![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কাছে কিছু চাইতে আসিনি!
আজ তোমার কাছে মন ভালো করার জন্য গল্প শুনতে কিংবা
তোমাকে গল্প শুনাতে চাইবো না!
আজ তোমার সাথে একদম একান্তে সময় কাটাতে চাইবো না!
চাইবো না ভোর সকালে পাশাপাশি হাত ধরে হাটতে,
চাইবো না রাত জেগে গল্প করতে কিংবা
এক আকাশ ভাবনা নিয়ে তোমার ঘরে লুকিয়ে থাকতে!
আজ চাইবো না তোমার হাতের স্পর্শ, শুনতে চাইবো না তোমার মিষ্টি হাঁসি,
অভিযোগ, অনুযোগ আর শাসন-বারণ!
আজ তোমার ঠোট, গাল কিংবা চুল চুঁয়ে দেখতে চাইবো না,
চাইবো না তোমার শাড়ির আঁচলে মুখ মুছতে!
আজ আর কিছুই চাইবো না!
৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৯
আর্তচিৎকার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।