![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
দেশ এই তুই কেমন স্বাধীনতা দিলি?
কয়দিন ছিলো জঙ্গী
আর এখন মাদক ব্যবসায়ী।
সন্তানের সম্মুখে আর কত পিতার প্রাণ নিবি.?
প্রাণতো নিলিই আবার মোহর লাগিয়ে দিলি
জঙ্গী নয়তো মাদক ব্যবসায়ী।
স্বাধীন নামের পরাধীনতায় সিল ছাড়া মৃত্যুটাই এখন দাবি
দেশ এই তুই কেমন স্বাধীনতা দিলি..?
২| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: অল্প কথায় অনেক ভারী কথা ।
ভালো লাগল
৩| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:১২
রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে।
আমার নতুন গল্প
সময়ের প্র য়ো জ ন পর্ব ১
লিংক Click This Link
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।
৪| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:১৮
একাল-সেকাল বলেছেন: আপনার মত আমারও জানতে ইচ্ছে করে
৫| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৩২
একাল-সেকাল বলেছেন: আপনার মত আমারও জানতে ইচ্ছে করে ইনাদের কাছে কেন করেছিলেন স্বাধীন বঙ্গভূমি
৬| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:০৮
সনেট কবি বলেছেন: সবাই স্বাধীন না হলেও কেউ কেউ তো স্বাধীণভাবে সব ভোগ করছে।
৭| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:২৫
শাহাদাত নিরব বলেছেন: দেশ শুধু পুলিশদের - ই স্বাধীনতা দিয়েছে
মোমবাতি জ্বালিয়ে সাংবাদিকের পায়ু পথে ছ্যাকা
মাদক নির্মুলের নামে অসহায়দের দিচ্ছে দারুন ব্যাথা
আসল মাগুর গুলো দিয়েছে ঘা ঢাকা ।