নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর্তচিৎকার

আমি একজন সাধারণ শ্রমিক। সুশিক্ষার আলো থেকে বঞ্চিত, প্রকৃতি এবং এই বস্তুজগৎ থেকে শিক্ষা গ্রহণ করছি।

আর্তচিৎকার › বিস্তারিত পোস্টঃ

আর্তচিৎকার

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৫

এক যুগ আগের সেই কিশোরী, কিশোরীর বুক, ঠোট, চুল, মিষ্টি হাঁসি ভালো লাগতো।
তাকে ভালো ও বাসতাম।
প্রতি রাতেই ভাবতাম।
ভাবনাটা যেন অভ্যাস হয়ে গেছে।
কিন্তু আজ এই ভাবনাগুলো, সেই কিশোরী, তার বুক, ঠোট কিংবা হাঁসি এ সব কিছু আমার ক্ষুদার কাছে তুচ্ছ।
আজ আমার কাছে তুচ্ছ,
সমাজ, রাষ্ট, ধর্ম। কারন এসবের কোনটিই আমার জন্য কিছুই করতে পারেনি।
বরং আমাকে শোষণ করার যন্ত্র হিসেবে কাজ করেছে আর কিছু লোকের গতর মোটা করেছে।
-
হয়তো আর কিছুক্ষন পরেই তিনদিনের না খেয়ে থাকা শরির থেকে আমার প্রাণ টা বেরিয়ে পড়বে। এর কিছুক্ষন পরেই আমার শেষকৃত্য হবে । আর আমার ভাবনাগুলোর সমাপ্তি ঘটব(

(করোনা কালীন সময়ের প্রথমদিকে লেখা।)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: ওকে। মোটামোটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.