নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোগ-বিয়োগ

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

এ এক অন্য আই

এ-১-অন্য-i (এম.জি.জেড)

এ এক অন্য আই › বিস্তারিত পোস্টঃ

জামাটের ভিৎি চিনুন। তারা ইসলামের কত বড় শত্রু তা জানার চেষ্টা করুন। এটা সকলের সাথে শেয়ার করুন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

মওদুদী বিশ্বাসিরা মনে প্রানে বিশ্বাস করে- “নবীগণ মা’ছূম নন। প্রত্যেক নবীই গুনাহ করেছেন।” (তাফহীমাত, ২য় খণ্ড, ৪৩ পৃষ্ঠা)।

এই বিশ্বাস যারা করতে পারে তারা কখনওই ইসলামের অনুসারী নয়। একমাত্র তাদের দারাই সম্ভব নুরানীচাপা নামের ব্লগটা তৈরী করে রাজীব হত্যার পর মাচুদুর রহমান নামে আর এক মদুদী আদর্শের লোকের কাছে দেয়া।



বাংলার মুসলমানকে ধর্মের নামে প্রতারিত করা কত সহজ!!



---



ফেরেশতা সম্পর্কে কোরাণ: “ ফেরেশতাগণ নূরের তৈরি । তারা স্ত্রী বা পুরুষ নন। ফেরেশতাদেরর খাদ্যের প্রয়োজন হয় না। সর্বদা তারা ইবাদতে মশগুল থাকেন।” (শরহে আকাইদে নছফী, ৩২২ পৃষ্ঠা)

মওদুদী : “ফেরেশতা প্রায় ওই জিনিস যাকে গ্রিক, ভারত ইত্যাদি দেশের মোশরেকরা দেবী-দেবতা সি'র করেছে।” (তাজদীদ ও এহইয়ায়ে দ্বীন, ১০ পৃষ্ঠা)



“ সকলনবীগণ নিষ্পাপ; তারা কোন গুনাহ করেননি।” (তরজুমানুস সুন্নাহ, ৩য় খণ্ড, ৩০৫ পৃষ্ঠা)

মওদুদী: “নবীগণ মা’ছূম নন। প্রত্যেক নবীই গুনাহ করেছেন।” (তাফহীমাত, ২য় খণ্ড, ৪৩ পৃষ্ঠা)



কোরাণ:, “নবীগণ কখনও খবীছ নফসের দ্বারা আক্রান্ত হননি।”

মওদুদী : “নবীগণ বহুবার খবীছ নফসের আক্রমণে আক্রান্ত হয়েছেন।” (তাফহীমাত, ১ম খন্ড, ১৬৩ পৃষ্ঠা)

কোরাণ:, “নবীগণ আপন দ্বীনের উপর সি'র ছিলেন। উনারা কখনও মানবীয় দুর্বলতার শিকার হননি।”

মওদুদী বলে, “কোন কোন নবী দ্বীনের চাহিদার উপর সি'র থাকতে পারেননি। বরং উনারা আপন মানবীয় দুর্বলতার কাছে হার মেনেছেন।” (তাফহীমুল কুরআন, ২য় খণ্ড, ৩৪৪ পৃষ্ঠা)

কোরাণ:, “নবীগণ মহা সম্মানিত সর্বোত্তম মানব। উনাদের দোষ বর্ণনা করা হারাম।” (তাফসীরুল কামালাইন, ৪র্থ খণ্ড, ৪ পৃষ্ঠা)

মওদুদী : “(নবী হোক, ছাহাবা হোক), কারো সম্মানার্থে উনাদের দোষ বর্ণনা না করাকে জরুরী মনে করা আমার দৃষ্টিতে মূর্তিপূজার শামিল।”



--তাই আজ জামাত শিবিরের পক্ষেই সম্ভব দেশের পতাকা পোড়ানো, জায়নামাজ পোড়ানো, শহীদ মিনারের ভাংচুর, মসজিদে ভাংচুর প্রকাশ্যে এরকম ইসলাম বিরোধী কাজ করা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

কালোপরী বলেছেন: ভাল পোস্ট


সবগুলোর রেফারেন্স নেই, দিলে ভাল হয়


তবে একটা কথা মনে হল আদম (আঃ) কিন্তু মানবীয় দুর্বলতার শিকার হয়েই নিষিদ্ধ ফল খেয়েছিলেন, যার ফলশ্রুতিতে এই পৃথিবীতে মানব জাতির আগমন


রেফারেন্স দিন, বাকিগুলো চেক করে দেখি। বিশেষ করে কোরআনের সূরা আর আয়াতের


ধন্যবাদ

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: রেফারেন্স কই , এইটা লেখকের মনগড়া ও হতে পারে। আর আপনার লিখার এই লাইনটা একটু দেখুনত আপনার মুসলমানিত্ব একটু জাচাই করুন কেমন প্লিজ।
//তাদের দারাই সম্ভব নুরানীচাপা নামের ব্লগটা তৈরী করে রাজীব হত্যার পর মাচুদুর রহমান নামে আর এক মদুদী আদর্শের লোকের কাছে দেয়া।
//

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

এ এক অন্য আই বলেছেন: যেগুলোর রেফারেন্স আছে সেগুলোই আগে চেক করেন। @কালোপরী। আশাকরি পরের রেফারেন্সগুলোও পেয়ে যাবেন। কারও কাছে যদি আরও রেফারেন্স থেকে থাকে দয়া করে আওয়াজ দিবেন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

খাটাস বলেছেন: হুম পড়ে ভাল লাগল। কিন্তু রেফারেঞ্চ দিতে পারলে পোস্ট খুব ই দরকারি, আর না দিতে পারলে পুরাই ফাউল পোস্ট।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

এ এক অন্য আই বলেছেন: @মাহমুদুর রহমান, আমি বলি কি আপনি মদুদী আদর্শের ব্যাপারে কথা বলুন। আমিও জানতে চাই এই আদর্শ ঠিক কিনা। আর আপনার নামের সাথে আর একজনের নাম মিলতেই পারে তবে আমার জানা মতে কর্মের মিল নাই বলেই আপনার নামের বানান লিখতে কিন্তু আমার ভূল হয় নাই।
কারও মুসলমানিত্ব নিয়ে কথা বলা কতটা ইসলামসম্মত তা আপনার হয়ত জানা দরকার। একমাতে মদুদী আদর্শের মানুষেরাই আস্তিক-নাস্তিক বলে কথায় কথায় ধ্বনি তুলতে পারে।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

এ এক অন্য আই বলেছেন: মওদূদীবাদ তথা জামায়াত-শিবির সম্পর্কে দেশের প্রখ্যাত কিছু আলেমের অভিমত জানতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.