![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
শহর একদিন থমকে যাবে
জমিয়ে ধুলো ভালোবাসায়।
নিথর দেহটি পড়ে রবে লুটে
চাহনিতে রইবে অপূর্ণতা ।
ভালোবেসে না পেয়ে ভালোবাসা
জর্জরিত হৃদয় পালাবে শূন্যতায়।
ভালোবাসেনি সে
হৃদয় ভালোবেসেছে যারে
অতৃপ্ততা জম্ম নেয়
না পেয়ে ভালোবাসা।
ভালোবাসাহীন জীবন
বেঁচে রইবে কোন আবদারে
উড়াল দিবে সে মহাকাশ সমীপে,
কেবলই নিথর দেহটি পড়ে রবে লুটে।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
আবু রায়হান ইফাত বলেছেন: সব ভালোবাসা কখনো কখনো জীবনে পূর্ণতা এনে দেয় না, কিছু ভালোবাসার সীমাহীন অভাব শূন্যতার সৃষ্টি করে যায়।
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: না পেয়ে ভালোবাসা।
ভালোবাসাহীন জীবন
বেঁচে রইবে কোন আবদারে
.............................................................. ভালোবাসা না থাকলে বাচঁবে কি ভাবে ?
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোবাসাহীন বেঁচে থাকা যথার্থ নয়, ভালোবাসাই বাঁচিয়ে রাখে আমাদের
৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০১
হাবিব বলেছেন: বেঁচে রইবে কোন আবদারে?
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
আবু রায়হান ইফাত বলেছেন: যদি ভালোবাসা আবার ফিরে আসে
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯
রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোবাসা নিবেন দাদা
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৬
টুটুল বলেছেন: এতো ভালোবাসাহীনতা কেনো? আমাদের জন্য একজনের ভালোবাসা না থাকলেও, অন্য হাজার জনের ভালোবাসা অপেক্ষা করছে।
কবিতা সুন্দর হয়েছে।