![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
প্রেম কাব্য
(ভালবাসবো চিরকাল)
প্রথম যে দিন দেখেছিলাম তোমাকে,
সে দিন থেকে শুধু ভালবাসি আমি তোমাকে ,
তোমার সেই মায়াবী মুখ ভরা হাসি
আজ ও আছে আমার অন্তরে গাঁথা ।
তুমি এক মায়াকন্যা, যেন রূপককথার দেশের এক রাজকুমারী ,
যে দিকেই তাকাই শুধু দেখতে পাই আমি
তোমার সেই মায়াবী মুখ ভরা হাসি।
তুমি আমার স্বপ্নের রাণী
এই মনে সারাক্ষণ তোমায় নিয়ে ভাবি ,
বলিতে পারিবো না কভু , তোমায় আমি কতটা ভালবাসি
একটাই জানি শুধু আমি , তুমি আমার স্বপ্ন তুমিই আমার স্বর্গ ।
জানতে পারি নি আজ ও আমি
ভালবাসো কিনা আমায় তুমি ।
যদি কখনও চলে যাও তুমি একা করে করে আমায়,
হয়তো বাচঁবো না আমি তোমায় বিনা,
তবুও ভালবাসবো আমি চিরকাল শুধু তোমায় ।
লিখা :- আবু রায়হান ইফাত
©somewhere in net ltd.