নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোগ-বিয়োগ

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

এ এক অন্য আই

এ-১-অন্য-i (এম.জি.জেড)

এ এক অন্য আই › বিস্তারিত পোস্টঃ

এডিপিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান বিভাগের তাৎক্ষণিক মূল্যায়ন : রানা প্লাজার পরতে পরতে অনিয়ম.

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

দেখা গেছে, প্রথম চারতলা পর্যন্ত প্রতিটি কলামের ব্যাস ১০ বাই ১২ ইঞ্চি। এরপর ওপরের তলাগুলোতে কলামের ব্যাস কমতে থাকে। ওপরের তলায় ৭ বাই ৮ ইঞ্চি ব্যাসের কলাম দেখা গেছে। এ রকম একটি ভবনের কলামের ব্যাস ২০ বাই ২০ ইঞ্চি হওয়া উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।





এতসব গবেসনা কোনো দুরঘটনার পরেই কেন হয় ?

এখন ভেঙ্গেছে তো এখন তো কত রকমের তবিস্তারিত.. থ্য বের হবে। হাজার হাজার প্রাণনাশের পর এখন বলা হচ্ছে রানা প্লাজা নিয়ম মেনে নির্মাণ করা হয়নি। এই তথ্যভিত্তিক প্রতিবেদনটিই যদি আরো কিছুদিন পূর্বে প্রকাশ পেত হয়ত বেচে যেত সব প্রাণ।

এর উপর সরজমিনে প্রতিবেদন চাই ।



পিলার ধরে নরা চরা করলে যেকোন সময় ভেঙ্গে পরতে পারে । তাই স্বরাষ্ট্রমন্ত্রিকে বলছি দ্রুত ব্যবস্থা নিন ।।



ডাক্তার আসীবার পূর্বেই রোগী মারা যাবার পরও- এই ডাক্তার প্রথম আলোকে এমন একটি রিপোর্ট করার জন্য ধন্যবাদ। আশাকরি সংশ্লিষ্টরা আর দেরী করবেন না।



এটাও ধনীদের জন্য এদেশে কমন ঘটনা - বিস্তারিত -

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

এ এক অন্য আই বলেছেন: কর ফাঁকি খতিয়ে দেখছে এনবিআর -রানা প্লাজা পাঁচতলা!

২| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৩৬

জাহাজ ব্যাপারী বলেছেন: শুধু রানা প্লাজা নয় "বাংলাদেশ প্লাজা"র পরতে পরতে অনিয়ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.