![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
দূরত্বটা ক্রমাগত বেড়েই চলছে, ক্ষণিকের না হয়ে হয়তো ব্যাপ্তিকাল দীর্ঘও হয়ে যেতে পারে।
দুপ্রান্তেই অভিমান আর ক্ষোভের পরিমাণ পাহাড়সম।
ভালোবাসা ভুলে এখন অভিমানই প্রাধান্য পেয়েছে তাতে।
ভালোবাসার সময় নেই কারো হাতেই, হয়তো মেনে নিতে পারছে না কেউ কাউকে।
অতি মাত্রায় অ্যালকোহলে মেতেছিল ছেলেটি সেদিন আর তাতেই বিপত্তি, মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি শব্দ থেকেই গভীর দূরত্বে পোঁছে যায় সম্পর্কটি। এর মাঝে হয়তো কেউ আবার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিল আবার কেউ হয়তো অভিমানে প্রত্যাখান করেছিল।
রাগ অভিমান সবই আছে নেই শুধু চোখে চোখ রেখে এক চিলতে হাসি, নেই কারো জন্য কারো অধীর অপেক্ষা ..!
ভালোবাসাগুলো এভাবেই হয়তো হারিয়ে যায়, কখনো ফিরে আসে আবার কখনো হয়তো ফিরেও আসে কিন্তু চিরদিনের জন্য হারিয়ে যায় আস্থা ।
অতীতগুলো তখন স্মৃতি কৌঠরেই বেঁচে থাকে, কখনো জম্ম দেয় দীর্ঘনিঃশ্বাস কখনো চোখের কোণায় নিরব অশ্রু।
ভালোবাসা এমনই, দূরত্ব বাড়লেও আত্মার আকর্ষণ থেকে যায় আমৃত্যু।
ভালোবাসা কখনো হারায় না, ভালোবাসার মানুষ হারিয়ে যায়। ভালোবাসা চিরকালই মৌলিক একটি গল্পের সাক্ষী হিসেবে পৃথিবী কিংবা মহাকাশে অবাধ বিচরণ করে যাবে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
আবু রায়হান ইফাত বলেছেন: শুকরিয়া দাদা
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: যাকে বেশী ভালোবাসবো তার উপরেই তো অভিমান হবে । কিন্তু মাঝে মাঝে অভিমান দূরত্ব বাড়িয়ে দেয় । তবে ভালোবাসা সত্যি হলে অভিমান হোক আর যাই হোক ভালোবাসারই জয় হবে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
আবু রায়হান ইফাত বলেছেন: হারিয়েও যায় ভালোবাসা, প্রতিদিনই কাছে আসা হয় কিন্ত যেন দুজন দুজনার বহুঅচেনা
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
আরোগ্য বলেছেন: কবিতায় হতাশার ছাপ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১
আবু রায়হান ইফাত বলেছেন: ব্যথিত হৃদয় হতাশাকেই আশ্রিত করে
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোবাসা এমনই, মানুষ হারিয়ে যায় কিন্তু ভালোবাসা বেঁজে থেকে চিরকাল
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।