![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ছায়াদেবী! আমাদের পাড়ার এক কিশোরী বধু!
চোখে মুখে উচ্ছাস, ঠোঁটে মিষ্টি হাসি, শরীর জুড়ে চঞ্চলতা! ছায়াদেবীই আমার মনে প্রেম জাগিয়েছিল, নারীর শরীর যে মানুষকে কী কঠিনভাবে আকৃষ্ট করে তা ছায়াদেবীর সামনে দাঁড়ালেই অনুভব করতে পারতাম। কালীতলার পুকুরে রোজ জল নিতে আসে ছায়াদেবী! ছায়াদেবী আমার ভাবনার একটা অংশ হয়ে গেছে ! প্রতিনিয়ত ভাবছি তার চোখ, মুখ, ঠোঁট, আর চঞ্চলতাকে! হরিপদ বাবুর উপর ভীষণ হিংসা হয়, এই শেষ বয়ষে ও তার এত সুন্দরী, রসবতী একটা বউ আছে! কিন্তু ছায়াদেবীর জন্য আমার ভীষণ আপসোস হয়, বৃদ্ধ স্বামীর শরীর টেপা, সেবা যত্ন করা, গৃহস্থালির কাজ কর্ম ই শুধু সে করে যাবে? তাকে তো বঞ্চিত করা হচ্ছে সুখ থেকে, ভালোবাসা থেকে, প্রতিনিয়ত সে বঞ্চিত হচ্ছে যৌবনসুখ থেকে, হরিপদ যে ঠিকমত সোজা হয়ে হাটতেও পারেনা, এই রসবতীর যৌবন জ্বলা সে মেটাবে কী করে!
অথচ আমার এ ভাবনাগুলো অনর্থক ভাবনা ই! ছায়াদেবী তো জানেই না যে তার ভাবনা আমাকে কতটা ভাবাচ্ছে কতটা অস্থির করে তুলছে, কতটা প্রেমিক করে তুলছে! আমি যে রোজ রাতেই ছায়াদেবীর কল্পনায় হারিয়ে যাচ্ছি, আর হরিপদের সম্পদ লুট করার স্বপ্ন দেখছি, সব ধর্ম যে অধর্ম করছি!
ভাবতে ভাবতে বিভোর হ'য়ে গেলাম! একটা ঘোরের মধ্যে আঁটকে গেলাম!
-কী ঠাকুরপো, কী ভাবছো?
ছায়াদেবীর মিষ্টি স্বরের কথাই ঘোর কাটলো, চারদিক টা একবার তাকিয়ে দেখলাম, নির্জন দুপুর, কালীতলার পুকুর পাড়ে আমরা দুই প্রাণী ছাড়া আর কেউই নেই!
বললাম,
হরিপদ বাবুর কথা ভাবছি!
মুখটা একটুখানি বিকৃত করে ছায়াদেবী আবার বলল,
-বুড়ার নাম আমার সামনে আর নিবা না, এতই যদি বুড়ার গুণকীর্তন করতে মন চায় অন্য কারো কাছে গিয়ে কর, আমার কাছে না।
একটা মুচকি হাসি দিয়ে বললাম, বুড়ার গুণকীর্তন করতে যাবো কেন? তার প্রতি তো আমার শুধু হিংসে হয় হিংসে! আমার কথা শেষ হওয়ার আগেই ছায়াদেবী আবার বলা শুরু করলো,
কেন হিংসা হয় ঠাকুরপো আমি কী শুনতে পারি?
দুষ্টমির ছলে বলে দিলাম, হরিপদ বাবুর সম্পতি "ছায়াদেবীকে" লুট করতে চাই, ভালোবাসতে চাই, হারিয়ে যেতে চাই ছায়াদেবীর ভিতর!!
আমার কথা শুনে ছায়াদেবী একেবারে থ হইয়া গেলো, অস্ফুটস্বরে বলতে লাগলো,
-এ হয়না ঠাকুরপো, এ হয়না। এসব কথা মুখে আনাও যে পাপ!!
তবুও আমি ছায়াদেবীকে ভালোবাসি!! ছায়াদেবী ও বুঝে গেছে আমি যে তাকে ভালোবাসি, তার জন্যই যে রোজ কালিতলার পুকুর পাড়ে অপেক্ষায় থাকি। মুখটা নিচু করে আমার চোখের সামনে দিয়ে বাড়ির পথে হাটতে শুরু করলো সে, কিংকর্তব্যবিমুঢ় হয়ে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকলাম একদৃষ্টে! বাড়ির একদম কাছাকাছি যেয়ে আর একবার পিছনে তাকালো সে, আমি তাকিয়ে আছি তার শেষ পদচিহ্ন টা পড়া পর্যন্ত!!
(পরবর্তী পর্ব আগামীকাল)
২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২১
আর্তচিৎকার বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ! পরের পর্ব খুব তাড়াতাড়ি লিখে ফেলবো!
২| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: ছায়াদেবীর সাথে প্রেম ভালোবাসার দরকার নাই। সরাসরি বিয়ে করে ফেলুন।
২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৩
আর্তচিৎকার বলেছেন: ছায়াদেবী যে সমাজে বাস করে, সেখানে নিজের ইচ্ছায় বিয়ে করা যয় না!
৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪
সাসুম বলেছেন: সুন্দর হইছে। কীপ ইট আপ
বানানের দিকে খেয়াল রাইখেন, দুস্টমিরচলে না দুস্টমির ছলে , লুট করতে "চায়", ভালবাসতে "চায়", হারিয়ে যেতে "চায়" - চায় এর যায়গায় চাই হবে।
এত সুন্দর লিখায় বানান বিভ্রাট বড়ই এলাচ হয়ে ভাসে বিরিয়ানিতে।
২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬
আর্তচিৎকার বলেছেন: ধন্যবাদ! ভুলগুলো ধরিয়ে দিয়ে শুধরানোর সুযোগ করে দেওয়ার জন্য। পরবর্তীতে বানানের দিকে খেয়াল রাখবো। আর অবশ্যই কোন প্রকার ভুল বানান বা অসঙ্গতি দেখতে পেলে বলবেন।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর , চলতে থাকুক।
২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৭
আর্তচিৎকার বলেছেন: ধন্যবাদ। আশাকরি পাশে থাকবেন, উৎসাহ দিবেন, লেখাগুলো পড়বেন, মন্তব্য করবেন।
৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নতুন ব্লগার হিসাবে আপনাকে উৎসাহ দেয়ার জন্য এই পোস্টটি নির্বাচিত পাতায় নেয়া হলো। তবে অনুগ্রহ করে বানানের ব্যাপারে একটু খেয়ালি হোন। বানানগুলো ঠিক করে নিন। এবং ছবি প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় সুত্র উল্লেখ্য করুন। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে আমার ব্লগ ভিজিট করতে পারেন।
আর আশা করি, অন্যান্য ব্লগারদের মন্তব্যের জবাব দিবেন। ব্লগীয় কালচারে একটা গুরুত্বপূর্ন।
২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫
আর্তচিৎকার বলেছেন: বানান ভুল এবং ছবির সূত্র উল্লেখ না করার জন্য ক্ষমাপ্রার্থী। পরবর্তীতে এ ধরনের ভুলগুলো না করার চেষ্টা করবো।
ব্লগে নতুন হওয়ার কারনে ব্লগীয় কালচার সম্পর্কে আমার ধারণা খুব কম। তবে খুব শীঘ্রই ব্লগীয় কালচার রপ্ত করে নেবো।
ধন্যবাদ
৬| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩০
রানার ব্লগ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা @ নির্বাচিত পাতার মাজেজা টা কি ? নিজেরে তো মোটামুটি অবহেলিত অনুভব করিতেছি !!!
৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৩
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা !
৮| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @রানার ব্লগঃ নির্বাচিত পাতার মাজেজা বিভিন্ন সময়ে বলা হয়েছে। এত বলার পরও যারা বুঝে না ধরে নিতে হবে তাঁরা অমনযোগী। এই ক্ষেত্রে উচিত ছিলো বলা, এই সংক্রান্ত পোস্টগুলো খুঁজে পড়ে নিন। তাহলে পরবর্তীতে মনে থাকত।
কিন্তু আপনার প্রশ্নকে 'উৎসাহ' দেয়ার জন্য আবারও বলছি - যিনি বা যারা ব্লগের সম্পাদনায় আছেন নির্দিষ্ট কিছু মানদন্ড এর ভিত্তিতে তাঁর বা তাদের বিবেচনায় যেমন পোস্টের নতুনত্ব, বিষয়বস্তুর প্রয়োজনীয়তা বা গভীরতা, আলোচনায় অংশগ্রহন করার সুযোগ ইত্যাদি যেসকল পোস্টকে ভালো লাগবে, সেই সকল পোস্ট নির্বাচিত পাতায় স্থান পাবে।
৯| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৬
রানার ব্লগ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা @ আমি উৎসাহিত, ধন্যবাদ !!!
১০| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৯
কল্পদ্রুম বলেছেন: ভালো লেগেছে৷
১১| ১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
আর্তচিৎকার বলেছেন: এই গল্প টা অনেক দিন আগে লেখা শুরু করেছিলাম। পোস্টে অনেকে মন্তব্য করেছেন, মন্তব্যগুলো আমাকে যেমন উৎসাহিত করেছে তেমনি নিরুৎসাহিতও করেছে। কারন আমি আসলে তেমন শিক্ষিত মানুষ নয়, পড়ালেখা কম, ভাষা ব্যবহার, ব্যকরণ সম্পর্কে আমি কম বুঝি। তাই পরবর্তীতে আর আমার লেখা হয়নি। আমার মনে হয়েছে আমি আসলে লেখক হওয়ার মত যথেষ্ট যোগ্য বা দক্ষ কিছুই নয়।
এতকিছুর পরও আমি আমার এই গল্প নিয়ে ভেবেছি, একসময় বুঝতে পারলাম শুধু বানান বা ব্যকরণ নয় আমার গল্পটা লেখাই হয়নি। এটা অনেক অসঙ্গতিপূর্ণ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০২
রানার ব্লগ বলেছেন: পরের পর্বের অপেক্ষায় আছি !!! শুরু টা একদম খারাপ না ভালোই !!!