প্লেয়ার .




ধন্যবাদ।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮

আমিনুর রহমান বলেছেন:




বর্ষপূর্তি ও ৫০ তম পোষ্টের জন্য শুভ কামনা :)

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: স্বাগতম।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

কলমের কালি শেষ বলেছেন: অভিনন্দন । শুভ কামনা সেঞ্চুরীর জন্য । :)

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১০

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রীত হইলাম।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা! ব্লগিং হোক আনন্দময় ।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১১

ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম, আনন্দময় ব্লগিংএর জন্যই সামুতে আসা।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

এম এম করিম বলেছেন: আশা করি ৫০ বছরপূর্তী পোস্টও পড়তে পারব।
অভেনন্দন ও শুভকামনা।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২

ইমতিয়াজ ১৩ বলেছেন: আশা/স্বপ্ন বাস্তবায়ন হোক। আমিন।।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুভ কামনা বড় ভাই! যদিও মনে হয় আমি-ই বড়! যাক, আমার আইস্ক্রিম কই? বেশি বেশি দোয়া করবেন আমার জন্য! ভাল থাকুন সব সময়!

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: যদি ৩৫ বলি তবেও কি বড়-ই হবেন? যদিও এতে কোন আপত্তি নেই। আইস্ক্রিম খেয়ে নিন আমার নাম করে। আর দোয়া থাকবে সব সময় ব্লগ সন্ত্রাসিটার জন্য।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: অর্ধ যুগপূর্তী ও ৫০তম পোষ্ট এর জন্য শুভেচ্ছা ইমতিয়াজ ভাই।

২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:০১

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫

যমুনার চোরাবালি বলেছেন: শুভেচ্ছা। আরো অনেকটা সময় পার করুন আমাদের সাথে।

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভেচ্ছা নিলাম। অনেকটা নয় পার করতে চাই পুরোটা সময়।

১৬| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

লিরিকস বলেছেন: অর্ধ যুগ!!! অনেক সময়।

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক কোথায় ১যুগের অর্ধেক মাত্র।

১৭| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০

জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন,প্রাণঢালা অভিনন্দন! !:#P

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: পুলকিত হইলাম।

১৮| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

লাজুক ছেলে...... বলেছেন: ভাই আপনার কিছু না লিখলেও চলত। খালি লিখা দিতেন " ভাই সকল ইহা আমার ৫০তম পোষ্ট " । আমরা ইহাতেই হইতাম। আমাদের এক ভাই হাফ সেঞ্ছুরি মারছে........... বাচ্ছালগ তালিয়া.........। অভিনন্দন ..... সেই সাথে আপনার সেঞ্চুরির অপেক্ষায় রইলাম।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)


হাতে তালি মুখে বলি
৫০তম পোষ্ট জিন্দাবাদ


ঈদের বন্ধে আপান বিশেষ কাজ কেমন হলো। আর পিচ্ছিটা কেমন আছে?

১৯| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৩

লাজুক ছেলে...... বলেছেন: হা...হা... ভাই সাহেব দেখছি ব্যাপারটা মনে রেখেছেন। বিড়ালের ভাগ্যে ছিকে অবশেষে ছিঁড়িয়াছিল বটে তবে তার জন্য বিড়াল কে যথেষ্ট বেগ পাইতে হইয়াছে।
হ্যা ভাই আল্লাহ রহমতে এখন পিচ্চি বেশ ভালই আছে। নিজে কথা বলতে পারে না কিন্তু বাসার সবাইকে মাতিয়ে রেখেছে। দোয়া করবেন। আপনারা সবাই কেমন আছেন?

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: বিড়ালের ভাগ্যে ছিকে অবশেষে ছিঁড়িয়াছিল বটে তবে তার জন্য বিড়াল কে যথেষ্ট বেগ পাইতে হইয়াছে। ----- যে কাজ করিতে মনস্থির করিয়াছিলেন তা নিতান্তই বেগের কাজ বটে, বেগ তো পাইতেই হইবে। যাহাহোক ইহা আপনি বারংবার করতি পারেন ইহাই আমাদিগের প্রত্যাশা।




হ্যা ভাই আল্লাহ রহমতে এখন পিচ্চি বেশ ভালই আছে। নিজে কথা বলতে পারে না কিন্তু বাসার সবাইকে মাতিয়ে রেখেছে। দোয়া করবেন। আপনারা সবাই কেমন আছেন? ---শুকরিয়া। আল্লাহর অশেষ রহমতে আমি আমার একমাত্র আপন বউ ও আমর দুই পিচ্চি আয়মান (২বছর ৫ মাস) এবং আরহাম (১০ মাস) ভালই আছে। তাদের জন্যও দোয়া করবেন।

২০| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অর্ধযুগ পূর্তিতে শুভেচ্ছা রইল ইমতিয়াজ ১৩ ভাই। দ্যা লাকি থার্টিন? :)

সামনে আপনার কাছ থেকে আরও বেশী বেশী লেখা চাই। শুভকামনা রইলো।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: বেশী বেশী অনেক বেশী লেখা দিতে পারবো তবে মান সম্মত হয় কি না বলতে পারছি না।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫৫

মন ময়ূরী বলেছেন: অভিনন্দন আপনাকে।

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৪

আমি তুমি আমরা বলেছেন: আশা করি সেঞ্চুরী করতে আরো ছয় বছর লাগবে না :P

অর্ধযুগ পূর্তির অভিনন্দন :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: মনে হয় লাগবে না।............

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪২

ইমতিয়াজ ১৩ বলেছেন: মনে হয় লাগবে না।............



অন্তরিক শুভেচ্ছ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.