| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবু রায়হান ইফাত
	একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
দেশের বাহিরে একটা বিস্ময়কর অভিজ্ঞতা....
আমাদের বাসার পাশের বাসায় এক মিশরিয়ান তার ফ্যামেলি নিয়ে থাকে,  
ওই ভদ্র লোকের এক ছেলে এবং এক মেয়ে,
ছেলেটির বয়স সম্ভবত ৫ - ৬ বছর হবে আর মেয়েটির যথাসম্ভব  ৯ থেকে ১০ বছর হবে,
পাশাপাশি বাসা হওয়ার কারনে প্রায় সময়ই তাদের সাথে সিড়িতে দেখা হয়,  হাই, হ্যালো বলেই  দিন চলছে।
আজ বিকেলে বাসা থেকে বের হয়ে যখন সিড়ির দিকে গেলাম তখন দেখি ওই ৯- ১০ বছরের মেয়েটি এবং তার ভাই হাতে কিছু একটা নিয়ে  খেলছে,  আমাকে দেখার পর মেয়েটি আমার দিকে এসে বলল......
মেয়েটি......  হাই..!
আমি....    হ্যলো, হাউ আর ইয়্যু...??
মেয়েটি.....  আলহামদুলিল্লাহ, আর ইয়্যু ফাইন.....??
আমি.... ইয়াহ, অ্যাম ফাইন
মেয়েটি.....  আই ওয়ান্না সে সামথিং  ওইথ ইয়্যু
আমি....    ওকে,  টেল 
মেয়েটি....  আই লাইক ইয়্যু সিন্স ম্যনি ডেইস,   আই ফিলিং লাভ উইথ ইয়্যু।
ভিনদেশী এতটুকো মেয়ের মুখে আমাকে উদ্দেশ্য করে এই কথা শুনে আমি তো পুরাই অবাক।
ভাবছি সামনের মাসেই বাসা ছেড়ে দিতে হবে ।
 
২৪ শে ডিসেম্বর, ২০১৬  রাত ৩:২৪
আবু রায়হান ইফাত বলেছেন: ভাই, বর্তমান পরিস্থিতে এই বাসা তে থাকলে বিপদে পড়াটাই স্বাভাবিক।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৮:০৪
ফরিদ আহমাদ বলেছেন: এইটা বাসা ছাড়ার মতো কোন ঘটনা হইলো? বাসাটা আমার জন্য বুকিং দিয়ে দেন