নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশবছরের একজন ক্ষুধার্ত মানুষ তবে সুখি ও বিস্ময়কর! যার অতীত ঘোলাটে, বর্তমান ধূসর আর ভবিষ্যৎ অন্ধকার.....

মো:দেলোয়ার হোসেন

বিশ বছরের একজন ক্ষুধার্ত মানুষ তবে সুখি ও বিস্ময়কর! যার অতীত ঘোলাটে, বর্তমান ধূসর আর ভবিষ্যৎ অন্ধকার.....

মো:দেলোয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

তোমাকে আমার বড় প্রয়োজন

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬



বিকেল বেলায় তোমাকে আমার খুব প্রয়োজনে
সূর্য ডুবন্ত অবস্থায় সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা নারীর মতন।
পান্ডুলিপি আলো দেয়ার প্রাক্কালে লাল জামায় শিশিরের স্নিগ্ধ প্রলোভনে-
তোমার আমার প্রয়োজন।
আমার খুব ইচ্ছে করে
সিংহল থেকে ভেসে আসা সমুদ্রের গর্জনে-
খুব ইচ্ছে করে দূরের ঐ ধোয়াছে নৌকা নিয়ে ভেসে যেতে সমুদ্রের নীল জলে।
তোমার সামনে দাঁড়িয়ে পৃথিবীর সব আলোয় সংমিশ্রণ ঘটিয়ে
দূরবীণে তোমাকে দেখার।
সবশেষে ক্ষাণিকটা আলোয় রাঙা হয়ে
জাহাজী বাতী হাতে নিয়ে তোমায় বাড়ি ফেরার স্নিগ্ধ বাসন পুরণ করতে।
আমার খুব ইচ্ছে করে
তাই গভীর স্রোতে গা ভাসিয়ে তোমাকে আমার খুব প্রয়োজন।


ছবি+উৎসর্গঃ জাহ্নবী

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


ইচ্ছের শেষ নেই

২| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

মো:দেলোয়ার হোসেন বলেছেন: হুম ইচ্ছেকে নিয়েই জীবন গড়ে উঠে। কিন্তু এটা কল্পনা মাত্র!

৩| ০১ লা মে, ২০১৬ রাত ৮:২৫

প্রীতম বলেছেন: আপনার লেখায় ব্যতিক্রম কিযেনো আছে, ধরতে পারছিনা।
ভালোলাগার মতো অনেক কিছুই রেখেছেন লেখায়।
ভালো থেকে আরো অনেক লেখা উপহার দিবেন সে প্রত্যাশা রইলো ভাই।

৪| ০১ লা মে, ২০১৬ রাত ৯:২৮

সোজোন বাদিয়া বলেছেন: বেশ সহজবোধ্য, মিষ্টি কবিতা। ভাল থাকুন।

৫| ০১ লা মে, ২০১৬ রাত ১০:৫৩

দিনাজপুরিয়া বলেছেন: শব্দ চয়নে আমি মুগ্ধ!!

৬| ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৪০

মো:দেলোয়ার হোসেন বলেছেন: ধন্যবাদ

৭| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল

৮| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.