![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
ভালো আছি, বড্ড ভালো থাকি
শিহরিত হয়ে উঠি মাঝে মাঝে,
এক তীব্র শূন্যতার আছড়ে, না পাওয়ার হাহাকারে।
হারিয়ে যায় তখন হাহাকার, অ্যালকোহলের প্রতিটি রেশ রক্তকণায় মিশে।
অশ্রু বয়ে যায়, নিঃশব্দ অশ্রু, শব্দহীন কান্না
ভালোবাসা আজকাল নর্দমার গলিতে কীটের ডোবায়,
পবিত্র ভালোবাসা লুক্কায়িত মহাশূন্যতায়,
অবমূল্যায়িত চলনার খেলায়।
দূরত্বে বাঁচি, দূরত্বে থাকি
ভালোবাসাহীন বড্ড ভালো আছি,
এবং বড্ড ভালো থাকি।
#চাইরচোখ
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোই থাকি ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১
নূর-ই-হাফসা বলেছেন: সত্যি কথা বলতে কি জানেন ভালোবাসা বলে কিছু নেই । যা আছে তা কেবলমাত্র মায়া । মায়ার কারনে সম্পর্ক গুলো টিকে থাকে । যখন মায়া শেষ তখন সম্পর্কও শেষ ।
ভালো থাকুন সবসময় । কবিতা ভালো লেগেছে ।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালই থাকুন।