নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীম ইব্রাহিম

মোঃ তানজীম

পৃথিবীর নানা দেশে চামড়ার রঙ আলাদা হলেও, আত্মা ও অনুভূতির রঙ অভিন্ন।- দেবাশিস্ বন্দ্যোপাধ্যায় ।

মোঃ তানজীম › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের সবাই খারাপ না ।

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০২



প্রথম ছবিটার দিকে লক্ষ করুন, এই ছবিটা পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার নাশির জামশেদ নামক একটা টুইটার একাউন্ট থেকে স্ক্রীনসট নেওয়া হয়েছে । যেখানে সে আমাদের দলের বিশ্বসেরা খেলোয়ার রুবেল এর সমালোচনা করেছেন ।

এবার দ্বিতীয় ছবিটার দিকে লক্ষ করুন, এখানে পাকিস্তান দলের অন্যতম সেরা খেলোয়ার উমর আকমল হোটেলরুমে রুবেলর প্রশংসা করে বাহ বাহ দিচ্ছেন । দুটি ঘটনাই বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের পরদিন ঘটে ।

এবার আসি আসল কথায়, নাশির জামশেদ এর ঔ একাউন্ট থেকে পোষ্ট টা টুইট হবার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন ব্লগাররা সামাজিক যোগাযোগ সাইট টুইটার সহ বিশ্বের বিভিন্ন ব্লগ সাইটে এর তীব্র প্রতিবাদ করেন এবং এর শাস্তি দাবি করেন (যদিও আমি বিভিন্ন ব্লগারদের অনেক উস্কানিমুলক পোষ্ট দেখেছি ) । আমাদের তীব্র দাবির মুখে বাধ্য হয়ে পাকিস্তান থেকে এর উত্তর দেওয়া হয়েছে । যেখানে পাকিস্তানের এক কর্ণেল ব্লগে একটা আর্টিক্যাল পোষ্ট করেন । তিনি বলেছেন যে, আসলে যেই একাউন্ট থেকে নাশির জামশেদের নামে পোষ্টটা দেওয়া হয়েছে সেই একাউন্ট টা ফেইক । এর আগেও মিসবাহকে গালিগালাজ করে ঔ একাউন্ট থেকে পোষ্ট দেওয়া হয়েছে । এবং নাসির জামশেদ নিজেও বলেছেন এই আইডির মালিক সে না এবং এটা ভেরিফাইড ও না ।

আসলে আমরা অনেক অতি উৎসাহী বাঙ্গালি আছি যারা কোন একটা কিছু পাইলেই যেন কোন কিছুর তোয়াক্কা করি না । সব কিছু একটু ভেবে চিন্তে করা উচিত কারন আমরা বাঙ্গালী জাতি শান্তপ্রিয় জাতি সবার সাথে মিলেমিশে থাকতে চাই । তবে কেউ আগবাড়াইয়া আমাদের সাথে লাগতে আসলে যেউ জায়গা দিয়ে বের হইছে ঔ জায়গা দিয়া ঢুকাইয়া দিমু ।

তবে পাকিস্তানের কিছু জারয সন্তান আছে যারা আজ ও আমাদের ভাল দেখতে পারে না । তারা বিভিন্নসময় বিভিন্নভাবে আমাদের হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ব্লগ সাইটে এবং ইউটিইবে উস্কানিমুলক ভিডিও আপলোড করেন আপনারা চাইলে তা দেখতে পারেন । ঔসব জারযদের সুযোগ পাইলে ঢুকাইয়া দিমু ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৫

নিস্পাপ একজন বলেছেন: সহমত :|

২| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাক্য প্রয়োগে সতর্ক হতে হবে।

৩| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২১

প্রেতরাজ বলেছেন: সহমত জ্ঞাপন করছি।

৪| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৫

সালমান মাহফুজ বলেছেন: চরমভাবে একমত ।

৫| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০১

মেহেদী_বিএনসিসি বলেছেন: ওই একাউন্টে গেলেই দেখা যায় এটা ছিলো প‌্যারোডি একাউন্ট......কিন্তু আমরা ওই চিলে কান নেয়ার মতো চিলের পিছে বেহুদা দৌড় দিছি.......
তবে ওই রমিজ্যার কোন মাফ নাই........

৬| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৭

আহমেদ বিল্লাল বলেছেন: বাঙ্গালী হল হুজুেগে জাতি..............

৭| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: এটা না হয় ফেক কিন্তু রামিজ রাজা তো কমেন্ট্রি বক্সে বসেই আমাদের বিরুদ্ধে বলছেন সেটা তো অন্তত বিচার হওয়া উচিৎ

৮| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫

ইস্কান্দার মীর্যা বলেছেন: ইমতিয়াজ ১৩ এর সাথে সহমত ।

৯| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩

জনাব মাহাবুব বলেছেন: আপনার পোষ্টের সাথে একমত :D

১০| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২০

িজৎ বলেছেন: B-)) হ পাকিস্তান নাম ডা হুনলেই কেমন গা জ্বলে । B-))

১১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৩

ইস্কান্দার মীর্যা বলেছেন: মো: তানজীম ? ন্যূনতম ভদ্রতাজ্ঞানও কি শিখেন নাই ?

১২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৬

ইস্কান্দার মীর্যা বলেছেন: ইডিয়ট

১৩| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২১

মোঃ তানজীম বলেছেন: ধন্যবাদ ভাই @ নিস্পাপ একজন,প্রেতরাজ ,সালমান মাহফুজ,জনাব মাহাবুব ।

১৪| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

মোঃ তানজীম বলেছেন: জি ভাই ভবিষৎ এ চেষ্টা করব @দিশেহারা রাজপুত্র ।

১৫| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৫

মোঃ তানজীম বলেছেন: তবে ওই রমিজ্যার কোন মাফ নাই...সহমত @মেহেদী_বিএনসিসি,ইমতিয়াজ ১৩

১৬| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৬

মোঃ তানজীম বলেছেন: অামরা মানি অামরা হুজুগে জাতি কিন্তু সবাই না @আহমেদ বিল্লাল ভাই।

১৭| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

মোঃ তানজীম বলেছেন: অাপনার তো পাকিস্তান কিন্তু অামার ভারত পাকিস্তান দুটোই @িজৎ

১৮| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

মোঃ তানজীম বলেছেন: জি ভাই অামি ও জানি বাক্য প্রয়োগটা খুব খারাপ হয়েছে এবং অামি ইচ্ছা করেই করেছি তবে ভবিষৎ এ সতর্ক থাকবো । কিন্তু ইডিয়ট বলাটা কি ঠিক হইছে???? @ইস্কান্দার মীর্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.