| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবু রায়হান ইফাত
	একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
.
  
           (সেই মেয়েটি) 
              
 প্রথম যে দিন দেখেছিলাম তারে
মেহগনি গাছের ধারে  
অপলক  দৃষ্টিতে সেদিন তাকিয়ে ছিলাম শুধু তাহারই পানে।
সেকি অপরূপ রূপ তাহার  , সৃষ্টিকর্তা  যেন নিজ হাতেই সৃষ্টি করেছে তারে, 
 মন মাতানো সেই হাসি টুকু গেঁথে আছে আজ ও আমারি মনে,
লাজুক মিষ্টি হাসিতে টোল পড়েছিল সেদিন তার, লাল টুকটুকে গালে।
ছিল সে চঞ্চলা মনের দুরন্তপনা  মিষ্টি একটি মেয়ে,
প্রথম সেই দেখাতেই ভাল লেগেছিল খুব তাহাকে, 
আর সেই ভাল লাগা এক সময় জম্ম নেয় ভালবাসায়,
হয়ে গেলাম আমি শুধু  তাহারি জন্যে দিশেহারা।
দিন নাই রাত নাই সর্বদা একটাই ভাবনা মনে,   আমি শুধু চাই তাহারে, 
সাহসের অভাব আর হারানোর ভয়ে, ভালবাসি বলতে পারি নি আজও তাহারে ।
বলতে পারিনি তো কি হয়েছে...? 
ভালবেসেছিলাম তাহাকে, ভালবাসি তাহাকে,  মৃত্যু পর্যন্ত ভালবাসব শুধু তাহারে।
ভালবেসে নিজের সঙ্গী করে পাব যেদিন তাহারে ,
পৃথিবীর সবচেয়ে সুখী  ভাববো সেদিন নিজেরে।
ভাগ্য বিড়ম্বনায় যদি কখনো না পাই তাহারে,
হয়তো সেদিন সবে দেবদাস রূপে খুজে পাবে আমারে।
একটাই  স্মৃতি সেদিন থাকবে মনে ...... 
ভালবাসি শুধু  দুরন্তপনা এক মিষ্টি মেয়েকে।
©somewhere in net ltd.