নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীম ইব্রাহিম

মোঃ তানজীম

পৃথিবীর নানা দেশে চামড়ার রঙ আলাদা হলেও, আত্মা ও অনুভূতির রঙ অভিন্ন।- দেবাশিস্ বন্দ্যোপাধ্যায় ।

মোঃ তানজীম › বিস্তারিত পোস্টঃ

ভারতের ধর্মনিরপেক্ষতা

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

বাংলাদেশীদের’ অবশ্যই দেশ ত্যাগ করতে হবে নতুবা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হতে হবে
- ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ।

ধর্মনিরপেক্ষতা বলে আসলে পৃথিবীতে কিছু নেই । তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার রক্তে যেটা মিশে আছে সেটা নিয়েই বাচোঁ নতুবা কচু গাছের সাথে গলায় ফাঁসি দিয়ে মরো

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১

মিতক্ষরা বলেছেন: এখন ভারতে গনতন্ত্র পর্যন্ত বিপন্ন। ধর্ম নিরপেক্ষতা তো বহুদূর।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

মোঃ তানজীম বলেছেন: সহমত . মিতক্ষরা ভাই

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

দ্যা লায়ন বলেছেন: লিংক দিন দেখি কি বলেছে ওনারা।এমন হলে জাকির নায়েক সেই দেশে আস্ত থাকতে পারতোনা, আর এই দেশেও বলা হয়, ডান্ডিগোরে ধইরা খৎনা করাইতে হবে নাহয় ভারত পাঠিয়ে দিতে হবে।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২২

মিতক্ষরা বলেছেন: আর এই দেশেও বলা হয়, ডান্ডিগোরে ধইরা খৎনা করাইতে হবে নাহয় ভারত পাঠিয়ে দিতে হবে।

@দ্যা লায়ন, ঘরে বইসা মানুষ অনেক কথাই বলতে পারে। ঐসব কথা যে অর্থহীন ফালতু তা সবাই জানে। কিন্তু যখন ভারতে সরকারের নাকের ডগার উপরে দিয়ে কতগুলো মানুষকে জোর করে ধর্ম পরিবর্তনের উৎসবের আয়োজন করানো হয়, তখন সেইটা গনতন্ত্র আর মানবতার জন্য হয় অশনি সংকেত। আরবে আইএস যা করছে, ভারতে বর্তমান সময়েও তাই হচ্ছে।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

খেলাঘর বলেছেন:


বাংলাদেশীরা ভারতে কেন, কি করছে ওখানে?

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

দিশেহারা আমি বলেছেন: যুদ্ধের সময় থেকে এ যাবত পর্যন্ত, যত বাংলাদেশি, যারা স্থায়ীভাবে বসবাসের জন্য ভারতে চলে গেছে তারা প্রায় সবাই হিন্দু। ভারত হিন্দুদের পবিত্র ভুমি ।( আরবে গিয়া যেমন মুসলিমদের মরিবার সাধ হয় ,তেমনি হিন্দুদেরও ভারতে গিয়া মরিবার সাধ হয়।)
এখন ভারতে বসবাসরত বাংলাদেশি হিন্দুদের শর্ত সাপেক্ষে যদি টুপি পড়াইয়া হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয় তবে বুজতে হবে ......
it!s a game ,
আর যদি সত্যিই মুসলমান অথবা অন্য কোন ধর্মের লোকদের জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হয় তবে বুজতে হবে,ভারতের বিশ্ববাসীর কাছে পুঃটু মারা খাবার সময় হয়ে গেছে।
এক পাকিস্থানের চো...নে অস্থির যে দেশ ,তার আবার গু... ভরা কেশ B-) B-)

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

ইমরান আশফাক বলেছেন: @খেলাঘর, অনেক লোক আছে যারা দ্বৈত নাগরিক। যেমন আমাদের এলাকার (খুলনা) অধিকাংশ হিন্দুদের বেশ কিছু আত্নীয়সৃজন ভারতে থাকেন এবং তারাও ওপার ওপার নিয়মিত যাতায়ত করেন। তাদের মধ্যে অনেকেই দুই দেশেরই নাগরিক এবং এই সংখ্যাটাও নেহাত কম নয়।

তবে আপনার বজরং এর হিসাব অনুযায়ী এই সংখ্যা কোনমতেই ৩ কোটি হবে না।

আর আপনার প্রতি আমার পরামর্শ এই যে, একটু চিন্তাভাবনা করে মন্তব্য করেন কারন আপনার অনেক জায়গার মন্তব্যগুলো পড়ে দেখেছি বলেই এই পরামর্শ দিচ্ছি।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

এমএম মিন্টু বলেছেন: হুম কষ্টরে :| :| :|

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

মোঃ তানজীম বলেছেন: দ্যা লায়ন ভাই ২৫ তারিখ এর প্রথম আলো পত্রিকার শিরোনামের ডান পাশের বিশাল আকারে রিপোর্ট টা ছিল ।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

খেলাঘর বলেছেন:


নিজের দেশ নিয়ে ভাবুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.