নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ বছরের একজন ক্ষুধার্ত মানুষ তবে সুখি ও বিস্ময়কর! যার অতীত ঘোলাটে, বর্তমান ধূসর আর ভবিষ্যৎ অন্ধকার.....
রেডিয়ামের আলোয় গোধুলী রঙের একটা মোটর বাইক চাই
যার পেছনে বসে তুমি শঙ্খচিলের মত আমায় জড়িয়ে ধরবে আর-
ঘাসের কারুকার্যের বুনা তোমার ঐ সবুজ ওড়নার আঁচল উড়তে থাকবে বাতাসে।
একটা স্বপ্নে গড়া অমৃত নবান্ন মন চাই,
যার কেন্দ্রস্থলের কালো বৃত্তে কেবল আমার ই যাতায়াত হবে অহঃরহ।
একটা সংবিধান চাই,
যেখানে ১৫৪ নং অনুচ্ছেদ টাতেও তোমার উপর আমার অধিকরের কথা উল্লেখ থাকবে।
গলীর মাঝে তে একটা টি স্টল চাই,
যাত প্রতিটি কাপে যেনো তোমার আর আমার ঠোটের পদাচরণ হবে অবিনশ্বর।
২| ২৩ শে মে, ২০১৬ রাত ১১:০৬
মো:দেলোয়ার হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:১৯
ঘটক কাজী সাহেব বলেছেন: ভালো, চায়ের দোকান .........