![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
.
(ভালবাসার মূল্য দাও)
লিখা - আবু রায়হান ইফাত
বালিকা কেন তুমি একা দাড়িয়ে? ভাবতেছো কি তোমার মনের গহীনে ?
এত ভাবতেছো কি তুমি?
তাকাও একটু তাহার পানে যে দিবারাত্রি মন প্রান দিয়ে বাসছে তোমায় ভালো,
পাবে না তো তুমি আর এমন কাহারো
যে তাহার চেয়ে ও বেশি বাসবে তোমায় ভাল।
তুমি জান কি...?
ছেলেটি দিবারাত্রি শুধু তোমায় ভাবে,
তোমায় নিয়ে সে স্বপ্ন বুনেছে তাহার আবেগী মনে।
সাজিয়েছে সে তাহার মনের গহীনে ছোট্র একটি রাজ্য,
যে রাজ্যে থাকবে না কেউ তুমি আর সে ছাড়া,
সেই রাজ্যে তুমি হবে রাণী আর সে হবে রাজা।
না না একি করছো তুমি! বালিকা,
ভেঙ্গো না তুমি , ভেঙ্গো না তাহার সাজানো সেই স্বপ্ন,
যে স্বপ্ন তাহার জীবন মরণের সাথে জড়িত।
যদি কখনো বা তুমি ভাঙ্গো তাহার সাজানো সেই স্বপ্ন,
হয়তো সেদিন হবে তাহার পৃথিবী তে কাটানো শেষ মূহর্ত ,
নয়তো সে দেবদাস হয়ে থাকবে বেঁচে
শুধু তোমায় পাওয়ার আশায় মত্ত।
বালিকা এত কঠিন শাস্তি দিও না তুমি তাহাকে,
পারবে না তো আর কেউ, তাহার মতো বাসতে ভাল তোমাকে ।
তাইতো বলছি তোমায় বালিকা, মূল্য দিতে শিখো ,:
মূল্য দেও তাহার ভালোবাসা কে যে নিজেও জানে না তোমায় কতটা বাসছে ভাল ,
তাহার ভালবাসার মূল্য দিয়ে,
মনের গহীনে থাকা তাহার সেই সাজানো স্বপ্ন টাকে
করো বাস্তবে পরিণত।
©somewhere in net ltd.