নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

ব্লগে সম্বোধন প্রসঙ্গ। সবার মতামত আশা করছি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩


১/ একটু কল্পনা করুন, আপনারা দুজন ব্যাক্তি সামনা সামনি বসে কথা বলতেছেন। হঠাৎ আপনাদের দুজনের মাঝে তৃতীয় আরেকজন ব্যক্তি এসে বসে পড়ল। আপনাদের একজন থেকে আরেকজনকে আড়াল করে দিল। আপনারা এতক্ষণ যেভাবে কথা বলছিলেন এখন কিন্তু সেভাবে বলতে পারবেন না। সবার প্রথমেই চাইবেন মধ্যখানের বস্তুটিকে (মানুষ অথবা যেকোন পর্দা) আগে সরাতে। যতক্ষণ সেটা করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন না, মাঝে মাঝে তো কথাই বন্ধ করে দিতে হয় এমন বিরক্তি চলে আসে।

২/ আপনি আপনার প্রিয়তমার সাথে মোবাইলে যেভাবে কথা বলেন তার বিচ্ছিন্ন কিয়দংশ উল্লেখ করলামঃ তুমি খেয়েছ?..... তোমার আম্মু কেমন আছে?...... তুমি আজকে কলেজে গিয়েছিলা?....... তোমার শরীর ঠিক আছে তো?....... আজকে কি রান্না করেছ?.......। এখানে কিন্তু আপনি আপনার প্রিয়তমাকে দেখে দেখে কথা বলছেন না। তারপরও স্বাভাবিক কথা চালিয়ে যেতে পারছেন। কিন্তু একবার চেষ্টা কইরেন তো তাকে সম্বোধন (তুমি শব্দটা বলা ব্যাতিরেকে) করা ছাড়া কথা বলতে। পারবেন না।

~ভার্চুয়াল জগতে আমরা কাউকে দেখতে পাইনা, এক্ষেত্রে যখন একটা উপযুক্ত সম্বোধন বাচক শব্দ থাকে তখন কথা বলতে (ব্লগিংয়ে মন্তব্য করতে) কোন সমস্যা হয়না। এখন সেই সম্বোধন বাচক শব্দটা কি হতে পারে? অবশ্যই, আপনাকে। কিন্তু আপনার সাথে আমার সম্পর্কটা কি সেটা যদি একটু সুস্পষ্ট করা যেত তাহলে খুব ভালো হত। সবশেষে, তাহলে আমি বলতে পারি, আপনাকে আমি ভাইয়া অথবা আপু বলেই সম্বোধন করলাম।

~কিন্তু সমস্যাটা হয় যেখানে

~সামুতে আমি খুবই জুনিয়র। আমার বাবা-দাদার বয়সী অনেক লোক আছে এখানেঅনেকে বলবেন, এখানে আমাদের মাঝের সম্পর্ক হল লেখক ও পাঠক হিসেবে। বয়স বিবেচনা করব না। আমি বলবঃ প্রতিটি মানুষই তার নিজস্ব জায়গা থেকে সর্বোচ্য সম্মান-শ্রদ্ধা, স্নেহটুকু পেতে চায়। এবং আমাদেরকে সেটা দেয়া উচিৎ। এখন কথা হল আমি আমার দাদার বয়সী লোককে ভাই বলতে পারব কিন্তু বাবার বয়সী লোককে কিভাবে ভাই বলব। এটা আমার কাছে খুব বিদঘুটে লাগে এবং এটা স্পর্ধার কাজ ও। এজন্য আমি সম্বোধন করার ক্ষেত্রে সবসময় দাদা শদটা ব্যবহার করি। সুতরাং বাবার বয়সী কাউকে দাদা (দাদা বলতে আসলে ভাই বুঝাতে চাই) বলা যেতে পারেই। শব্দটা আমার কাছে খুব ইজি লাগে। কিন্তু সমস্যা হলঃ একবার একজনকে আমি দাদা সম্বোধন করাতে উনি আমাকে প্রত্যুত্তর করেছিল, আমি হিন্দু নই। আমাকে দাদা বলবেন না।

~আরকেটা সমস্যা হলঃ ব্লগে অনেকের নিকে তার আসল নাম দেওয়া নেই। এক্ষেত্রে মেকি নিক দেখে কাউকে দাদা অথবা দিদি সম্বোধন করলে মন্তব্যের উত্তর মাঝে মাঝেই আসে, আমি ছেলে অথবা মেয়ে নই।

~স্যার অথবা ম্যাডাম বলে সম্বোধন করলে দাদা, ভাই, আঙ্কেল, আপু কিংবা আনটি শব্দগুলোর মারপ্যাঁচ এড়ানো যায় ঠিকই কিন্তু নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়। লেখক সমাজের মধ্যে এমনটা কাম্য নয় (যদিও এখানে প্রফেসর ব্যক্তিবর্গ পর্যন্ত ও আছে।)

~একটা কাজ করতে পারিঃ কোন কিছু বলেই সম্বোধন করলাম না -> মন্তব্য করলাম না -> পড়লাম না -> কেউ চিনল না -> মন্তব্য আসল না -> লেখলাম না -> ব্লগিং ই করলাম না !


মাথা ব্যাথা হলে কি আপনি মাথা কেটে ফেলে দিবেন ?!

~সামগ্রিক ব্যাপারটা নিয়ে আপনার মন্তব্য আশা করছি এবং আপনাকে কি নামে সম্বোধন করলে আপনার কোন আপত্তি থাকবেনা সেটা অবশ্যই আমাদেরকে জানান।

মন্তব্য ৬০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

স্রাঞ্জি সে বলেছেন:
সুন্দর একটা টপিক তোলে ধরেছেন, ধন্যবাদ।

যার যেমন ডাক্তে ইচ্ছা হয়, তেমনও ডাকুক।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

ইব্‌রাহীম আই কে বলেছেন: সুন্দর একটা টপিক তোলে ধরেছেন
শুনে খুশি হলাম।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আচ্ছা আপনি তো ছেলে? নাকি? সমস্যা হয় কিছু নামে এটা ঠিক। বুঝা যায়না ছেলে না মেয়ে। ফেসবুকে তো লেখা থাকে ফিমেইল না মেইল। এখানে তা নাই
।আপনাকে তো ভাই বলা যাবে? নাকি?

আপনার কোনটা পছন্দ বলে দিলে ভালো হয়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: আচ্ছা আপনি তো ছেলে? নাকি?
জ্বি আমি ছেলে।

আপনাকে তো ভাই বলা যাবে? নাকি?
জ্বি আমাকে ভাই বলা যাবে।

আপনার কোনটা পছন্দ বলে দিলে ভালো হয়।
আমাকে যে যেভাবে আহ্বান করে খুশি থাকে আমিও সেটাইতেই খুশি থাকি।

আপনারটা পছন্দটা বললে আমরা জানতে পারতাম।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:

আপনার লেখাটি তেমন পছন্দ হয়নি, লেখার উপস্হাপনা তেমন ভালো হয়নি; ব্লগে সঠিক সম্বোধন হলো, "আপনি"।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার লেখাটি তেমন পছন্দ হয়নি, লেখার উপস্হাপনা তেমন ভালো হয়নি।
সবেমাত্র লিখতে বসেছি, কাঁচা হাতের লেখা ভালো না হওয়াটাই স্বাভাবিক। আপনাদের সহযোগিতা পেলে আশা করি সামনে ভালো উপস্থাপনা সহ ভালো লেখা উপহার দিতে পারব।

ব্লগে সঠিক সম্বোধন হলো, "আপনি"। মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালো উপস্থাপনা কিভাবে করতে পারি, এ নিয়ে আমার মত নতুন লেখকদের জন্য আপনার একটা লেখা প্রত্যাশা করতেছি।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার টপিকটা আমার খুব ভালোলেগেছে ।। ভালো কথা।।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার টপিকটা আমার খুব ভালোলেগেছে ।

শুনে খুশি হলাম। আবারো মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



তাহলে কমেন্টে আপনার 'দাদা' সম্বোধনের কারণটা জানা গেল! আপনি আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোকপাত করেছেন৷ব্লগে নিজের নাম পরিচয় হাইড করে ছদ্ম নামে লেখার সুযোগ আছে বলে অনেকে নিজের নাম, ছবি ইত্যাদি না দিয়ে লেখেন এবং কমেন্ট করেন৷এটা ব্লগারদের ব্যক্তিগত ইচ্ছা৷এজন্য বেশিরভাগ সময় ব্লগারের বয়স, যোগ্যতা, অবস্থান এবং প্রকৃত নাম জানা যায় না৷তবে যারা দীর্ঘদিন থেকে ব্লগে আছেন উনাদের মধ্যে ছদ্মনামের আড়ালে কারো কারো সাথে পরিচয় আছে৷কিন্তু নতুনদের বেলায় কমেন্টে সম্বোধনের সময় দ্বিধায় পড়তে হয়৷এটা অনেক সময় বিব্রতকরও বটে ৷

তবে, আমার ক্ষেত্রে আশা করি আপনাদের কোন সমস্যা হবে না B-); আমি নিজ নামে লিখি; আমার ছবি কিছুদিন আগেও ব্লগে ছিল; আমার বয়স ৩০+!! এর বেশি তথ্য না দিলেও চলবে, তাই না?:-B; আমি কি সিঙ্গেল? বলা মুশকিল!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: তাহলে কমেন্টে আপনার 'দাদা' সম্বোধনের কারণটা জানা গেল! ব্লগে যখন নতুন এসেছিলাম তখনি এই বিষয়টা নিয়ে একটু ভেবেছিলাম। কিন্তু যখন একভাই বললঃ আমি হিন্দু নই আমাকে দাদা বলে সম্বোধন করবেন না। তখন বিষয়টাকে একটু সিরিয়াসলি নিলাম, তাই পোস্ট করে ফেললাম।

আপনি আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোকপাত করেছেন৷শুনে খুশি হলাম।

আমার ক্ষেত্রে আশা করি আপনাদের কোন সমস্যা হবে না সমস্যা না থাকাটাকে আমার কাছেও অনেক ভালো লাগে। লেখক মানেই তো মানুষের সবচেয়ে কাছের বন্ধু, আর তার যদি একটু-আকটু ইগো থাকে কেমন হয়ে যায়না ব্যপারটা!!

আপনার ছবি আমি দেখেছি, এবং এখনো মনে আছে।

আমি কি সিঙ্গেল? বলা মুশকিল!!! সিঙ্গেলের ধরণের উপর নির্ভর করবে বলাটা কত মুশকিল! ;)

সর্বোপরি আপনার গুরুত্বপুর্ণ মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

শায়মা বলেছেন: ৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫ ১

চাঁদগাজী বলেছেন:

ব্লগে সঠিক সম্বোধন হলো, "আপনি"।


এটা সঠিক তবে আংশিক .....

সঠিকটা হবে আমার মতে এমন ---

ইব্রাহীম আই কে
আপনার এই লেখাটি বেশ তাৎপর্য্যপূর্ণ। ব্লগ বা ব্লগার বা ভারচুয়াল মানুষের অন্তরাকে কে আছে কি আছে তা খুঁজবার চেয়ে লেখকের লেখার বিষয়টি নিয়ে ভাবা উচিৎ....

মানে আপনি এবং সাথে লেখক বা লেখিকার নাম বা নিক.... এইভাবেই সন্মোধন হওয়া উচিৎ। কে ছেলে, কে মেয়ে, কে বাবার বয়সী কে দাদার বয়সী এসব হিসাবের আসলে ব্লগে কোনোই দরকার নেই.... :)






১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: ব্লগ বা ব্লগার বা ভার্চুয়াল মানুষের অন্তরালে কে আছে, কি আছে তা খুঁজবার চেয়ে লেখকের লেখার বিষয়টি নিয়ে ভাবা উচিৎ....

একটা সুন্দর কথা বলেছেন। যদি এই পোস্টটা নাইবা করা হত তাহলে আপনার দেওয়া, একটা পাঠকের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিৎ হত সেটা জানতে পারতামনা। সামনে থেকে লেখকের লেখার বিষয়টি নিয়েই ভাবব।

....সাথে লেখক বা লেখিকার নাম বা নিক.... লেখকের নাম বা নিক ধরে সম্বোধন করলে হয়ত অনেকের মাইন্ডে লাগতে পারে, আমি বড় (বয়সে, ব্লগিয়ের জগতে, শিক্ষায়) অথচ আমার নাম ধরে মন্তব্য করে।

তাই বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করা প্রয়োজন মনে করেই, মনের কথাগুলো ব্যক্ত করলাম।

সর্বোপরি আপনার গুরুত্বপুর্ণ মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আগে একটু হেসে নেই...হুহু হেহে হিহি হাহা খুক খুক্ ;)

@ আমি আমার দাদার বয়সীলোককে ভাই বলতে পারব কিন্তু বাবার বয়সী লোককে কিভাবে ভাই বলব?

ভাই এর চেয়ে বড় কোন ডাক আছে নাকি?
অবাক কান্ড! আপনার গ্রামে বাপ বয়সী কোন ভাই নেই?


সম্পর্ক ঠিক করতে সমস্যা হলে, নিজের নাম, পরিচয়, বয়স দিয়ে বসে থাকুন। ব্লগাররাই সেটা ঠিক করে নেবে... ;)

আমি নিজু। ২৫-২৯। কয়েক বছর পর বিয়ে করব।


@ শায়মা
সহমত।


১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভাই এর চেয়ে বড় কোন ডাক আছে নাকি?
অবাক কান্ড! আপনার গ্রামে বাপ বয়সী কোন ভাই নেই?

আগে কখনো এভাবে ভেবে দেখিনি। :|

সম্পর্ক ঠিক করতে সমস্যা হলে.... আশা করি এখন আর সমস্যা হবেনা।

কয়েক বছর পর বিয়ে করব.... বিয়ের দাওয়াতের অপেক্ষায় থাকলাম।

মতামত প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

ঢাকার লোক বলেছেন: বহু বছর আগে নুরুল মোমেনের(?) একটা লেখা পড়েছিলাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত্রি বেলায় সম্ভবত আইনের ক্লাস নিতেন, তার ছাত্রদের মাঝে যেমন ছিল অল্পবয়স্ক যুবক তেমনি ছিল বয়স্ক লোকজন, তাঁরও এই সমস্যা, কাকে আপনি বলবেন কাকে বলবেন তুমি ! তাই উনি প্রস্তাব করেছিলেন আপনি এবং তুমির মাঝে মাঝি "তুপনি" জাতীয় কিছু একটা হলে কেমন হয়? এই ব্লগে ও দেখেছি ওমেরা "ভাপু" , যা ভাই ও আপু র মাঝামাঝি, ব্যবহার করেন ! ভেবে দেখতে পারেন !!
আর আমেরিকানদের মতো সবাইকে নাম ধরে ডাকতেও পারেন , কেউ যদি কিছু মনে না করেন !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: এই ব্লগে ও দেখেছি ওমেরা "ভাপু" , যা ভাই ও আপু র মাঝামাঝি, ব্যবহার করেন ! ভেবে দেখতে পারেন !!
এমনটা করলে খারাপ হয়না ;) এক ঢিলে (সম্বোধনে) সব পাখি মারা (সবাইকে খুশি করা) হয়ে যাবে।

আর আমেরিকানদের মতো সবাইকে নাম ধরে ডাকতেও পারেন , কেউ যদি কিছু মনে না করেন ! ভেবে দেখলাম এটাই মনে হয় সবচেয়ে ভালো উপায়, যেহেতু পার্সোনালি কাউকে চিনিনা, তেমন সমস্যাও হবেনা। তবে এমনটা তখনই করা যাবে যদি কেউ কিছু মনে না করে।

একটা সুন্দর ট্রিক্স শিখানো সাথে গুরুত্বপুর্ণ মতামত প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

করুণাধারা বলেছেন: সহমত @ শায়মা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: করুণাধারা.... শায়মা আপুর সাথে সহমত প্রকাশ করে মন্তব্য করেছেন বলে, ধন্যবাদ।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ পাঠকু এবং করুনাধারা আপুনি!!!!!!!!! :) :) :)

আর ঢাকার লোক ভাইয়া তোমার তুপনি শুনে আমি হাসতে হাসতে শেষ!!!!!!!! আহা আগে যদি জানতাম!!!! কেউ আমার তুমি তুমি নিয়ে কথা বলতে আসলেই তাকে তুপনির ঘায়ে ঘায়েল করে দিতাম ! হা হা হা হা হা

আর ভাপু মানে ওমেরার ক্রিয়েটিভিটিতে আমি মুগ্ধ!!!!! হা হা হা হা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: ....আহা আগে যদি জানতাম!!!!

কেউ আমার তুমি তুমি নিয়ে কথা বলতে আসলেই তাকে তুপনির ঘায়ে ঘায়েল করে দিতাম ! হা হা হা হা হা

ব্লগ ছাড়া এখনো বাহিরের কেউ কিন্তু বিষয়টা জানেনা, সুতরাং আপনাকে এখনো তুমি তুমি বলে কথা বলতেই পারে। যদি পরবর্তিতে কাউকে কখনো ঘায়েল করে থাকেন তবে তা আমাদেরকে জানাবেন :P

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

ওমেরা বলেছেন: যদিও আমি ছেলেদের ভাইয়া ও মেয়েদের আপু বলি তবে ভাবছি এটা ছেরে দিব আস্তে আস্তে ।

কারন শায়মা আপুর সাথে একমত ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমিও সম্বোধন করা ছেড়ে দিব, নিক উল্লেখ করেই মতামত প্রকাশ করব।

ওমেরা, মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

এভাবে হবে ? :|

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ একজন বলেছেন ঃ আপনার লেখাটি তেমন পছন্দ হয়নি, লেখার উপস্হাপনা তেমন ভালো হয়নি; ব্লগে সঠিক সম্বোধন হলো, "আপনি"।

আচ্ছা ও নিজেকে কি ভা্বে ??
দ্বিগগজ !!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আচ্ছা ও নিজেকে কি ভা্বে ??
দ্বিগগজ !!!


:(

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সম্বোধন নিয়ে কোথাও তেমন একটা সমস্যা হয়েছে বলে মনে হয় না। সবচেয়ে সহজ, নিরাপদ ও দামি সম্বোধন হলো 'আপনি'। ভাই, আপা, খালা, খালু, স্যার, ম্যাডাম ডাকারও তেমন প্রয়োজন দেখি না। তবে, লিঙ্গ নিশ্চিত হওয়া গেলে ভাই বা আপু ডাকা যেতে পারে। অন্যথায় নাম ধরে সম্বোধন করুন। কোনো ব্লগার ছেলে না মেয়ে এটা জানার কৌতূহল নিবৃত করা গেলেই সব সমস্যার সমাধান হয়ে যায়।

স্নেহ বা শ্রদ্ধা করেও কাউকে ভাইয়া/আপু ডাকা যেতে পারে। কোনো এক বিশেষ কারণে একটা সময়ের পর থেকে পরিচিত ও ঘনিষ্ঠ কাউকে ছাড়া আমি কোনো সম্পর্ক ধরে কাউকে সম্বোধন করি না। কোনোরূপ ভুল বোঝাবুঝি ও বিব্রতকর অবস্থা এড়ানোর জন্য শুধু নাম ও 'আপনি' সম্বোধনে কমেন্ট/কথোপকথন করাই আমার অভিমত।

আমার এই কমেন্টে কি কোনো সম্বোধন আছে? সম্বোধন ছাড়া কমেন্ট করায় আমার এটি আপত্তিকর হয়েছে, এমন কথা বলা যায় বলে মনে করি না।

যাই হোক, আমার কাছে বিষয়টা তত গুরুত্বপূর্ণ মনে হয় নি।

শুভেচ্ছা রইল কিছু একটা লেখার জন্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: মতামতের প্রথম অংশটা নিয়ে কিছুই বলার নেই, শুধু এটুকই বলতে পারিঃ কিছু শিখতে পারলাম।

আমার এই কমেন্টে কি কোনো সম্বোধন আছে? না, নেই। কিন্তু আমি আসলে এসবে এখনো অতটা অভ্যস্থ না। আশা করি আপনাদের দেওয়া সাজেশনগুলো মেনে চলতে পারব।

শুভেচ্ছা রইল কিছু একটা লেখার জন্য। সামনে থেকে ভালো কিছু লেখা পোস্ট করতে পারব এই আশা প্রকাশ করতেছি।

ধন্যবাদ, সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার ডাক‌তে পা‌রেন। এটা ভদ্রজ‌নো‌জিত ও সবাই‌কে ডাকা যায়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: মাঝে মাঝে এটা ডাকলেও খারাপ হয়না।
তবে, অনেকেই সরাসরি নিক উল্লেখ করাটাকে ভালো মনে করে সাজেশন দিয়েছে, এখন থেকে সেভাবেই চেষ্টা করব।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

ঢাবিয়ান বলেছেন: অনেকেই দেখছি বয়স উল্ল্যেখ করেছে, সিঙ্গেল বলে জানান দিচ্ছে। পাত্রী খোজা হচ্ছে নাকি ব্লগে? =p~ =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: এখনো পাত্রী চাহিয়া কোন পোস্ট হয়নি, আপনি চাইলে দিতে পারেন ;)

তারপরের দেখভাল মডুরাই করবে :P

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

ঢাকার লোক বলেছেন: আমি সোনাবীজ এর সাথে একমত, আপনি বলুন সবাইকে, আর স্ত্রী বা পুরুষ জানা থাকলে আপু ও ভাই বলুন , অন্যথায় নাম ব্যবহার করুন . কারো সাথে ব্যাক্তিগত ভাবে পরিচিত বা সম্পর্কিত থাকলে তাকে সেইভাবেও ডাকতে পারেন যেভাবে ব্লগের বাইরে ডাকেন !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: সুন্দর একটা সাজেশন দিয়েছেন।

আবারো মন্তব্য প্রকাশ করার জন্য, ধন্যবাদ।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

লোকনাথ ধর বলেছেন: নাম এবং আপনি ব্যবহার করুন - সে হোক ছোট বা বড়। সম্মান প্রাপ্তি সবার সমান। পরিচিত হলে তখন নিজ সম্বোধন বেছে নেবেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: সুন্দর কথা বলেছেন।

গুরুত্বপুর্ণ মন্তব্য প্রকাশ করার জন্য, ধন্যবাদ।

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই মাত্র মাত্র মনে হল। কম্যান্ট পড়তে পড়তে

।।
ব্লগার দের একটাই পরিচয়,,, #ব্লগার ।।।
তারা ভাই বোন কিছু না। তারা ব্লগার। শুধুই ব্লগার।।।। সারাদিন কাজ নাই। লেখালেখি করে আর পড়ে।


আপনি ব্লগারদের কে

ভাইজান বলতেই পারেন। যে ১০০বছরের বড় হলেও। বা ৪৫ এর পিতার বয়সী।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

ইব্‌রাহীম আই কে বলেছেন: ব্লগার দের একটাই পরিচয়,,, #ব্লগার ।।।

আমাদের সকলের একটাই পরিচয়, আমরা ব্লগার। :-B

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগাররা সাধারণ 'আপনি' করেই বলেন। আপনি করে বলাটাই ভদ্রতা।

অবশ্য পরিচিত হলে বা কেউ তুমি করে বলার পারমিশন দিলে অন্য কথা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনি করে বলাটাই ভদ্রতা।

আপনি করে বলাটাই ভালো হবে, যা জানলাম বুঝলাম এবং শিখলাম।

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা অহেতুক বিষয় নিয়ে লেখাটা। অচেনা সবাই-ইতো 'আপনি' - এ আর নতুন কী!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার মন্তব্যটা দেখার আগ পর্যন্ত আমার জানা ছিলোনা যে বিষয়টা অহেতুক।

সে যাইহোক, মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

সুমন কর বলেছেন: ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন। তবে আরো একটু গুছিয়ে লেখা যেত। যদি পরিচিত কেউ থাকে, তবে সম্পর্কের হিসেবে ডাকা যেতে পারে। নতুবা "আপনি"ই বেষ্ট।

আমাকে দাদা বলে ডাকতে পারেন......ব্লগে সবাই তাই বলে !! ভালো থাকুন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

ইব্‌রাহীম আই কে বলেছেন: আরো একটু গুছিয়ে লেখা যেত। চেষ্টা করতেছি। আশা করি ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ আপনাকে।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো মন দিয়ে পড়লাম।

ভালো থাকুন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: দোয়া করবেন।

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

নূর আলম হিরণ বলেছেন: আপনি সম্বোধনই সর্বোত্তম। ছোটবড় সবাইকে আপনি বলা যায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগল আপনার প্রস্তাবনাটি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: শুনে ভালো লাগলো।

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

আবু মুহাম্মদ বলেছেন: আমি মনে করি ব্লগে সঠিক সম্বোধন হলো, "আপনি"

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: জ্বি অনেকেই এই শব্দটাকেই সঠিক মনে করছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ভাপু এবং তুপনি জিন্দাবাদ :-B

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: জিন্দাবাদ জিন্দাবাদ ;)

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫১

মলাসইলমুইনা বলেছেন: (প্রিয় ব্লগার) ইব্রাহিম আই কে,
ডাক নিয়ে কেন এতো অবাক !

২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছুদিন থাকলেই বয়স বোঝা যাবে। তখন সম্ভোধন সহজ হবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেকদিন হলো আছি, সামনেও থাকব আশা করি।

২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

সনেট কবি বলেছেন: @ শায়মা
সহমত।

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

এ.এস বাশার বলেছেন: আমরা যেহেতু সবাই লেখক, সেহেতু লেখার ধরন অনুযায়ী আমরা কবি, সাহিত্যিক, সমালোচক ইত্যাদি বলে সম্বোধন করলে কেমন হয়.......

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

শায়মা বলেছেন: তো বেশি ভাগ মানুষের সহমতে ফলাফল পাওয়া গেলো-

ছোট বড় নির্বিশেষে নাম ও আপনি সম্বোধনই যথার্থ! :)


এইবার বুঝিলে ভাইয়ু!!!!!!


তবে আমার ক্ষেত্রে এ সকল কিছুর উর্ধে সকলি ঘটিবেক.... :)

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

আরোগ্য বলেছেন: সম্বোধন যা বলেই হোক তাতে আন্তরিকতা থাকাই মুখ্য।

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: শায়মা বলেছেন: ৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫ ১

চাঁদগাজী বলেছেন:

ব্লগে সঠিক সম্বোধন হলো, "আপনি"।


এটা সঠিক তবে আংশিক .....

সঠিকটা হবে আমার মতে এমন ---

ইব্রাহীম আই কে
আপনার এই লেখাটি বেশ তাৎপর্য্যপূর্ণ। ব্লগ বা ব্লগার বা ভারচুয়াল মানুষের অন্তরাকে কে আছে কি আছে তা খুঁজবার চেয়ে লেখকের লেখার বিষয়টি নিয়ে ভাবা উচিৎ....

মানে আপনি এবং সাথে লেখক বা লেখিকার নাম বা নিক.... এইভাবেই সন্মোধন হওয়া উচিৎ। কে ছেলে, কে মেয়ে, কে বাবার বয়সী কে দাদার বয়সী এসব হিসাবের আসলে ব্লগে কোনোই দরকার নেই.... :)



আমি ও শায়মার সাথে একমত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.