![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর নানা দেশে চামড়ার রঙ আলাদা হলেও, আত্মা ও অনুভূতির রঙ অভিন্ন।- দেবাশিস্ বন্দ্যোপাধ্যায় ।
(collected)
আজ ভোররাতে পুলিশের গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রোপ সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহাবুদ্দীন মারা গেছেন। নগরীর কাটাখালি এলাকায় রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।
তবে পুলিশের দাবি বন্দুক যুদ্ধের সময় আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহাবুদ্দীন।
মৃত শাহাবুদ্দীন-এর গ্রামের বাড়ি নাটোর সদর। তার লাশ এখন রাজশাহী মেডিকেল কলেজের মর্গে আছে।
শাহাবুদ্দীন ও তার বন্ধুরা কাটাখালি থেকে ফেরার পথে পুলিশ তাদের ধরে মাঠের ভিতর নিয়ে গুলি করে মেরে ফেলে বন্দুক যুদ্ধের গল্প সৃষ্টি করেছে।
এঘটনায় আহত আরোও দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯
মোঃ তানজীম বলেছেন: ভাই কাকে বলবো এই কথা.. @গাঁও গেরামের মানুষ
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১
গাঁও গেরামের মানুষ বলেছেন: এই অবিচারের শেষ কোথায়?
কয়েক ডজন হত্যা আর অসংখ্য নির্যাতনের আসামী এরশাদ শিকদারও আদালতের বিচারের দাবীদার ছিল, এবং সেই বিচার পেয়েছেও। এইসব যাদেরকে বিনাবিচারে রাস্তা থেকে তুলে নিয়ে পুলিশ/র্যাব হত্যা করছে, এই অন্যায়কে কিভাবে সমর্থান করা যায়? আমরা কি মানুষের দেশে আছি, না কি বনে-জঙ্গলে আছি?
মগের মুলূকও কি এমন ছিল?