![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
কখনো কি কথা হবে না আর.?
ফোন কলের মিনিট কি কখনোই বৃদ্ধি পাবে না.?
চোখে চোখ রেখে সেই মিষ্টি হাসি কি আর হবে না.?
আর অপেক্ষা !
সেও কি শেষ.?
ভালোবাসা কি সত্যিই নিঃশেষ.?
ছোট্টনীড়ের সেই ছোট্ট স্বপ্ন
নেশায় মাতিয়ে ঘুম কেড়ে নেওয়ায় মত্ত,
হাতে হাত রাখা আর আকস্মিক চুমু খাওয়া
সেগুলো যেন ছিল স্বপ্ন ।
নিষ্ঠুর নিয়তি !
কেড়ে নিয়েই পায় শান্তি।
ভালোবাসায় হৃদয় ছুঁয়ে
হারিয়ে যায় হৃদয় ভেঙে।
বিধাতা !
জবাব দাও
এমন ভালোবাসা আসে কোন স্বার্থে .?
সোডিয়ামের আলোয় মেশা হয় কি.?
স্বপ্নগুলো অন্যেজনায় দেখাও কি.?
নাকি অপেক্ষায়
আবার ফিরবে বলে.?
ছিলে বহুচেনা, বহুজানা
কাছে থেকেও যেন এখন অজ্ঞাত, অচেনা
ভালোবাসা স্থান করে নিয়েছে শূন্যতায় ।
কখনো কি কথা হবে না আর.?
ফোন কলের মিনিট কি কখনোই বৃদ্ধি পাবে না.?
চোখে চোখ রেখে সেই মিষ্টি হাসি কি আর হবে না.?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
আবু রায়হান ইফাত বলেছেন: এখনো পুরাতন হয়নি কেউ, শুধু মানুষটিই হারিয়ে গেছে
ভালোবাসা বহমান আগের মতই, যদিও বর্তমানে তা একপাক্ষিক কিন্তু তার বসবাস হৃদয় জুড়ে।
আর নতুন কে সাড়া দিবো কি দিবো না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৫ দিন সময় নিয়েছি।
হয়তো নতুনকে স্বাগত জানানোর জন্য পুরাতনের বিদায় সংবর্ধনাও হতে পারে।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২
সনেট কবি বলেছেন: বেশ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৮
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোবাসা নিবেন
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৪
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯
আবু রায়হান ইফাত বলেছেন: কৃতার্থ
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: কথা হবে। দেখা হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
আবু রায়হান ইফাত বলেছেন: হারিয়ে গেছে বহুদূরে।
দোয়া রাখবেন যেনো আবার ফিরে আসে
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আরে চিন্তা করতে হবেনা,সবই হবে শুধু একটু সময়ের অভাব এই আর কি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
আবু রায়হান ইফাত বলেছেন: বহুসময় পেরিয়েছে
অপেক্ষার প্রহরও ফুরিয়েছে
ফেরেনি তবুও, ফেরেনি
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ফিরবে ফিরবে। সে না ফিরলে কি হয়েছে আরেকজনকে তো পাবেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোবাসা যে তাহাতেই সীমাবদ্ধ
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭
আরোগ্য বলেছেন: এটা কি নতুনকে স্বাগত জানানোর জন্য পুরাতনের বিদায় সংবর্ধনা?